উত্তোলন
দাফনের ১২ দিন পর কবর থেকে লাশ উত্তোলন
ফেনীর দাগনভূঞায় দাফনের ১২ দিন পর কবর থেকে আবদুল গফুর মিয়া নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ।
পরে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ময়নাতদন্তের জন্য কুয়েট শিক্ষকের লাশ উত্তোলন
বুধবার (১২ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমানের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়।
এর আগে মঙ্গলবার জেলার গফুর মামলার তদন্ত কর্মকর্তা দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) রাসেল মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি উত্তোলনের নির্দেশ দেন দাগনভূঞা আমলি আদালত।
জানা যায়, গত ২৯ মে জেলার দাগনভূঞা পৌর শহরের হাসপাতাল রোডের অভিরামপুর এলাকায় ছয় তলা একটি ভবন দখল করতে তাণ্ডব চালায় স্থানীয় সন্ত্রাসীরা। ওই সময় হামলাকারীরা ভবনটির বিদ্যুৎ, পানি ও গ্যসের লাইন কেটে দেয়। এতে আহত মালিক আবদুল গফুর ভূঞা গত ১ জুন মারা যাওয়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে।
গত ৪ জুন নিহতের ছেলে রিয়াদ হোসেন একই উপজেলার রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুনসহ সাতজনের নাম উল্লেখ করে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দাগনভূঞা আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। দাগনভূঞা আমলি আদালতের বিচারক ফারহানা লোকমান মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করে আসামিদের গ্রেপ্তারের জন্য দাগনভূঞা থানার ওসিকে নির্দেশ দেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, আদালতের নির্দেশে হত্যা মামলা এফআইআর করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।
তিনি আরও বলেন, বুধবার আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, দাগনভূঞা থানার ওসি আবুল হাশিম, উপজেলা মেডিকেল অফিসার ডা. আসিফ ইনতেছার, মামলার তদন্ত কর্মকর্তা রাসেল মিয়া, নিহত গফুরের ছেলে লিয়াকত হোসেন রাজু, রাকিব হোসেন ও রিয়াদ হোসেনসহ বিপুল সংখ্যক এলাকাবাসী।
আরও পড়ুন: রংপুরে দাফনের সাড়ে ৬ মাস পর কবর থেকে তরুণীর লাশ উত্তোলন
সিরাজগঞ্জে দাফনের ৪ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন
৫ মাস আগে
বড়পুকুরিয়া কয়লাখনিতে উত্তোলন সাময়িক বন্ধ
দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের খনিতে সাময়িক কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছে।
নতুন ধাপে যন্ত্রপাতি স্থানান্তর শেষে ফেব্রুয়ারির মধ্যে আবারো কয়লা উত্তোলনের প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। তবে তাপ বিদ্যুৎকেন্দ্র সচল রাখার মতো ইয়ার্ডে পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে।
কয়লা খনির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রাশেদ কামাল বলেন, চলমান প্রক্রিয়ায় ভূগর্ভের ১৪১২ নং ফেইজে লক্ষ্যমাত্রা অনুযায়ী ২ লাখ ৭১ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন শেষে শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে কয়লা উত্তোলন সাময়িকভাবে বন্ধ রেখেছেন তারা।
আরও পড়ুন: রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা জাহাজের বিরুদ্ধে মামলা
খনি অভ্যন্তরে কয়লা কাটার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ শেষে নতুন আরেকটি ১২০৯ নম্বর ফেইজে স্থানান্তর করে মাস দুয়েকের মধ্যে (ফেব্রুয়ারি) আবারো কয়লা উত্তোলনের আশা করছেন তারা।
অন্যদিকে কয়লা নির্ভর পাশ্ববর্তী বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে সরবরাহের জন্য ইয়ার্ডে ১ লাখ ৯৫ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রেখেছেন তারা।
তাপ বিদ্যুৎকেন্দ্রের ম্যানেজার (সংরক্ষণ) আব্দুল্লাহ আল মামুন বলেন, কেন্দ্রে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩টি ইউনিটের মধ্যে একটিতে দৈনিক ১৭০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদনে দু’মাস পর্যন্ত সচল রাখার মতো কয়লা মজুদ রয়েছে তাদের ইয়ার্ডে।
নির্ধারিত সময়ের মধ্যে কয়লার যোগান মিললে তাপ বিদ্যুকেন্দ্র বন্ধ হবার আশঙ্কা নেই বলে জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন: ইন্দোনেশিয়া থেকে ৬৪ হাজার টন কয়লা নিয়ে জাহাজ ভিড়েছে মাতারবাড়ীতে
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫৫ হাজার টন কয়লা নিয়ে মোংলায় আরও এক জাহাজ
১০ মাস আগে
বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২
গাজীপুরের টঙ্গীতে বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানার বিসিক এলাকায় নির্মাণাধীন ভবনে ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পল্লী বিদ্যুতের ২ কর্মীর
নিহত আয়নাল নওগাঁর নেয়ামতপুর থানার বালিচার গ্রামের কছিমদ্দিনে ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গীর মরকুন মধ্যপাড়া আলী ড্রাইভারের বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত অপরজন হলেন- মো. আশরাফুল। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
আয়নাল নির্মাণাধীন কারখানার নিরাপত্তা প্রহরী ও মো. আশরাফুল ওই কারখানার নির্মাণ শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, টঙ্গী পূর্ব থানার বিসিক ফকির মার্কেট এলাকার কারখানার নিরাপত্তা প্রহরী আয়নাল ও নির্মাণ শ্রমিক মো. আশরাফুল শনিবার সকাল সাড়ে ৭টায় লোহার রড দিয়ে কারখানার পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করতে যান।
এসময় অসাবধানতাবশত জাতীয় পতাকা টানানোর লোহার রডটি পাশের বিদ্যুতের তারে স্পর্শে লেগে আয়নাল ও আশরাফুল গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
টঙ্গীর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে তারা নিহত হয়েছে। এবিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
শরীয়তপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত-২
১১ মাস আগে
১ আগস্ট থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি
আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সরকার তিন দফা দাবি মেনে না নিলে ১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহনসহ সব ধরনের কাজ বন্ধের আলটিমেটাম দিয়েছেন ট্যাংকলরি মালিকরা।
শনিবার (২২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কনভেনশন হলে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগীয় কমিটির ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।
আরও পড়ুন: খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ১২ ঘণ্টার ধর্মঘট
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির ইকোনোমিক লাইফ (ব্যবহারের আয়ুকাল) ৫০ বছর পর্যন্ত নির্ধারণ, জ্বালানি তেল বিক্রির উপর প্রচলিত কমিশন বৃদ্ধি করে কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশে উন্নীত ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিশ্রুতি মোতাবেক গেজেট প্রকাশের জন্য তিন দফা দাবি বাস্তবায়ন করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে ইতোমধ্যে লিখিত আবেদন করা হয়েছে।
তিনি জানান, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় তারা হতাশ। তাই আগামী ৩১ জুলাই পর্যন্ত সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হবে।
তিনি বলেন, তেল ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা আশা করছেন সরকারের নীতি নির্ধারকরা বিষয়টি বিবেচনা করে এই সময়ের মধ্যে তাদের দাবিগুলো মেনে নেবেন।
এর ব্যত্যয় হলে ১ আগস্ট থেকে সকল জ্বালানি ব্যবসায়ীরা জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন কাজ বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা তারা করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন ও বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব শেখ ফরহাদ হোসেনসহ সংগঠনগুলোর স্থানীয় নেতারা এবং বিভিন্ন জ্বালানি তেল ডিপোর মালিকরা।
আরও পড়ুন: জ্বালানি তেলে সরাসরি ভর্তুকি দেওয়া হয়নি: নসরুল হামিদ
২০২৩ সালে পাইপলাইনে ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু: প্রধানমন্ত্রী
১ বছর আগে
রংপুরে দাফনের সাড়ে ৬ মাস পর কবর থেকে তরুণীর লাশ উত্তোলন
দাফনের সাড়ে ছয় মাস পর আদালতের আদেশে এক তরুণীর লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (২০ মার্চ) সকালে নগরীর খাসবাগ এলাকার পারিবারিক কবরস্থান থেকে তার লাশ ওঠায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মৃত বর্ষা হোসাইন বর্না (২০) ওই এলাকার বেলাল হোসেনের মেয়ে। বর্না আউট সোর্সিংয়ের কাজ করতেন।
তার মা শাহিনা বেগম ও বাবা বেলাল হোসেন দুই সন্তান বর্ষা ও বাঁধনকে বাড়িতে রেখে ঢাকায় কাজ করতেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে দাফনের ৪ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন
পুলিশ জানায়, বর্নার সঙ্গে একই এলাকার রিপন মিয়ার ছেলে জিয়াদ হোসেনের (২৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের কথা বলে বর্নার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায় জিহাদ। এতে বর্না অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি জিয়াদ ও তার পরিবারকে জানানো হলে তারা বর্নার গর্ভের সন্তান নষ্ট করতে বলে। কিন্তু বর্না রাজি না হওয়ায় তাদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। একপর্যায়ে গত বছরের ২ সেপ্টেম্বর রাতে আত্মহত্যা করেন বর্না।
এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়।
পরবর্তীতে রংপুরের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ ছয় জনকে আসামি করে বর্নার মা শাহিনা বেগম মামলা করেন।
মামলায় অভিযুক্তরা হলেন-জিয়াদ হোসেন, ছবি বেগম, মনি বেগম, সিরাজউদ্দিন, সাজু মিয়া ও মো. রিফাত।
এদিকে মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের স্বার্থে ১২ জানুয়ারি পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলনের আদেশ দেন আদালত। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে লাশটি কবর থেকে উত্তোলন করা হয়।
এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মলিহা খানম ও মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে রংপুরের সিআইডির পরিদর্শক শামসুল আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ময়নাতদন্তের জন্য কুয়েট শিক্ষকের লাশ উত্তোলন
প্রেমিকার বাড়ির সামনে মৃত্যুর ৩৬ দিন পর প্রেমিকের লাশ উত্তোলন
১ বছর আগে
১৭ মার্চ জাতীয় পতাকা উড়াতে হবে, প্রজ্ঞাপন জারি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সরকারি-বেসরকারি অফিস ও ভবনে জাতীয় পতাকা উড়াতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ‘জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস' যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ (শুক্রবার) সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলিত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার নেতৃত্বেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্রের ষড়যন্ত্রে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু স্বপরিবারে শহীদ হন।
আরও পড়ুন: মঙ্গলবার কালো পতাকা উত্তোলন করবে বিএনপি
পদ্মা সেতুর নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন
১ বছর আগে
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ
নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলন ২০২৩ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ডিসিদের নির্দেশনা দেয়ার বিষয়টি বলেন।
আরও পড়ুন: অবাধে বালু উত্তোলনে হুমকির মুখে গড়াই সেতু
প্রতিমন্ত্রী বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীতে নির্মিত বাঁধগুলো ভেঙে পড়ে।
তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য বালু প্রয়োজন বলে পানি উন্নয়ন বোর্ড যেসব স্থানকে ‘বালু মহল’ (বালি কোয়ারি) হিসেবে ঘোষণা করেছে কেবল সেখান থেকেই বালু উত্তোলন করা যাবে। এভাবে আমরা বালুর চাহিদা মেটানোর পাশাপাশি নদী ভাঙন রোধ করতে পারব।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে নদীভাঙন ও বন্যা বেড়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘গত বছর আমরা গ্রামাঞ্চলে প্রথম দিকে বন্যা দেখেছি। তারপরও আমরা ফসলের ক্ষতি হতে দিইনি। আমি সতর্কতা অবলম্বন করেছি।’
কয়েকজন ডিসি তাদের এলাকায় নদী ভাঙনের সমস্যার কথা বলেছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা কাজ করছি, কিন্তু বৈশ্বিক মন্দার কারণে গতি মন্থর।
স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সমাধানের জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো এলাকা থেকে কোনো সমস্যা দেখা দিলে আমরা জরিপ করে ব্যবস্থা নিই।
আরও পড়ুন: অবৈধভাবে বালু উত্তোলনে হুমকির মুখে কৃষি জমি
যশোরে প্রভাবশলীর বিরুদ্ধে পুকুর থেকে জোরপূর্বক বালু উত্তোলনের অভিযোগ
১ বছর আগে
বিয়ানীবাজারে গ্যাসের সন্ধান: বাণিজ্যিকভাবে উত্তোলন নিয়ে অপেক্ষা
সিলেটের বিয়ানীবাজারে পরিত্যক্ত একটি কূপে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। তবে এটি বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কিনা তা জানতে অপেক্ষা করতে হবে সপ্তাহখানেক।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান।
নাজমুল আহসান বলেন, বিয়ানীবাজারের একটি পরিত্যক্ত কূপে আমরা ওয়ার্কওভারের কাজ করছিলাম। সেখানেই কিছু গ্যাসের অস্তিত্ব পেয়েছি। তবে সেই গ্যাস বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কিনা বা সেটি কি পরিমাণ উত্তোলন করা যাবে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার নতুন কূপেও গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স
তিনি আরও বলেন, এখনও কূপটিতে কাজ চলছে। এসব কাজ শেষ হতে আরও সপ্তাহখানেক সময় লাগতে পারে। এরপর আমরা এসব বিষয় নিশ্চিত করতে পারবো।
জানা যায়, কূপের তিন হাজার ৪৫৪ মিটার গভীর থেকে পরীক্ষা করে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। এতে এখন গ্যাসের চাপ রয়েছে তিন হাজার ১০০ পিএসআই।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) সূত্রে জানায়, বিয়ানীবাজার-১ কূপটির তিন হাজার ৪৫০ মিটার গভীর থেকে ৩৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হ। এরপর ২০১৬ সাল থেকে কূপটি পরিত্যক্ত অবস্থায় ছিল। গত ১০ সেপ্টেম্বর থেকে কূপটিতে নতুন করে ওয়ার্কওভার (পুনঃখনন) শুরু করে বাপেক্স।
আরও পড়ুন: কুমিল্লায় নতুন গ্যাস কূপের সন্ধান
২ বছর আগে
বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু
দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে পুরোদমে তিন শিফটে কয়লা উত্তোলন শুরু হয় বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ।
কয়লা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক(এমডি)প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার।
তিনি জানান, সীমিত সংখ্যক শ্রমিকের সহায়তায় তিন শিফটে একদিনে কয়লা তোলা হয়েছে দুই হাজার ৭০০ ৩১ মেট্রিক টন। বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে উত্তোলিত কয়লার পুরোটাই সরবরাহ করা হচ্ছে পার্শ্ববর্তী বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে। এছাড়া করোনা ছড়িয়ে পড়ায় কিছুদিন স্থগিত রেখে নির্ধারিত সময়ের ১০ দিনের মধ্যে ৬ আগস্ট শনিবার রাত থেকে সীমিত পরিমাণে কয়লা উত্তোলন শুরু করেছিল চীনা শ্রমিকরা।
আরও পড়ুন:কয়লার প্রথম চালান রামপালে, অক্টোবরে বিদ্যুৎ উৎপাদন শুরু
বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার জানান, করোনা ছড়িয়ে পড়ার আশংকায় সব শ্রমিককে এক সঙ্গে কাজে লাগাননি তারা। ৩০০ জন চীনা শ্রমিকের পাশাপাশি কয়লা উত্তোলনে কাজ করছে ২৯৩ জন দেশি শ্রমিক। ১৩০৬ নম্বর নতুন ফেইজ থেকে শনিবার দিনভর দুই হাজার ৭৩১ মেট্রিক টন কয়লা তুলেছে তারা। রবিবারও তিন শিফটে পুরো মাত্রায় কয়লা তোলার কাজ চালাচ্ছে তারা।
এদিকে শ্রমিক নেতারা জানিয়েছেন, এক্সএমসি এবং সিএমসিসহ তিনটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কয়লা তোলার কাজে নিয়োজিত এক হাজার ৪১জন দেশি শ্রমিকের মধ্যে শুক্রবার রাত থেকে ২০০ জন শ্রমিক কয়লা তোলায় অংশ নিয়েছে। শিগগিরই অবশিষ্ট শ্রমিকদেরও কাজে যোগদান করানো হবে।
জানা গেছে, কয়লা তোলায় কর্মরতদের মধ্যে তিন দফায় নমুনা পরীক্ষায় ৫৬জন চীনা এবং ৪০জন দেশি শ্রমিকসহ ১০৬ জনের করোনা শনাক্ত হওয়ার কারণে গেল ২৯ জুলাই থেকে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছিল। তবে ৬ আগস্ট থেকে সীমিত পরিসরে কয়লা তুলছিল চীনা শ্রমিকরা। শনিবার থেকে পুরো মাত্রায় কয়লা উত্তোলনের আগে নিশ্চিত হতে ১২ থেকে ১৪ দিন শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল খনির অভ্যন্তরে।
অন্যদিকে কয়লা সরবরাহ বৃদ্ধি পাওয়ায় খনির কয়লার ওপর নির্ভরশীল পার্শ্ববর্তী ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ৩২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন চালু ইউনিটের পাশাপাশি ১২৫ মেগাওয়াট ক্ষমতার আরেকটি (২টি) ইউনিট চালু করে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হচ্ছে। এতে ভরা মৌসুমে আমন চাষে সেচ সুবিধা নিশ্চিতসহ লোডশেডিং কমে ভোগান্তির অবসান হবে বলে আশা করছেন তারা।
আরও পড়ুন:উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন দেশের জন্য আত্মঘাতী
খরচ বেড়েছে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের
২ বছর আগে
সিরাজগঞ্জে দাফনের ৪ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন
সিরাজগঞ্জের বেলকুচিতে দাফনের চার মাস সাত দিন পর কবর থেকে গৃহবধূ মরিয়মের (১৯) লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার বিকালে পিবিআই পুলিশ বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের উপস্থিতিতে এ লাশ উত্তোলন করে।
নিহত মরিয়ম বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া গ্রামের শামসুল হক মোল্লার মেয়ে।
পিবিআই পুলিশের ইন্সপেক্টর গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে জানান,নিহত মরিয়মের সঙ্গে কয়েক বছর আগে একই এলাকার তামাই কুয়েতপাড়া গ্রামের আব্দুর রহমানের প্রেম করে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এ নিয়ে তাকে নানারকম নির্যাতনও করা হতো।
আরও পড়ুন: মণিরামপুরে ধানখেত থেকে নারীর লাশ উদ্ধার
গোলাম কিবরিয়া জানান,গত ১৮ অক্টোবর সকালে স্বামীর ঘর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় এবং তার লাশ ময়নাতদন্তের পর ওইদিন বিকালে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। সে আত্নহত্যা করেছে মর্মে ময়নাতদন্তের রিপোর্ট আসে।
তিনি আরও জানান, পরবর্তীতে তার মা সেলিনা বেগম বাদী হয়ে ১২ ডিসেম্বর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মেয়ের জামাই আব্দুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আদালত এ মামলা শুনানি শেষে পিবিআই পুলিশকে তার লাশ কবর থেকে উত্তোলনের পর আবারও ময়নাতদন্তের নির্দেশ দেন। এ নির্দেশের পরিপ্রেক্ষিতে ওই কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় বেলকুচি উপজেলা হাসপাতালের ডা. মো.তারেক আজিজ, বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফাসহ পিবিআই পুলিশের অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ফরিদপুরের চরভদ্রাসনে ব্যবসায়ীর লাশ উদ্ধার
বরিশালে ট্রলারডুবি: ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
২ বছর আগে