প্রশিক্ষক
চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণ কেন্দ্রে গাড়িচাপায় প্রশিক্ষক নিহত
চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণ কেন্দ্রে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার সময় গাড়িচাপায় প্রশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার বারঘরিয়ায় অবস্থিত সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতর এ ঘটনা ঘটে।
প্রশিক্ষক গোলাম রসুল (৫২) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুর মহল্লার মৃত আলাউদ্দিন মণ্ডলের ছেলে এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক পদে কর্মরত।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন গোলাম রসুল।
একপর্যায়ে হঠাৎ করে চালকের আসনে থাকা এক শিক্ষার্থী গাড়ি পেছনে নেওয়ার চেষ্টা করলে চাপা পড়ে গুরুতর আহত হন গোলাম রসুল। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত
১ বছর আগে
সীতাকুণ্ডে আনসার ভিডিপির প্রশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়ের প্রলোভনে এক প্রশিক্ষণার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের উপজেলা প্রশিক্ষক কেএম হাফিজুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী তাকে বুধবার সারাদিন অবরুদ্ধ করে রাখে।ওই প্রশিক্ষণার্থী তাকে বিয়ে করার কথা বললে দুইজনের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এসময় স্থানীয়রা ওই আনসার প্রশিক্ষককে আটক করে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আনসার ভিডিপির জেলা পরিচালক ও জেলা কমান্ডার। এক পর্যায়ে বিকাল ৫টার দিকে ওই তরুণীকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিলে তাকে ছেড়ে দেয়া হয়।
আরও পড়ুন: গৃহশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ওই তরুণীর ভাষ্যমতে জানা যায়, কে এম হাফিজুর রহমান বিয়ে ও চাকরি দেয়ার নাম করে প্রায় দেড় বছর ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। ওই তরুণী তাকে বিয়ে করতে বললে হাফিজুর রহমান নানা চল-চাতুরী করতে থাকে। বুধবার দুপুরে দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে হাফিজকে মারতে উদ্যত হয়। পরিস্থিতি বেগতিক দেখে আনসার ভিডিপির উপজেলা কমান্ডার মুজিবুর রহমানের নির্দেশে কার্যালয়ের একটি কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে দুপুর ২ টার দিকে আনসার ভিডিপির চট্টগ্রাম জেলা পরিচালক ও জেলা কমান্ডার আশরাফ হোসেন সিদ্দিক ঘটনাস্থলে যান।তিনি বলেন, তারা দুজনে আলোচনা করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তবে হাফিজের বিরুদ্ধে এই ঘটনা ও আগের কিছু অভিযোগের কারণে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
অপহরণের পর ধর্ষণ: বরিশালে ২ যুবক গ্রেপ্তার
২ বছর আগে