পুড়িয়ে
পেট্রোল ঢেলে সাবেক স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ
পটুয়াখালীর দুমকি উপজেলায় ঘুমন্ত অবস্থায় শরীরে পেট্রোল ঢেলে এক নারীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ধোপারহাট গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ইতি আক্তার (২৬) ওই এলাকার আবদুল মান্নান খানের মেয়ে।
অভিযুক্ত জলিল (৩২) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নুর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, প্রায় সাত বছর আগে ঢাকায় জলিলের সঙ্গে ইতি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে জলিল যৌতুকের দাবিতে ইতিকে মারধর করে আসছিল। প্রায় পাঁচ বছর আগে ইতি ঢাকা থেকে তার বাবার বাড়ি চলে আসে। স্বামীর অত্যাচার সইতে না পেরে ইতি কয়েকদিন আগে তার স্বামীকে ডিভোর্স দেয়। পরে গতকাল দিবাগত রাতে জলিল ঢাকা থেকে তার শ্বশুর বাড়িতে পৌঁছে ঘুমন্ত ইতিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারে। ইতির পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল সালাম জানান, অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
পড়ুন: চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যা!
রৌমারীতে মা ও শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার
২ বছর আগে
লক্ষ্মীপুরে মাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
লক্ষ্মীপুরের রামগঞ্জে আমেনা বেগম (৬০) নামের এক নারীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগে তার ছেলে রেদওয়ান হোসেন মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের আশার কোটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমেনা ওই এলাকার মৃত আকবর আলীর স্ত্রী।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে পারিবারিক ক্ষোভের (মানসিক বিকারগ্রস্থ, প্রেম সংক্রান্ত ব্যার্থতা, মাদকাসক্ত) বশবর্তী হয়ে অভিযুক্ত মিলন তার মাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে কম্বল পেঁচিয়ে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে তাকে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আমেনার লাশ উদ্ধার করে এবং নিহতের ছেলে মিলনকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই টিপু সুলতান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: যৌতুকের দাবিতে হত্যা: স্বামীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
ফতুল্লায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
‘হিজড়া’ বলে কটুক্তির প্রতিবাদ করায় শিশু শুভকে হত্যা, গ্রেপ্তার ৩
২ বছর আগে