ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে গৌরাঙ্গ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে পীরগঞ্জ পৌর রেল স্টেশনের উত্তরে জগথা ফকিরপাড়ার ৪৫২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বিরামপুরে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
নিহত যুবক গৌরাঙ্গ রানীশংকৈল উপজেলার কাতিহার চৌরঙ্গী গ্রামের প্রভাতের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন জানান, মঙ্গলবার দুপুরের দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্তঃনগর ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে জগঁথা এলাকা অতিক্রম করার সময় ওই যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ওসি আরও জানান, তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
১০ মাস আগে
টাঙ্গন নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকালে নারগুন ইউনিয়নের কহরপাড়া এলাকার টাঙ্গণ নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কহরপাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে সিয়াম (৯) ও একই গ্রামের মনসুর আলীর ছেলে মাসুম বিল্লাহ (১১)।
আরও পড়ুন: নবীনগরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম জানান, বিকালে চার শিশু নদীতে গোসল করতে যায়। এ সময় পানিতে তলিয়ে গিয়ে সিয়াম ও মাসুম বিল্লাহর মৃত্যু হয়। একই সঙ্গে শাওন (১২) ও অপর এক শিশুকে জীবিত উদ্ধার করে ডুবুরি দল।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, ঘটনাটি মর্মান্তিক। স্থানীয় চেয়ারম্যান এ বিষয়ে বিস্তারিত পদক্ষেপ নেবেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
২ বছর আগে
ঠাকুরগাঁওয়ে মিলের করাতে কাটা পড়ে ট্রলি চালকের মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি স’মিলে কাজ করতে গিয়ে করাতে কাটা পড়ে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার আখানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল হোসেন (৪৫) আখানগর ইউনিয়নের বইলদাপুকুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার দিকে আখানগর বাজার এলাকায় খাদেমুল হোসেনের স’মিলে কাঠ চেরাই করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় দুই শ্রমিক একটি ভারী কাঠের গুড়ি তুলতে না পারায় ট্রলি চালক দুলালকে সাহায্যের জন্য ডাক দেয়। দুলাল কাঠের গুড়ি তুলতে সাহায্য করতে গিয়ে পা ফসকে স’মিলের চলন্ত করাতের ওপর পড়ে যান। এতে করাতে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহিদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনি প্রক্রিয়া শুরু করা হবে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে হাজতির মৃত্যু
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ইয়ংওয়ান কর্মকর্তার মৃত্যু
২ বছর আগে