বাঘাইড় মাছ
তিস্তায় ধরা পড়ল ৭২ কেজি ওজনের বাঘাইড়, ৮০ হাজার টাকায় বিক্রি
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে এক জেলের জালে ৭২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। বাঘাইড়টি ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে হাতীবান্ধার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামের ইছাহাকের ছেলে মহাসিন আলী তিস্তা নদীতে মাছ ধরতে গেলে তার জালে আটকা পড়ে বাঘাইড় মাছটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে নিয়ে এলে স্থানীয়রা মাছটি দেখতে ভিড় জমায়। এ সময় অনেক ক্রেতা মাছটি পেতে দামাদামি শুরু করে। দুপুরে ৮০ হাজার টাকায় এলাকাবাসী মাছটি কিনে ভাগাভাগি করে নেয়।
আরও পড়ুন: রংপুরে তিস্তা নদীর পানি বৃদ্ধি, সতর্কতা জারি
স্থানীয় বাসিন্দা আফছার আলী বলেন, তিস্তায় এত বড় মাছ পাওয়ায় আমরা নদী পাড়ের মানুষ অনেক খুশি। নদীতে সহজে এত বড় মাছ পাওয়া যায় না।
জেলে মহাসিন আলী বলেন, তিস্তায় পানি বাড়লে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে আমি মাছ ধরতে যাই। এ সময় আমার জালে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ আটকা পড়ে। মাছটি বাজারে নিয়ে ৮০ হাজার টাকায় বিক্রি করি।
আরও পড়ুন: তিস্তার বাঁধ ভেঙে দেশের উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা
১ বছর আগে
মহানন্দায় ধরা পড়লো ৩২ কেজির বাঘাইড় মাছ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে সম্প্রতি একদল যুবকের জালে ৩২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।
এ ব্যাপারে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন জানান, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের সোহাগ, আনিছুর, মনছুর, বকুলসহ কয়েকজন যুবক মহানন্দা নদীতে মাছ ধরতে যায়। নদীর পানিতে বড় মাছের অবস্থান টের পেয়ে তারা জাল ফেলেন। এক পর্যায়ে জাল দিয়ে মাছটি ধরে নদীর পাড়ে নিয়ে আসেন। মাছটি বাসায় নিয়ে আসলে উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমান।
আরও পড়ুন: সিলেটের বাজারে ২০০ কেজি ওজনের বাঘাইড় মাছ!
মাছ ধরা দলের সদস্য বকুল, আনিছুর ও মনছুর জানান, শখের বসে বন্ধুরা মিলে প্রতিবছর মহানন্দায় মাছ ধরতে যাই। এর আগেও বাঘাইড় মাছ ধরেছি। তবে এবারের বাঘাইড় মাছটি বড়। কিছু মাছ নিজেদের জন্যে রেখে অবশিষ্ট মাছ প্রতি কেজি ১৫০০ টাকা দরে বাজারে বিক্রি করা হয়েছে। নদী থেকে বড় মাছ ধরতে পারাটা সত্যিই আনন্দের।
২ বছর আগে
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ধরা পড়লো ১৭ কেজির বাঘাইড়
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ১৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলে আছর উদ্দিনের জালে এ মাছটি ধরা পড়ে।
জেলে আছর উদ্দিন উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়ার চর গ্রামের বাসিন্দা।
জেলে আছর উদ্দিন মাছটি বিক্রির উদ্দেশ্যে উপজেলার থেতরাই ইউনিয়নে সাতদরগাহ বাজারে নেয়। সেখানে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৮০০ টাকা কেজি দরে মোট ১৩ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন উলিপুরের মাছ ব্যবসায়ী আওলাদ মিয়া। এরপর উলিপুর পৌর বাজারে মাছটি এক হাজার টাকা কেজি দরে মোট ১৬ হাজার টাকায় খুচরা বিক্রি করেন তিনি।
আরও পড়ুন: দেশের জলাশয়গুলোতে ছড়িয়ে পড়া সাকার মাছ-এর ক্ষতিকর দিক
জেলে আছর উদ্দিন জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে অনেক জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ছে। বাজারে এ মাছের চাহিদাও রয়েছে।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নিয়মিতই বড় বড় বাঘাউড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা উভয়ই খুশি।
আরও পড়ুন: পাথরঘাটায় ৪টি মাছের দাম ১৬ লাখ টাকা
২ বছর আগে