শিব চতুরদর্শী মেলা
সীতাকুণ্ডে শিব চতুরদর্শী মেলা সোমবার শুরু
চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে শিব চতুদর্শী মেলা আগামীকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে। সীতাকুণ্ড পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দিরকে ঘিরে এ মেলা হবে চলবে আগামী ২ মার্চ (বুধবার) পর্যন্ত।
মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে দর্শনার্থীরা আসতে শুরু করেছে। চলছে মেলায় স্টল তৈরির কাজ।
মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী জানান, তিন দিনব্যাপী আয়োজিত এ মেলা উপলক্ষে ইতোমধ্যে প্রশাসন ও মেলা কমিটির সমন্বয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলার আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া তীর্থ যাত্রীদের সুবিধার্থে সীতাকুণ্ড রেলস্টেশনে পাঁচটি আন্তঃনগর ও একটি মেইল ট্রেন যাত্রাবিরতি দিচ্ছে।
আরও পড়ুন: জাবিতে দিনব্যাপী প্রজাপতি মেলা অনুষ্ঠিত
প্রতিবছরের মত এবারও মেলায় ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ পৃথিবীর বিভিন্ন দেশের সাধু-সন্নাসী ও দর্শনার্থীদের আগমন ঘটবে। কয়েক’শ বছরের প্রাচীন এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছর এ মেলায় লাখ লাখ ভক্তের আগমন ঘটে। এসময় তীর্থভূমি জাতি-ধর্ম নির্বিশেষে মহামানবের মিলন তীর্থে পরিণত হয়।
২ বছর আগে