নীলক্ষেত মোড়
নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী গ্রেপ্তার
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যসায়ীদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে দুজনের প্রাণহানির ঘটনায় বৃহস্পতিবার ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন, হিসাব বিজ্ঞান বিভাগের আব্দুল কাইয়ূম, সমাজবিজ্ঞান বিভাগের পলাশ ও ইরফান, বাংলা বিভাগের ফয়সাল, ইসলামের ইতিহাস বিভাগের জুনায়েদ।
ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সংঘর্ষে ঘটে যাওয়া দুটি হত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ জনকে আমরা গ্রেপ্তার করেছি।
তারা প্রত্যক্ষভাবে হামলায় অংশ নেয় বলে তিনি জানান।
সম্প্রতি নীলক্ষেত মোড়ে নিউমার্কেটের দোকানিদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দুজন নিহত এবং সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি আহত হয়।
দোকানিদের অভিযোগ, শিক্ষার্থীরা খাবারের দোকানে বিল দিতে অস্বীকার করায় তাদের মারধর করা হয়েছিল।
সংঘর্ষের ঘটনায় পুলিশ ১৪০০ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে।
পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: আগাম জামিন পেলেন বিএনপির ১৪ নেতা-কর্মী
নিউমার্কেটে সংঘর্ষে মুরসালিনের মৃত্যুর ঘটনায় আরেক মামলা
২ বছর আগে
নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের ফের সংঘর্ষ
রাজধানীর নিউমার্কেট এলাকায় মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবারও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
রাতে ব্যবসায়ী সমিতির সদস্যদের হামলার প্রতিবাদে সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে মানববন্ধন করতে গেলে এই সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিউমার্কেটের কয়েকজন ব্যবসায়ী আন্দোলনরত শিক্ষার্থীদের উত্ত্যক্ত ও উসকানি দিলে সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন: নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (নিউমার্কেট জোন) শরীফ বলেন, গতকাল রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছি।
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আজ সকালে হামলার প্রতিবাদ করছিল এবং তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ব্যবসায়ীদের মার্কেট খুলতে দেবে না।’
শিক্ষার্থীরা জানায়, গতরাতে সংঘর্ষের সময় পুলিশের ছোঁড়া রাবার বুলেটে চোখে আঘাতপ্রাপ্ত ঢাকা কলেজের দুই শিক্ষার্থী বর্তমানে স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছে।
আরও পড়ুন: সিলেটে শিশু হত্যার ঘটনায় নারী আটক
এর আগে মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থী ও কয়েকজন ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষের কারণে নিউমার্কেট এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে যা ভোর রাত ৪টা পর্যন্ত চলে।
সংঘর্ষের কারণে কয়েক ঘণ্টার জন্য মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে কয়েকজন পুলিশও আহত হয়।
২ বছর আগে
ঢাবিতে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগের দাবিতে নীলক্ষেত অবরোধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বারের মতো বসতে দেয়ার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা বিক্ষোভ শুরু করে এবং দুপুর সোয়া ১টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের দিকে রওনা দেয়।
দাবি আদায়ে তারা রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
সমাবেশে যোগদানকারী ছাত্রদের একজন তানভীর আহমেদ বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনে ভর্তি পরীক্ষার সময় অসুস্থ ছিলাম এবং সেজন্য ভর্তি পরীক্ষায় দ্বিতীয় সুযোগ চাই।
সোহান আহমেদ নামে আরেক শিক্ষার্থী বলেন, তারা শুধু শিক্ষার্থীদের দ্বিতীয় সুযোগ দেয়ার জন্য কর্তৃপক্ষকে বলছেন। ‘মেডিকেল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসতে দিতে পারে, তাহলে ঢাবি কেন আমাদের অনুমতি দেবে না?’
আরও পড়ুন: বাদ দেয়া হচ্ছে না ঢাবির ‘ঘ’ ইউনিট
ঢাবিতে সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি
২ বছর আগে