রুশ সেনা
খারকিভের চারপাশ থেকে রুশ সেনা প্রত্যাহার: ইউক্রেন
কয়েক সপ্তাহ ধরে বোমাবর্ষণের পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের চারপাশ থেকে রুশ সেনা প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনী।
শনিবার ইউক্রেনীয় সামরিক বাহিনী জানায়, রুশ বাহিনী উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ থেকে পিছু হটে সরবরাহ রুটের দিকে মনোনিবেশ করছে এবং ‘ইউক্রেনীয় বাহিনী ও দুর্গ ধ্বংস করতে’ পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কে মর্টার, আর্টিলারি ও বিমান হামলা শুরু করেছে।
প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, ইউক্রেন ‘একটি নতুন - দীর্ঘমেয়াদী - যুদ্ধের পর্যায়ে প্রবেশ করছে।’
আরও পড়ুন: বন্দি রুশ সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরু ইউক্রেনের
গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণের পরে কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব দিকে ডনবাসের প্রতি মনোনিবেশ করেছে। শিল্প অঞ্চল ডনবাসে ইউক্রেন ২০১৪ সাল থেকে মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই করছে।
রাশিয়া রুবিঝনেসহ ডনবাসে কয়েকটি গ্রাম ও শহর দখল করেছে। রুবিঝনে যুদ্ধ শুরুর আগে প্রায় ৫৫ হাজার মানুষ ছিল।
খারকিভ শহরটি রাশিয়ার সীমান্তের নিকটবর্তী এবং রুশ শহর বেলগোরোড থেকে মাত্র ৮০ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণ-পশ্চিমে। শহরটি কয়েক সপ্তাহ ধরে তীব্র গোলাবর্ষণের মধ্য দিয়ে গেছে। অধিকাংশ রুশ ভাষাভাষী শহরটিতে যুদ্ধ শুরুর আগে ১৪ লাখ মানুষ ছিল এবং যুদ্ধের শুরুতে এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্য ছিল।
২ বছর আগে
৫৭১০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রথম পাঁচ দিনে পাঁচ হাজার ৭১০ জন রুশ সেনা হত্যার দাবি করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় ইউক্রেনীয় সেনাপ্রধানের এক মুখপাত্র বলেন, এ সময়ের মধ্যে দুই শতাধিক রুশ সেনাকে বন্দী করেছে দেশটির সেনাবাহিনী।
এই কর্মকর্তা আরও দাবি করেন, ১৯৮টি রুশ ট্যাঙ্ক, ২৯টি প্লেন, ৪৮৬টি সাঁজোয়া যান ও ২৯টি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন: ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে যাচ্ছেন ৪ মন্ত্রী
তবে এককভাবে এসব তথ্যের সত্যতা তাৎক্ষণিক যাচাই করতে পারেনি বিবিসি।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ধারণা করছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে রুশ সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে রুশ সেনা হতাহতের বিষয়টি প্রথম থেকে অস্বীকার করলেও রবিবার মস্কো তাদের সেনা হতাহতের বিষয়টি স্বীকার করে।
আরও পড়ুন: ইউক্রেনের খারকিভ শহরে আহত ৪৪
২ বছর আগে
ইউক্রেনের খারকিভ শহরে আহত ৪৪
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে লড়াইয়ে কমপক্ষে ৪৪ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে সাতজন হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
তবে গত ২৪ ঘণ্টায় হতাহতদের সবাই বেসামরিক নাগরিক কি না তা এখনও স্পষ্ট নয়।
দেশটির রাষ্ট্রীয় জরুরি সংস্থা জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। কেননা সোমবার থেকে আবাসিক এলাকায় হামলার ক্ষয়-ক্ষতি এখনও পরিমাপ করা হচ্ছে।
ইউক্রেনীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রুশ সেনাদের সঙ্গে লড়াইয়ে আবাসিক ভবনগুলো একের পর এক ভারী বিস্ফোরণের শিকার হচ্ছে।
আরও পড়ুন: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু
ইউক্রেনে ১৬ শিশু নিহত ও ৪৫ জন আহত: প্রেসিডেন্ট জেলেনস্কি
২ বছর আগে
ইউক্রেনের খারকিভ শহরে ঢুকে পড়েছে রুশ সেনারা
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রুশ সেনারা এবং রবিবার ভোরে তাদের সঙ্গে দেশটির সেনাবাহিনী সড়কে লড়াই করছে বলে জানিয়েছেন এক আঞ্চলিক কর্মকর্তা।
বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমণের কিছুক্ষণ পরই খারকিভের দিকে অগ্রসর হতে থাকে রুশ সেনারা। কিন্তু রবিবারের আগ পর্যন্ত তারা শহরে ঢুকার চেষ্টা না করে এর উপকণ্ঠে অবস্থান নেয়।
খারকিভ শহরটি রুশ সীমান্তের ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং শহরটিতে ১৪ লাখ মানুষের বসবাস।
আরও পড়ুন: ২ লাখের বেশি মানুষ ইউক্রেন ত্যাগ করেছেন: জাতিসংঘ
খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেহ সিনহুবভ বলেছেন, রবিবার ভোরে রুশ সেনারা শহরে প্রবেশ করে এবং ইউক্রেনের সেনাবাহিনী তাদের সঙ্গে লড়াই করে।
এ সময় তিনি নাগরিকদের ঘর থেকে বের হতে নিষেধ করেছেন।
ইউক্রেনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রুশ যানবাহন খারকিভের দিকে অগ্রসর হচ্ছে এবং একটি হালকা ধরনের গাড়ি রাস্তায় পুড়ছে।
আরও পড়ুন: ইউক্রেনের তেলের ডিপোতে বিস্ফোরণ
এদিকে রবিবার দেশটির রাজধানী কিয়েভের দক্ষিণে ভারী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের আশঙ্কায় নাগরিকরা বাড়ি, পাতাল গ্যারেজ ও রেলস্টেশনে আশ্রয় নিয়েছেন।
২ বছর আগে