দেশ গড়া
এখন সময় ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার: তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী সরকারের পতনের পর ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ গড়ে তোলার সময় এসেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত শহীদ আবুল কাশেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী দিনে দেশ গড়তে দেশের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। আমরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ অন্যান্য পেশার মেধাবী মানুষজন আছেন।’
আরও পড়ুন: চাঁদাবাজির মামলা থেকে তারেকসহ ৮ জনকে অব্যাহতি
তিনি বলেন, ‘আমি বাংলাদেশের একজন সন্তান হিসেবে মনে করি, আমাদের শুধু মেধাবী ডাক্তার ও ইঞ্জিনিয়ার হলে চলবে না, আগামী দিনে অবশ্যই পেশাদার খেলোয়াড় ও সাংস্কৃতিককর্মী তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভেতর থেকে। যাতে আমরা বিদেশের মাটিতে খেলায় অংশ নিয়ে দেশের সম্মান বয়ে আনতে পারি।’
বিএনপির রংপুর নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস, বিএপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন এ্যানি, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী বক্তব্য দেন।
এ সময় রংপুর বিভাগের ৮ জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নির্বাচিত সংসদ ও সরকারের জন্য নির্বাচন কমিশন গঠন গুরুত্বপূর্ণ পদক্ষেপ: তারেক
৩ সপ্তাহ আগে
মাহাত্মা গান্ধীর অহিংস নীতি ও বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার আহ্বান পলকের
মহাত্মা গান্ধীর অহিংস নীতিতে বিশ্বাসী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে শান্তিপূর্ণ, উন্নত, আধুনিক, নান্দনিক, মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রবিবার নাটোর উত্তরা গণভবনে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান।
বাংলাদেশ ও ভারতে মৈত্রী ও বন্ধুত্বের সুবর্ণজয়ন্তীতে আয়োজিত উৎসবে আইসিটি প্রতিমন্ত্রী ৫০ বছরে ভারতের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: বই মানুষকে সৃজনশীল হতে সহায়তা করে: পলক
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের যে রাজনৈতিক সম্পর্ক, এর সাথে অর্থনৈতিক ও সমৃদ্ধির সম্পর্ক ত্বরান্বিত করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।’
পলক বলেন, ভারতের সহায়তায় আমাদের নাটোরে হাইটেক পার্ক, বাংলাদেশ ভারত ডিজিটাল এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার হচ্ছে। এছাড়া আমরা নাটোরসহ ৬৪ জেলায় এডুকেশন, ট্রেনিং অ্যান্ড এন্টারটেইনমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করছি।
আরও পড়ুন: ই-কমার্সে আস্থা ফেরাতে ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ইউবিআইডি: পলক
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতের ত্রিপুরা রাজ্যের মন্ত্রী রাম প্রসাদ পাল, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাটি, পৌর মেয়র উমা চৌধুরী উপস্থিত ছিলেন।
২ বছর আগে