কামান
রাশিয়ান কামানের গোলায় ৭০ সেনা নিহতের দাবি ইউক্রেনের
রাশিয়ান কামানের গোলায় কিয়েভ ও খারকিভের মধ্যবর্তী শহর অকথারকার একটি সামরিক ঘাঁটিতে ৭০ জন ইউক্রেনেীয় সেনা নিহত হয়েছে।
দেশটির সামি অঞ্চলের প্রশাসনিক প্রধান দিমিত্রো জিভিতস্কি টেলিগ্রাম অ্যাপে এ তথ্য জানিয়েছেন।
দিমিত্রো টেলিগ্রামে একটি চারতলা বিল্ডিংয়ের পুড়ে যাওয়া শেলের ছবি পোস্ট করেছেন।
আরও পড়ুন: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে গোলাবর্ষণ, কিয়েভে বিস্ফোরণ
পরে একটি ফেসবুক পোস্টে তিনি বলেছেন, রবিবার যুদ্ধের সময় অনেক রাশিয়ান সৈন্য এবং কিছু স্থানীয় বাসিন্দাও নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করা যায়নি।
এদিকে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে সোমবার গোলাবর্ষণ করেছে রুশ সামরিক বাহিনী। বেলারুশ সীমান্তে মস্কো-কিয়েভের আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার অভিযোগ করেছে ইউক্রেন। এছাড়া শত শত ট্যাঙ্ক এবং অন্যান্য যানবাহন নিয়ে দেশটির রাজধানী কিয়েভ অভিমুখে এগিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী।
আরও পড়ুন: ইউক্রেনের খারকিভ শহরে আহত ৪৪
২ বছর আগে