স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র
আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী
‘মুক্ত চলচ্চিত্র, মুক্ত প্রকাশ’-এ স্লোগানে চলছে ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। সোমাবার ‘আলমগীর কবির মেমোরিয়াল লেকচার’ শিরোনামে অনুষ্ঠানের বিশেষ আয়োজন শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
যেখানে ‘সত্যজিৎ রায়: এক অনন্য শিল্পীর পাঁচালী’ শিরোনামে অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন দিয়েছেন চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল।
তিনি সত্যজিৎ রায়ের চলচ্চিত্র সমূহের বৈচিত্রময়তা, থিম, মিউজিক, কম্পোজিশন, লাইটিংসহ নানান দিক নিয়ে আলোচনা করেছেন। আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, ‘সত্যজিৎ রায় নেচারকে শেক্সপিয়ারের মত করে ব্যবহার করেছেন।’অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জাহিদুর রহিম অঞ্জন।
আরও পড়ুন: বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরলেন মৌসুমী
এদিকে উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের আয়োজনে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ প্যানোরামা’ শিরোনামে বিশেষ প্রদর্শনী। দুই দিনব্যাপি এ আয়োজনটি চলবে শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে। এখানে প্রদর্শিত হবে বেশকিছু স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র।
মঙ্গলবার বিকাল ৪টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘ন্যাশনাল পলিসি ডায়লগ’। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অফ বাংলাদেশ এর সভাপতি মিস সামিয়া জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা,নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।
আরও পড়ুন: ‘নাসেক নাসেক’ গান দিয়ে কোক স্টুডিও বাংলার প্রথম সিজন শুরু
এছাড়াও আজ সন্ধ্যা ৬.৩০-এ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মুক্তিযোদ্ধা চলচ্চিত্রজনদের সংবর্ধনার একটি বিশেষ আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
২ বছর আগে