খামারের আড়ালে ডাকাতি
খামারের আড়ালে ডাকাতি: ৪১টি গরু উদ্ধার, গ্রেপ্তার ৬
গাজীপুরে খামারের আড়ালে গরু ডাকাতি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় ৪১টি গরু উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে জিএমপি সদর দপ্তরে প্রেস ব্রিফিং এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সুমন (৩৫), আসাদুজ্জামান বাবু (৩০), শহিদুল ইসলাম (৪০), আব্দুল মালেক (৪০), দুর্জয় (২৮) ও আলামিন (২৯)। তাদের বাড়ি টাঙ্গাইল, মানিকগঞ্জ, বগুড়া ও ঢাকাসহ বিভিন্ন জেলায়।
আরও পড়ুন: ফরিদপুরে ৮ ‘ডাকাত সদস্য’ গ্রেপ্তার
মো. জাকির হাসান জানান, দিনের পর দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি করে আসছিলেন ডাকাত চক্র। গত ১৮ ফেব্রুয়ারি গাজীপুরের চক্রবর্তী এলাকায় দিনাজপুর থেকে আসা একটি ট্রাক গতিরোধ করে ১৪টি গরু লুট করে ডাকাতরা। পরে এই মামলার সূত্র ধরেই ডাকাত দলের হোতা সুমনের সন্ধান পায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তার মালিকানাধীন সাদিয়া ডেইরি ফার্ম নামে ওই খামার থেকে ৪১টি গবাদি পশু উদ্ধার করা হয়।
পরবর্তীতে সাভারের আশুলিয়া, গাজীপুর ও বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে ১৩টি গরু শনাক্ত করেছেন পশুর মালিকরা। যাচাই বাছাই করে অন্য গরুগুলোও মালিকদের কাছে বুঝিয়ে দেয়া হবে বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: বেনাপোলে ৫০ স্বর্ণের বার উদ্ধার, গ্রেপ্তার ২
আশুলিয়ার নাল্লাপোল্লা গ্রামের ওই খামারেই লুণ্ঠিত সব পশু রাখা হতো বলে জানা গেছে।
২ বছর আগে