এমপিওভুক্তি
ঈদের আগে ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর
শিক্ষা মন্ত্রণালয়ের উভয় বিভাগের আওতায় ২ হাজার ৭১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমপিও প্রকল্পের আওতায় সরকার বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের শতভাগ প্রদান করে।
বুধবার গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক বিজনেস ইনকিউবেটর ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
নতুন এমপিও সুবিধাভোগীদের মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৬৬৬টি, মাধ্যমিক বিদ্যালয় ১ হাজার ১২২টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৩৬টি, উচ্চ মাধ্যমিক কলেজ ১০৯টি এবং ডিগ্রি কলেজ ১৮টি।
নতুন এমপিও তালিকায় ভোকেশনাল ও মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় প্রায় ৬৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
এর মধ্যে এসএসসি ভোকেশনাল/দাখিল ভোকেশনাল ৯৭টি, এসএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলোজি ২০০টি, কৃষি ডিপ্লোমা দুটি, দাখিল মাদরাসা ২৬৪টি, আলিম মাদরাসা ৮৫টি, ফাজিল মাদরাসা ৬টি, কামিল মাদরাসা ১১টি।
শেখ কামাল বিজনেস ইনকিউবেটর উদ্বোধনের পাশাপাশি শেখ জামাল ডরমেটরি ও রোজী জামাল ডরমেটরিও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
পড়ুন: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের প্রথম বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্তির ঘোষণা এক সপ্তাহের মধ্যে: দীপু মনি
২ বছর আগে
এমপিওভুক্তির ঘোষণা এক সপ্তাহের মধ্যে: দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সরকারের বেতন আদেশের আওতায় আনতে এক সপ্তাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করবে সরকার।
তিনি বলেন, ‘আমরা এখন এমপিও (মাসিক পে অর্ডার) তালিকাভুক্তির জন্য কাজ করছি, এক সপ্তাহের মধ্যে তালিকা প্রকাশ করা হবে।’
শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার নিশ্চয়ই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করবে, তবে তিনি সংখ্যা প্রকাশ করেননি।
আরও পড়ুন: বাজেট ২০২২-২৩: দেশে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হচ্ছে
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মুহাম্মদ আবদুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
এর আগে অর্থমন্ত্রী বৃহস্পতিবার জাতীয় বাজেট পেশ করেছেন।
শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, গত বছরের তুলনায় এবার শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট বেড়েছে ১৯ দশমিক ৭২ শতাংশ (প্রায় ২০ শতাংশ)। এছাড়া গবেষণা ও উন্নয়ন খাতেও বরাদ্দ বেড়েছে।
তিনি বলেন, শুধু তার মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় নয়, মোট ২৮টি মন্ত্রণালয় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে কাজ করছে।
প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে ২০২২-২৩ অর্থবছরে ৮১ হাজার ৪৪৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
আরও পড়ুন: বাজেট ২০২২-২৩: যেসব পণ্যের দাম বাড়তে পারে ও কমতে পারে
শিক্ষা খাতে বরাদ্দ এখনও দেশের জিডিপির ২ শতাংশেরও কম।
আসন্ন অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিপরীতে ৩১ হাজার ৭৬১ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিপরীতে ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা এবং কারিগরি ও মাদরাসা বিভাগের বিপরীতে ৯ হাজার ৭২৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এবার স্বাস্থ্য খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকা (মূলত ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা) বরাদ্দ করা হয়েছে, যা মোট বাজেটের প্রায় ৫.৫ শতাংশ (৫.৪৩ শতাংশ)।
তিনি বলেন, বাজেটে স্বাস্থ্য ও শিক্ষার ওপর বেশি জোর দেয়া হয়েছে। তাই, আমরা খুবই খুশি।
আরও পড়ুন: বাজেট ২০২২-২৩: পাচার হওয়া অর্থ কর দিয়ে বৈধ করার সুযোগ
২ বছর আগে
এ মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা: শিক্ষামন্ত্রী
চলতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (৩ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর হেয়ার রোডের নিজ বাসায় এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’-এর নেতাদের সঙ্গে মতবিনিয়ম সভায় তিনি এ তথ্য জানান।সভায় ইরাবের সভাপতি নিজামুল হক ও সাধারণ সম্পাদক শরীফুল আলম সুমনসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।জানা গেছে, গত বছরের ১০ অক্টোবর থেকে এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন নেয়া শুরু হয়। ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নিম্ন মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজ মিলিয়ে সাড়ে চার হাজারের বেশি আবেদন পড়েছে। আর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে প্রায় তিন হাজার ৯০০ মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করেছে। আবেদন করা মোট সাড়ে আট হাজার প্রতিষ্ঠানের ৯০ হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির জন্য অপেক্ষা করছেন।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবেদন পাওয়ার পর তা যাচাই-বাছাইয়ের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। তাঁরা অবকাঠামো ও জমির কাগজপত্র যাচাই-বাছাই শেষ করেছেন। এরপর বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে আবেদন করা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা, ফলাফল ও স্বীকৃতি নবায়নের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
আরও পড়ুন: আমরা আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না: শিক্ষামন্ত্রী
আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দু’দিন: শিক্ষামন্ত্রী
২ বছর আগে