মারুফ হোসেন
কালীগঞ্জে ফেনসিডিল জব্দ, আটক ১
লালমনিরহাটের কালীগঞ্জে ৪৯৬ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মারুফ হোসেন (২৫) রংপুর জেলার কোতোয়ালি থানার নিউ জুম্মাপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীখাতা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে আটক করলে ৪৯৬ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) গোলাম রসূল বলেন, আটক মারুফ হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পড়ুন: সিরাজগঞ্জে ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে আটক ৫, মোবাইল সেট জব্দ
২ বছর আগে