শিক্ষকের আত্মহত্যা
কুড়িগ্রামে কলেজ শিক্ষকের আত্মহত্যা!
কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে এক কলেজ শিক্ষক আত্মহত্যা করেছেন। বুধবার সকাল ৯টার দিকে জেলা শহরের হিঙ্গন রায় গোরস্থান পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আবু তাহের (৫২) একই এলাকার বাসিন্দা ও কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।
আরও পড়ুন: চাঁদপুরে কলেজ শিক্ষকের আত্মহত্যা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আবু তাহের ২০১৯ সাল পর্যন্ত কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। এরপর ২০১৯ সালে বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি জানাতে শহীদ বেদীতে জুতা পায়ে উঠেন। সেই সময় স্থানীয় জনতা বিক্ষুদ্ধ হয়ে তাকে মারধর করেন। পরে কলেজের কর্মচারীরা বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করেন। দীর্ঘদিনের আত্মসম্মান হানি ও হতাশাগ্রস্ত থেকে তিনি সকালে নিজ বাসার দ্বিতীয় তলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার স্ত্রী সকালে স্বামীকে সিলিং ফ্যানের রডে ঝুলতে দেখে চিৎকার করলে বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ গিয়ে মৃতের ঝুলন্ত লাশটি নিচে নামান।
মৃতের স্ত্রী নাদিরা বেগম বলেন, 'আমার স্বামী দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষকতা করে। তিনি ভালো মানুষ। মামলা নিয়ে তিনি মানসিক দুশ্চিন্তায় ছিলেন।
আরও পড়ুন: এনজিওর দেনার চাপ সইতে না পেরে স্কুল শিক্ষকের আত্মহত্যার অভিযোগ
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার বলেন, কলেজ শিক্ষকের আত্মহত্যার বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশের সদস্যরা রয়েছে। বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২ বছর আগে