প্রাইভেট জেট
রাশিয়ার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে যুক্তরাজ্যে প্রাইভেট জেট আটক
রাশিয়ার অলিগার্চের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে একটি প্রাইভেট জেট আটক করেছে ব্রিটেন। ইউক্রেনের ওপর রুশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় রাশিয়ার সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়েছে।
বুধবার দেশটির ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট শ্যাপস বলেছেন, লুক্সেমবার্গ-নিবন্ধিত বিমানটি দক্ষিণ ইংল্যান্ডের ফার্নবরো বিমানবন্দরে জব্দ করা হয়েছিল। তখনই যুক্তরাজ্য কর্তৃপক্ষ বিমানটির প্রকৃত মালিকানা সম্পর্কে অনুসন্ধান শুরু করে।
যুক্তরাজ্যের কর্মকর্তারা বিশ্বাস করেন যে, বোম্বারডিয়ার গ্লোবাল ৬৫০০ জেটটি বিলিয়নেয়ার অয়েল টাইকুন ইউজিন শভিডলারের। বিমানটি গত সপ্তাহে নিউ জার্সি থেকে যুক্তরাজ্যে পৌঁছেছিল এবং মঙ্গলবার দুবাই ফিরে যাওয়ার কথা ছিল।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: গোলাবর্ষণ এবং নাগরিকদের দেশত্যাগ অব্যাহত
ব্রিটেন তার আকাশসীমা দিয়ে রাশিয়ান-মালিকানাধীন বা পরিচালিত বিমান নিষিদ্ধ করেছে।
এছাড়া শাপস আরও বলেছে যে, সরকার এখনও কিছু ‘গলিপথ’ বন্ধ করার জন্য কাজ করছে।
এর আগে মঙ্গলবার ব্রিটিশ সরকার ঘোষণা করেছে যে, ব্রিটেন ‘রাশিয়ার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের মালিকানাধীন যেকোন বিমান আটক করার ক্ষমতা’ রাখবে। এবং ব্রিটেনে রাশিয়ার কোনো বিমানের প্রবেশ, অবতরণ বা চলাচল অপরাধ হিসাবে গণ্য করা হবে।
এছাড়া রাশিয়ার বিমান ও মহাকাশ প্রযুক্তির ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য।
আরও পড়ুন: ফের যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞার ঘোষণা বাইডেনের
২ বছর আগে