রাজ
এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘পরাণ’
সেপ্টেম্বরের মাঝামাঝিতে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় ‘পরাণ’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে।
ঈদুল আজহায় মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত পরাণ। লাইভ টেকনোলজিস প্রযোজিত সিনেমাটি মুক্তির এক মাস পেরিয়ে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। যা চলচ্চিত্রে স্থবিরতা কাটিয়ে তুলেছে। দেশের বাইরেও প্রবাসীদের মধ্যেও পরাণ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
বিদেশে সিনেমাটি মুক্তি দেয়া প্রসঙ্গে লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত বলেন,‘আমরা একটা পরিছন্ন সিনেমা তৈরি করেছি। সিনেমাটি মুক্তির অষ্টম সপ্তাহেও দর্শক আগ্রহ নিয়ে দেখছে। এবার যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসীদের জন্য সিনেমাটি মুক্তি দেয়া হচ্ছে। আশা করছি, সবাই সিনেমাটি ভালোভাবেই উপভোগ করবে।’
আরও পড়ুন: ‘পরাণ’: সত্য কাহিনীর ওপর নির্মিত ত্রিভুজ প্রেমের গল্প
যুক্তরাষ্ট্র ও কানাডায় পরাণ ছবির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের প্রধান নির্বাহী রাজ হামিদ বলেন,‘পরাণ ছবিটি মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্র ও কানাডার বাঙালিরা ছবিটি দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি সেপ্টেম্বরের মাঝামাঝিতে মুক্তি দেয়া হবে। ছবিটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।’
বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন,‘আমরা যুক্তরাষ্ট্র ও কানাডায় নিয়মিত বাংলা সিনেমা প্রদর্শন করে আসছি। দেবী সিনেমার পর পরাণ সিনেমা নিয়ে দর্শকের এত আগ্রহ দেখছি। নিয়মিত এমন গল্পের সিনেমা মুক্তি পেলে বাংলা সিনেমার দর্শক বাড়বে। পাশাপাশি সিনেমার বাজারও বড় হবে।’
পরাণ সিনেমার এমন সফলতায় দারুণ খুশি ছবির কলাকুশলীরা। পরাণ ছবিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, রাশেদ অপু, ইয়াস রোহান, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।
আরও পড়ুন: লুঙ্গি পরা দর্শক সামান আলী সরকারকে আমন্ত্রণ জানাল স্টার সিনেপ্লেক্স
‘হাওয়া’য় মেতেছে দর্শক
রাজ-পরীর ঘরে এলো পুত্র সন্তান
তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজের সংসারে এলো নতুন অতিথি। বুধবার বিকালে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরী। মা ও ছেলে দুজনই সুস্থ আছেন।
সন্তান আগমনের খবরটি গণমাধ্যমে জানিয়ে শরিফুল রাজ বলেন, ‘এই আনন্দ তো বলে প্রকাশ করার মতো না। সব কিছু ঠিকমতো সম্পন্ন হয়েছে। আমার স্ত্রী ও সন্তানের জন্য সবার কাছে দোয়া চাই।’
আরও পড়ুন: ফোর্বসে এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় পরীমনি
গর্ভাবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনাগত সন্তানকে নিয়ে পরীর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তাই ভক্তরাও অপেক্ষায় ছিলেন প্রিয় তারকার কোলজুড়ে কবে আসবে নতুন অতিথি। পরী সন্তানের নামও ঠিক করে রেখেছিলেন। কন্যা সন্তান হলে ‘রাণী’ আর পুত্র সন্তান হলে ‘রাজ্য’।
উল্লেখ্য, অন্তঃসত্বা হওয়ার খবর থেকে শরিফুল রাজ ও পরীমনির সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর জানা যায় গিয়াস উদ্দিন সেলিম নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর শুটিংয়ে রাজ ও পরী পরিচয় ও প্রেম। অতঃপর ২০২০ সালের ১৭ অক্টোবর পারাবারিকভাবে বিয়ে করেন তারা।
বিয়ে বাড়িতে হলো ‘গুণিন’ সিনেমার প্রিমিয়ার!
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ মুক্তি পাবে ১১ মার্চ। চরকি প্রযোজিত সিনেমাটির প্রিমিয়ারের আয়োজনেও ছিল ভিন্নতা। ‘গুণিন’ সিনেমার প্রধান দুই চরিত্র রাবেয়া-রমিজ অর্থাৎ পরীমণি-শরিফুল রাজের বিয়ের আয়োজনের মধ্যে দিয়ে সাজানো হয় পুরো এই অনুষ্ঠান।
‘গুণিন’ বাড়ির ছেলে ও মিয়া বাড়ির মেয়ের বিয়ের এই শুভদিনে দেখানো হয় তাদের অভিনীত সিনেমা ‘গুণিন’। ৯ মার্চ বিকেলে রাজধানীর মাদানী এভিনিউয়ের শেফ’স টেবিল কোর্টসাইডে বসেছিল এই বিয়ের আসর। প্রথমেই পালকিতে করে রাবেয়া-রমিজ বিয়ের মঞ্চে উপস্থিত হয়।
নীল হুরেজাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চলচ্চিত্র নির্মাতা ও চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি। এরপর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, অভিনেতা ও অভিনেত্রীরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘গুণিন’ সিনেমার পরিচালকসহ অভিনেতা-অভিনেত্রী দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা। আরও উপস্থিত ছিলেন সাজগোজ-এর কর্মকর্তা, বিকাশ-এর কর্মকর্তা, চরকির কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
পড়ুন: অবশেষে মুক্তি পাচ্ছে রাজ-পরীর ‘গুণিন’
শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সায়মন