গরু ব্যবসায়ীর আত্মহত্যা
চুয়াডাঙ্গায় ঋণের বোঝা সইতে না পেরে গরু ব্যবসায়ীর আত্মহত্যা
চুয়াডাঙ্গায় ঋণগ্রস্ত হয়ে এক গরু ব্যবসায়ী বুধবার বিষপানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
নিহত ইনছান আলী (৪৫) দর্শনা থানার হিজলগাড়ী গ্রামের ফার্মপাড়ার শমসের আলীর ছেলে।
আরও পড়ুন: কুড়িগ্রামে কলেজ শিক্ষকের আত্মহত্যা!
স্থানীয়রা জানায়, গরু ব্যবসায়ী ইনসান আলী কয়েক বছর আগে গ্রামের পরিচিতদের কাছ থেকে গরু নিয়ে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যায়। ঢাকায় গরু বিক্রি করে টাকা ফেরত দেয়ার কথা থাকলেও মোটা অংকের টাকা লোকসান হয় তার। এই ঋণের কারণে বুধবার বিকালে বাড়ির পেছনের আমবাগানে বিষপান করেন তিনি। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইনছান আলীকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরজাহান রুমি বলেন, ‘সন্ধ্যার আগে পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসে। তাদের কাছ থেকে জানতে পারি তিনি বিষপান করেছেন। তবে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে কীটনাশক খেয়ে গৃহবধূর আত্মহত্যা, লাশ নিয়ে টানাহেঁচড়া!
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির বলেন,‘হিজলগাড়ি গ্রামে ঋণগ্রস্ত হয়ে ইনছান আলী আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পারি। এ ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের ভিত্তিতে রাতে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তাস্তর করা হয়।’
২ বছর আগে