আব্রামোভিচ
আব্রামোভিচসহ ৭ রুশ নাগরিকের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
প্রিমিয়ার লিগ ফুটবল ক্লাব চেলসির মালিক বিলিয়নিয়ার রোমান আব্রামোভিচসহ সাত ধনী রুশ নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকার বলেছে, আব্রামোভিচের সম্পদ জব্দ করা হয়েছে এবং যুক্তরাজ্যে তার ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। তাকে যুক্তরাজ্যের নাগরিক ও ব্যবসা-প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করতে নিষেধ করা হয়েছে।
গত সপ্তাহে আব্রামোভিচ বলেন, নিষেধাজ্ঞার হুমকির কারণে তিনি চেলসিকে বিক্রি করার চেষ্টা করছেন।
আব্রামোভিচ ছাড়াও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছেন শিল্পপতি ওলেগ ডেরিপাস্কা এবং রোসনেফ্টের প্রধান নির্বাহী ইগর সেচিন।
প্রতিবেশী দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জবাবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে যুক্তরাজ্যে প্রাইভেট জেট আটক
রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞার ঘোষণা বাইডেনের
রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘের আদালতে শুনানি শুরু
২ বছর আগে