পিটার হোর
শাবিপ্রবিতে পিটার হোর-মোস্তাক রহমান স্কলারশিপ পেলেন ৬ শিক্ষার্থী
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘পিটার হোর অ্যান্ড মোস্তাক রহমান স্কলারশিপ’ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ছয় শিক্ষার্থী।
বৃহস্পতিবার নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্কলারশিপপ্রাপ্তরা হলেন- স্নাতক শেষ বর্ষ ছেলে ক্যাটাগরিতে যৌথভাবে ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী তাওফিকুর রহমান নিহাল ও মাসুম বিল্লাহ ও মেয়ে ক্যাটাগরিতে তাসপিয়া মোহান্মদ মেরিনা।
আরও পড়ুন: স্কলারশিপের জন্য ৫ মার্চের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন চেয়েছে দ.কোরিয়া
অপরদিকে স্নাতক প্রথম বর্ষ ছেলে ক্যাটাগরিতে যৌথভাবে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সাদিকুর রাহমান ও সম্রাট পল ও মেয়ে ক্যাটাগরিতে চৌধুরী আনিকা ফারাহ।
একাডেমিক ফলাফল, খেলাধুলায় বিভিন্ন পারদর্শিতা অর্জন ও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণসহ বিভিন্ন সহ-শিক্ষামূলক কার্যক্রম বিবেচনায় ওই ছয় জনকে এ স্কলারশিপ দেয়া হয়েছে। স্কলারশিপ হিসেবে প্রত্যেক ক্যাটাগরিতে নির্বাচিতদের ১৫০ পাউন্ড করে দেয়া হয়।
এই স্কলারশিপ প্রদানের যৌথ উদ্যোক্তা সাবেক ব্রিটিশ মিউজিয়ামের কিউরিটর প্রয়াত পিটার হোর এবং ব্রিটিশ রেলওয়ের সিনিয়র রিভিনিউ অফিসার মোস্তাক রহমান। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষামূলক কার্যক্রমে উৎসাহিত করতে ২০১৮ সাল থেকে প্রতিবছর এ স্কলারশিপ দেয়া হচ্ছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পাওয়ার উপায়
শাবিপ্রবির ১১ শিক্ষক-শিক্ষার্থী পেলেন ইরাসমাস স্কলারশিপ
২ বছর আগে