চিত্রনায়ক
সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করব: ফেরদৌস
রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস।
ঢাকা-১৭ আসনের ভাসানটেক এলাকার ভোটার হওয়ার তিনি রবিবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৪৬ মিনিটে এ কেন্দ্রে ভোট দেন। যদিও তার নির্বাচনি এলাকা ঢাকা-১০।
ভোট দিয়ে গণমাধ্যমে ফেরদৌস বলেন, ‘নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। অভিনয়ে যেভাবে শতভাগ দিয়েছি দর্শকদের, সেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করব।’
ফেরদৌসের আসনের ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রসঙ্গে বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ভোট দিয়েছেন। একজন প্রার্থী হিসেবে এই ভালো লাগা মুখে বলে প্রকাশ করার মতো নয়। আমি ঢাকা-১৭ আসনের ভোটার। নির্বাচনে আসার শুরু থেকে যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি আশা করছি ভোটের রায়ে সেটা বজায় থাকবে।’
৯ মাস আগে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান নাচবেন জায়েদ খান
চিত্রনায়ক জায়েদ খান মানেই এখন আলোচনা। প্রায় সময় গণমধ্যেমের শিরোনামে থাকেন তিনি। এবার তাকে ঘিরে নতুন খবর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ বিতরণী অনুষ্ঠান মঞ্চে দুটি গানের সঙ্গে নাচবেন তিনি।
এই প্রসঙ্গে জায়েদ খান গণমাধ্যমে বলেন, ‘খসরু ভাই (কামরুল আলম খান খসরু) ও রোজিনা আপা (রওশন আরা রোজিনা) আজীবন সম্মাননা পাচ্ছেন। তাদের সম্মানে দুটি গানের সঙ্গে নাচব। এটি আমার জন্য সৌভাগ্যের। এছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এটি আরও বেশি আনন্দের।’
জায়েদ খান কিছুদিন আ্গে শেষ করেছেন ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং। এরমধ্যে দিয়ে কলকাতার জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। বর্তমানে আরও কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত আছেন।
সম্প্রতি তাকে দেখা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। এতে টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।
এছাড়া ‘সোনার চর’, ‘বাহাদুরী’সহ জায়েদের বেশকয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন: নিপুণকে চিঠির জবাব দিলেন জায়েদ খান
জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত
জায়েদ খানই সাধারণ সম্পাদক: হাইকোর্ট
১১ মাস আগে
বাংলাদেশে সিনেমার বড় বাজার তৈরি হবে: নিরব
সিনেমাকে জীবনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছেন নিরব হোসেন। ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ অথবা ভালো, সবসময়ই ক্যামেরার সামনে ব্যস্ত এই চিত্রনায়ক। প্রায় ১৭ বছরের ক্যারিয়ারে বড়পর্দায় নিজেকে নিয়মিত রেখেছেন এই তারকা।
চলতি বছর এরইমধ্যে দুটি সিনেমা মুক্তি পেয়েছে নিরবের। এরমধ্যে ঈদুল আজহায় মুক্তি 'ক্যাসিনো' দিয়ে নতুন এক নিরবকে দেখলো দর্শক। এরসঙ্গে প্রশাংসও কুড়ালেন। এই খবরের রেশ না কাটতেই নতুন এক সিনেমার শুটিং শুরু করলেন এই চিত্রনায়ক।
শফিকুল আলম পরিচালিত ‘সুস্বাগতম’ শিরোনামে সিনেমাটির শুটিংয়ে চলতি সময় রাজবাড়িতে ব্যস্ত রয়েছেন নিরব। এরমধ্য দিয়ে আবারো স্পশির্য়ার সঙ্গে জুটি বাঁধলেন তিনি।
নতুন সিনেমাটি প্রসঙ্গে নিরব ইউএনবিকে বলেন, 'গ্রামের প্রেক্ষাপট নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। যেখানে এক মেয়ের পাইলট হওয়ার স্বপ্নকে তুলে আনা হয়েছে। দুটি সময়ের চরিত্রে আমাকে দেখা যাবে।'
আরও পড়ুন: সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’
চলতি সময়ে সিনেমার যে জোয়ার চলছে তা অনেকদিন দেখেনি এ দেশের দর্শক। ঈদে সিনেমা মুক্তির সংখ্যা যেমন বাড়ছে পাশাপাশি তেমন আলোচনার কেন্দ্রেও এখন এটি।
বর্তমান এই সময় নিয়ে নিরব বলেন, 'এটি বলার অপেক্ষা রাখে না যে, আমাদের সিনেমায় যে এখন ফাঁকা আওয়াজ কমেছে। এখন সিনেমা নিয়ে যে আলোচনা চলছে সেটি শুধু ইন্ডাস্ট্রির ভেতরে নয়। সাধারণ দর্শক এখন বাংলা সিনেমা নিয়ে আগ্রহী। তারা খারাপ-ভালো যা রিভিউ দিক, কিন্তু সিনেমা দেখছেন। এই আলোচনাটা খুব দরকার ছিল।'
নিরব আরও বলেন, 'ইন্ডাস্ট্রির আরও একটি সম্ভাবনাময় দিক প্রযোজকরা মুনাফার দেখা পাচ্ছেন। সেটি প্রকাশও হচ্ছে। এতে সামনে বাজেট আরও বাড়বে। বাংলাদেশে সিনেমার বড় বাজার তৈরি হবে।'
আরও পড়ুন: দর্শক আগ্রহে এগিয়ে ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’
ঈদ সিনেমা: আলোচনা বড় শক্তি
১ বছর আগে
সব সীমারেখার ওপরে মানুষের বন্ধুত্ব: রাজ
সম্প্রতি চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট হয়। যেখানে তার সঙ্গে দেখা যায় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে।
যাদেরকে একসঙ্গে ‘ন ডরাই’ সিনেমায় দেখা গিয়েছিল। আর তখন থেকে তাদের বন্ধুত্বের কথাও সবার জানা।
কিন্তু রাজের আইডি থেকে দুই জনের যেই ভিডিও পোস্ট হয় সেখানে দুই জনের অসংলগ্ন কথোকপথনও ছিল। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: আমি রীতিমতো অবাক হয়েছি: শরীফুল রাজ
এই ঘটনার পর সুনেরাহ তার প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন। যেখানে রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে তিনি ইঙ্গিতপূর্বক অভিযোগ লেখেন।
এই ঘটনার শুরুতে রাজ চুপ থাকলেও অবশেষে বিষয়টি নিয়ে তিনি সামনে আসেন।
এই নায়ক তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মানুষ প্রতি মুহূর্তে একটু একটু করে পরিণত হয়। জন্মের পর নিজের পায়ে চলতে শিখতেও কয়েক বছর লেগে যায়। আর ঠিকঠাক কথা বলা শিখতে লেগে যায় আরও কিছু বছর। কিন্তু এই বলা আর চলার যাত্রা কখনো শেষ হয় না। তবে এ যাত্রায় আমরা কিছু মানুষের সঙ্গে পরিচিত হই, যাদের সঙ্গে সুখ-দুঃখ, কাজের আলাপ কিংবা কাজহীন দিনের আলাপ, সুস্থতা ও পাগলামী সবকিছুই ভাগ করে নেওয়া যায়। যাদের সঙ্গে চলার বা কথা বলার বিশেষ কোনো শর্ত থাকে না। শর্ত থাকে কেবল একটাই, সেটার নাম বন্ধুত্ব।
তার নিজের সমস্যায় পড়ার কথা উল্লেখ করে লিখেন, ‘নিশ্চয়ই আপনাদের প্রত্যেকেরই এমন অনেক বন্ধু রয়েছে- যাদের সঙ্গে আপনারা আভিধানিক শব্দে কথা বলেন না। একসঙ্গে পথ চলার সময় ভবিষ্যৎ ভাবনা নিয়ে পথ চলেন না। যাদের সঙ্গে অনেক বেফাঁস কথা বলেন। কারণ বন্ধুত্ব তো এমনই। লিঙ্গ, বর্ণ, বয়সসহ সব সীমারেখার ওপরে মানুষের বন্ধুত্ব। কিন্তু সমস্যা হয়, যখন কেউ অসৎ উদ্দেশ্যে বন্ধুত্বের মতো সম্পর্কের মাঝখানে লৈঙ্গিক পরিচয়ের সীমারেখা টেনে ব্যাপারটাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায়। যখন কেউ বন্ধুদের মধ্যকার দ্বিধাহীন আড্ডার আলাপ টক অব দ্য টাউনে পরিণত করে। আমিও তেমনই এক সমস্যায় পড়েছি।’
রাজ আরও লিখেন ‘আমি গত কয়েকদিন ধরে সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত। আমার সিনেমার কিছু গল্পের স্ক্রিপ্ট রিডিং করার কথা, এগুলো নিয়েই আমি ঠিকমতো সময় দিতে পারছি না। যখনই সময় পাচ্ছি গল্পের ভেতরে ঢুকে যাচ্ছি, তার মধ্যে হঠাৎ করে কে বা কারা এসব করে আমাকে হেনস্তার শিকার করছে, যা ভাবতেই আমি হতবাক হয়ে গেলাম। আমাকে নিয়ে শেষ যতদিন থেকে নানাবিধ সত্য-মিথ্যার মিশ্রণে ঘটনার চাউর করছে আমি তার শুরু থেকেই নীরব ছিলাম। কিন্তু নীরবতা মানেই দুর্বলতা না।’
নিজের ফেসবুক প্রোফাইল হ্যাক হওয়া প্রসঙ্গে টেনে রাজ লিখেছেন, ‘আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড বা অ্যাকসেস এমন কারও কাছে আছে অথবা হ্যাক করে কেউ আমার দীর্ঘকালের বন্ধু ও সহকর্মীদের সঙ্গের নিতান্ত বন্ধুত্বের আড্ডার ঘটনা লিক করে দেয়। যে বা যারা এ কাজ করেছে, তাদের উদ্দেশ্য ছিল আমাদের হেনস্তা করা। হয়তো তারা সফলও হয়েছে। আমি আমার তিন বন্ধু ও সহকর্মীর কাছে শর্তহীন দুঃখ প্রকাশ করছি; যারা আমার খুব ভালো বন্ধু দীর্ঘদিনের। সেই বন্ধুত্বের কোনো লিঙ্গ নেই। আমার কারণে তাদের হেনস্তার শিকার হতে হলো বলে। আমার সব শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি। বন্ধুদের আড্ডার ঘটনা নোংরা উদ্দ্যেশে স্প্রেড করে মিসলিড করা হয়েছে বলে।’
শেষে তিনি লিখেন, ‘বহুবার হোঁচট খেয়েই তো হাঁটতে শিখেছি! আবারও হোঁচট খেলাম। আপনাদের দোয়া ও ভালোবাসা সঙ্গে থাকলে নিশ্চয় আরও পরিণত হবো, শিখবো অতীতের ভুল থেকে। আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন। কারণ আপনাদের সমর্থন ছাড়া একজন শরিফুল রাজ কিছুই নয়। জগতের সব প্রাণি সুখী হোক। সবাইকে ভালোবাসা ও শুভকামনা।’
আরও পড়ুন: পরীমণির অভিমান কি ঘুচল?
মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না: মিম
১ বছর আগে
ঢাকায় পৌঁছেছে ফারুকের মরদেহ
চিত্রনায়ক, মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ এখন ঢাকায়।
মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সকাল ৮টা ১৫ মিনিটে বিমানবন্দরের ৮ নম্বর ফটক দিয়ে ফারুকের মরদেহ বের করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, বিমানবন্দর থেকে ফারুকের মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হয় রাজধানীর উত্তরায় তার নিজের বাস ভবনে। সেখান থেকে সব শ্রেণি পেশার মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত সেখানে রাখা হবে।
আরও পড়ুন: সিঙ্গাপুরে মারা গেলেন নায়ক ফারুক
সম্মিলিত সাংস্কৃতিক জোট সার্বিক ব্যাবস্থা গ্রহণ করবে। বাদ জোহর প্রয়াত তারকার দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসিতে নিয়ে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এফডিসির শ্রদ্ধা নিবেদন হবে আনুমানিক সাড়ে ৩টায়।
এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে চ্যানেল আই। সেখান থেকে বিকাল ৫ টায় গুলশান আজাদ মসজিদে বাদ আছর জানাজা নামাজ শেষে কালীগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, ১৪ মে (সোমবার) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন চিত্রনায়ক ফারুক।
আরও পড়ুন: চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে তারকাদের শোক
১ বছর আগে
চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে তারকাদের শোক
আকবর হোসেন পাঠান, যিনি ঢালিউডে চিত্রনায়ক ফারুক নামে পরিচিত। সাদাকালো যুগ থেকে তিন দশকের ক্যারিয়ার এই তারকার। অভিনয় করেছেন ৬০টির বেশি সিনেমায়। ১৫ মে (সোমবার) না ফেরার দেশে চলে যান তিনি।
শুধু অভিনয় নয়। দেশের জন্য অস্ত্র হাতে তুলেছিলেন ফারুক। মুক্তিযুদ্ধ করেছেন নিজের মাটির জন্য।
আরও পড়ুন: চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
এরপর আবারও শুরু হয় তার সিনেমার যাত্রা। ঝুলিতে রয়েছে-সারেং বউ, লাঠিয়াল, নয়নমণি, গোলাপী এখন ট্রেনে, দিন যায় কথা থাকে, জনতা এক্সপ্রেস, সাহেব, মিয়াভাই, নাগরদোলা, সুজনসখী, ঘরজামাই, ভাইভাই ও বিরাজবৌ এর মত অস্যংখ্য সিনেমা।
ফারুকের মৃত্যুতে শোকে ছায়া পড়েছে শোবিজ অঙ্গনে। ফেসবুকে তারকাদের সেসব পোস্ট নিচে তুলে ধরা হলো।
অভিনেতা মিশা সওদাগরের শোকবার্তা ছিল এমন-
‘বিদায় মিয়াভাই’। আজ সকাল ৮:৩০ মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের ‘মিয়াভাই’ খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ (গুলশান-বনানী) আসনের মাননীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ভাই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)’।
অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, ‘বিদায় নায়ক ফারুক। বিনম্র শ্রদ্ধা। আপনার আত্মার শান্তি হোক’।
ওমর সানি লিখেছেন, ‘আল্লাহ আমাদের লিজেন্ড ফারুক ভাইকে জান্নাত নসিব করুন’।
আমিন
অভিনেত্রী তারিন জাহান লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার ঘণ্টা দুয়েক আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ভাই’।
আরও পড়ুন: চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘বিটিভিতে আপনার ছবি দেখে বড় হয়েছি। গ্রাম্য ছেলের ভূমিকায় কি অনবদ্য আপনি। আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’।
চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজু লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত, তুমুল জনপ্রিয় নায়ক ফারুক ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে স্তব্ধ হয়ে থাকলাম কিছুক্ষণ। মৃত্যু অনিবার্য, তবু মৃত্যু আমার ভালো লাগে না। এই সংবাদটি শুনলেই মন বিবশ হয়ে যায়। যে মানুষটি মৃত্যুবরণ করেন, হাজার চেষ্টা করলেও তার সাথে আর কোনদিন কথা বলা যাবে না, পৃথিবীর কোনো প্রযুক্তির মাধ্যমেও আর জানা যাবে না, মানুষটি কেমন আছেন! কী ভীষণ অসহায় আমরা মৃত্যুর কাছে’।
চিত্রনায়ক জায়েদ খানও ফারুকের সঙ্গে নিজের একটি ছবির সঙ্গে শোক জানিয়েছেন ফেইসবুকে।
তিনি লিখেছেন, ‘এতক্ষণ কিছু লিখিনি, কারণ মনে হয়েছে আপনি বেঁচে আছেন। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর কাছে চলে গেলেন। এটা তো কথা ছিল না। বলেছিলেন-জায়েদ আসতেছি, আড্ডা হবে। এখনও বিশ্বাস হচ্ছে না আপনি নাই’।
চিত্রনায়ক অনন্ত জলিল লিখেছেন, ‘প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রাখা ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক (আমাদের ফারুক ভাই)। এই র্কীতিমান মহান মানুষটির প্রয়াণে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি’।
বিজরী বরকতুল্লাহ লেখেন, ‘কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা নায়ক ফারুক সিংগাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। আল্লাহ তার সকল গুনাহ মাফ করে জান্নাত দান করুন, আমিন’।
আরও পড়ুন: অভিনেতা ফারুকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
১ বছর আগে
চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রখ্যাত চিত্রনায়ক, আইনপ্রণেতা ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: অভিনেতা ফারুকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই বিশিষ্ট অভিনেতা তার কর্মের মধ্য দিয়ে এদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
সিঙ্গাপুরে মারা গেলেন নায়ক ফারুক
১ বছর আগে
আমি অন্যায় করিনি, অন্যায়টা আমার সঙ্গে হয়েছে: শাকিব খান
কয়েকদিন ধরে বিতর্কিত আলোচনায় রয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক শাকিব খান। এ নিয়ে নানা রকম বিভ্রান্তিমূলক খবরও ছড়াচ্ছে।
এসবকিছু নিয়ে গণমাধ্যমে কথা বলতে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৫টা ৩০ মিনিটে গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন শাকিব।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমে বিভিন্ন খবর প্রসঙ্গে শাকিব বলেন, ‘সব অঙ্গণের প্রতিষ্ঠিত মানুষদের নিয়ে ইদানিং প্রায়শই একটি শ্রেণি নানা অভিযোগ নিয়ে উপস্থিত হচ্ছে। অনেক সংবাদ মাধ্যম সেই অভিযোগগুলো সত্য কি-না, তা যাচাই না করেই প্রকাশ করে দিচ্ছে। এটা ঠিক নয়। কেউ একজন এসে প্রযোজক পরিচয় দিয়ে আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললো, অথচ সেটা খতিয়ে না দেখে সংবাদে প্রকাশ করে দেয়াটা কতোটুকু যৌক্তিক? অথচ প্রযোজক সমিতিতে একটু খোঁজ নিলেই জানা যেতো, যিনি প্রযোজক পরিচয়ে আমার বিরুদ্ধে অভিযোগ আনলেন, তিনি সত্যিকার অর্থেই প্রযোজক কিনা!’
আরও পড়ুন: চলচ্চিত্র প্রযোজকের বিরুদ্ধে 'হত্যাচেষ্টা ও চাঁদাবাজির' অভিযোগ এনে শাকিব খানের মামলা
বিভ্রান্তিমূলক সংবাদ নিয়ে শাকিব আরও বলেন, ‘বিভ্রান্তিমূলক সংবাদের কারণে আমার পরিবার দুশ্চিন্তায় ছিল। তাদের মুখ দেখাতে কষ্ট হয়েছে। আমি অন্যায় করিনি, অন্যায়টা আমার সঙ্গে হয়েছে।’
শাকিব জানান, তার বিরুদ্ধে প্রযোজক রহমত উল্লাহ যে অভিযোগ আনেন সেগুলো নিয়ে ডিবি অফিসে যান এবং ডিবি প্রধান হারুন সাহেবের সঙ্গে কথা বলেন। এমনকি আদালতেও যান।
উদ্দেশ্যপ্রণোদিত এ ঘটনার পেছনে আর কারা কারা আছেন, ইনভেস্টিগেশনে সব বেরিয়ে আসবে বলেও জানান তিনি।
সম্মেলনে শাকিব আরও বলেন, ‘এই নায়ক বলেন, অভিনেতার বাইরে আমিও একজন মানুষ, আমারও পরিবার আছে, সন্তান আছে এবং আত্মীয়-স্বজন আছে। তাদের কাছে মাথা উঁচু করে এখন বলতে পারছি। কিন্তু শুরুতে যখন অভিযোগগুলো আনা হয়, আমি বার বার বলছিলাম, এটা একটা ফাঁদ ছিল। যা অস্ট্রেলিয়াতেই শেষ হয়ে গেছে।’
আরও পড়ুন: শাকিব খান ডিবিতে, ধর্ষণের অভিযোগের বিরুদ্ধে দিলেন লিখিত অভিযোগ
শাকিব খানের ‘জান্নাত’-এ দুর্বৃত্তদের হানা
১ বছর আগে
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ ২৪ বছর পর রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকির হোসেনের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এদিন সাক্ষ্য দেন মামলার বাদী সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী।
সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজসহ ৯ জন। ২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এ মামলার আসামিরা হলেন- আদনান সিদ্দিকী, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, তারেক সাঈদ মামুন, সেলিম খান, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন, ফারুক আব্বাসী, সানজিদুল ইসলাম ইমন ও আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী।
আজ শুনানি উপলক্ষে কারাগার থেকে মামলার আসামি আশীষ রায় চৌধুরী, সানজিদুল ইসলাম ইমন ও তারিক সাঈদ মামুনকে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা আসামি ফারুক আব্বাসীও আজ আদালতে হাজির হন।
১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন।
আরও পড়ুন: অভিনেতা সোহেল চৌধুরী হত্যা: ২৪ বছর পর আসামি গ্রেপ্তার
সোহেল চৌধুরী নিহত হওয়ার পরপরই এ হত্যাকাণ্ডে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের কয়েক মাস আগে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর কথা কাটাকাটি হয়। এর প্রতিশোধ নিতে সোহেল চৌধুরীকে হত্যা করা হয়েছে।
ঘটনার রাতে সোহেল তাঁর বন্ধুদের নিয়ে ট্রাম্পস ক্লাবে ঢোকার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। রাত আড়াইটার দিকে আবারও তিনি ভেতরে ঢোকার চেষ্টা করেন। তখন সোহেলকে লক্ষ্য করে ইমন, মামুন, লিটন, ফারুক ও আদনান গুলি চালান। আসামিদের মধ্যে আদনান খুনের পরপরই ধরা পড়েছিলেন।
মামলাটির তদন্ত শেষে ১৯৯৯ সালের ৩০ জুলাই গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার আবুল কাশেম ব্যাপারী ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর দুই বছর পর মামলাটির বিচার দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
ওই বছরই আসামিদের মধ্যে একজন হাইকোর্টে আপিল করেন। আপিলের পরিপ্রেক্ষিতে ২০০৩ সাল থেকে দীর্ঘ ১৯ বছর হাইকোর্টের আদেশে মামলাটি স্থগিত ছিল। সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি স্থগিতাদেশ প্রত্যাহার হলে ফের মামলাটিতে সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া শুরু হয়।
১৬ বছর আগে ঢাকা মহানগরের পিপি দপ্তর থেকে সোহেল হত্যা মামলার তদন্তে নথিপত্র কেস ডকেট (সিডি) নিয়ে যান পুলিশের তৎকালীন পরিদর্শক ফরিদ উদ্দিন। অনেক খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান মেলে। তিনি আগেই অবসরে গেছেন। তবে হত্যা মামলার সিডি আজও আদালতে উপস্থাপন করা হয়নি।
আরও পড়ুন: চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: কারাগারে আশিষ চৌধুরী
২ বছর আগে
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আনন্দ র্যালি
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে অনেক উৎসব বিরাজ করছে দেশের মানুষের মধ্যে। সাংস্কৃতিক কর্মীরাও এতে অভিবাদন জানিয়েছেন সরকারকে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালি করেছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।সোমবার দুপুর ১টায় বিএফডিসির প্রযোজক সমিতির সামনে থেকে র্যালি বের হয়। এফডিসি সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে র্যালিটি শেষ হয়। এতে অংশ নিয়েছেন চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, ফেরদৌস, চিত্রনায়িকা নিপুন আক্তার, পরিচালক সোহানুর রহমান সোহান, কাজী হায়াতসহ চলচ্চিত্রের বিভিন্ন অঙ্গনের কলাকুশলীরা।নায়ক আলমগীর বলেন, ‘পদ্মা সেতু আমাদের নিজেদের অর্থায়নের সেতু। এই সেতু আমাদের অহংকার। আমরা এই অহংকার অর্জন করেছি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তার কাছে আমাদের কৃতজ্ঞতা।’
আরও পড়ুন: ‘রিক্সা গার্ল’ নাটকে তানজিন তিশার্যালি শেষে চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘আজকে আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি ও সম্মিলিত চলচ্চিত্র পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ পদ্মা সেতু কোটি মানুষের একটি স্বপ্নের বাস্তবায়ন।’রিয়াজ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রমাণ করলেন বাঙালীকে দাবিয়ে রাখা যায় না। দেশি-বিদেশি অসখ্য ষড়যন্ত্র পায়ে দলে আমাদের পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। এপার ওপারের মধ্যে সংযোগ তৈরি হয়েছে। এজন্য আমি চলচিত্রবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’ফেরদৌস বলেন, ‘আমার টাকায় আমার সেতু, স্বপ্নের পদ্মা সেতু। আমাদেরকে এতো বড় স্বপ্ন দেখানোর জন্য ও সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ।’
আরও পড়ুন: বন্যার্তদের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি
২ বছর আগে