পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে অনেক উৎসব বিরাজ করছে দেশের মানুষের মধ্যে। সাংস্কৃতিক কর্মীরাও এতে অভিবাদন জানিয়েছেন সরকারকে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালি করেছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।
সোমবার দুপুর ১টায় বিএফডিসির প্রযোজক সমিতির সামনে থেকে র্যালি বের হয়। এফডিসি সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে র্যালিটি শেষ হয়। এতে অংশ নিয়েছেন চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, ফেরদৌস, চিত্রনায়িকা নিপুন আক্তার, পরিচালক সোহানুর রহমান সোহান, কাজী হায়াতসহ চলচ্চিত্রের বিভিন্ন অঙ্গনের কলাকুশলীরা।
নায়ক আলমগীর বলেন, ‘পদ্মা সেতু আমাদের নিজেদের অর্থায়নের সেতু। এই সেতু আমাদের অহংকার। আমরা এই অহংকার অর্জন করেছি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তার কাছে আমাদের কৃতজ্ঞতা।’
আরও পড়ুন: ‘রিক্সা গার্ল’ নাটকে তানজিন তিশা
র্যালি শেষে চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘আজকে আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি ও সম্মিলিত চলচ্চিত্র পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ পদ্মা সেতু কোটি মানুষের একটি স্বপ্নের বাস্তবায়ন।’
রিয়াজ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রমাণ করলেন বাঙালীকে দাবিয়ে রাখা যায় না। দেশি-বিদেশি অসখ্য ষড়যন্ত্র পায়ে দলে আমাদের পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। এপার ওপারের মধ্যে সংযোগ তৈরি হয়েছে। এজন্য আমি চলচিত্রবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’
ফেরদৌস বলেন, ‘আমার টাকায় আমার সেতু, স্বপ্নের পদ্মা সেতু। আমাদেরকে এতো বড় স্বপ্ন দেখানোর জন্য ও সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ।’
আরও পড়ুন: বন্যার্তদের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি