প্রক্সি
চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৩
অন্যজনের হয়ে পরীক্ষা দিতে এসে চট্টগ্রামে ৩ জন ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছেন। তারা স্বাস্থ্য সহকারী পদের মৌখিক পরীক্ষা দিতে এসেছিলেন।
বুধবার(৮ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: র্যাবের পোশাকে ব্যাগভর্তি টাকা ছিনতাই, ড্রাইভারের সাহসিকতায় আটক ১
আটকরা হলেন- মো. বাঁশখালী উপজেলার কাথরিয়া গ্রামের জয়নাল আবেদিন চৌধুরী, চন্দনাইশ উপজেলা পশ্চিম কেশুয়া গ্রামের মো. জাবেদ এবং লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামের রনি দাশ।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বুধবার দুপুরে ইউএনবিকে বলেন, পরীক্ষার প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে পরীক্ষা দিতে এসেছিলেন তারা। যাচাই-বাছাইয়ের সময় তাদের প্রতি সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন।
এর আগে, গত ৩ মে একই পদের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে পরীক্ষা চলাককালীন সময় মো. আব্দুর রৌউফ নামের এক যুবক আটক হন। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে ২ জন আটক
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার ভারতীয় নাগরিক আটক
৭ মাস আগে
বিসিএস পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে চবি’র ছাত্রী গ্রেপ্তার
চট্টগ্রামে ৪৫তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিয়তি জান্নাত নামে এক ছাত্রী।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা গেছে ছেলেবন্ধুর হয়ে মেয়েটি প্রক্সি দিতে এসেছিল।
আরও পড়ুন: জয়পুরহাটে ট্রেনে নাশকতার পৃথক মামলায় ৩ আসামি গ্রেপ্তার
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে নগরীর ইস্পাহানি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে স্বাক্ষর পত্রে গড়মিল দেখে মেয়েটিকে আটক করা হয়।
আটকের পর ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি ও সাক্ষ্যগ্রহণ করে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে তাকে চট্টগ্রাম কারাগারে পাঠান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন বলেন, মূলত ওই মেয়ে যে রোল নম্বরে পরীক্ষা দিতে আসছে সে একজন ছেলে।
ম্যাজিস্ট্রেট বলেন, মেয়ে নিজের ছবি দিয়ে ভুয়া প্রবেশপত্রও করেছে। পরীক্ষায় দায়িত্বরত পরিদর্শক স্বাক্ষর নেওয়া সময় মেয়েটি ছেলে নামে স্বাক্ষর করা দেখে ধরা পড়েন।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে মেয়েটি বলেছে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। যে ছেলের পরীক্ষা দিতে এসেছেন তার সঙ্গে ওই মেয়ের ব্যক্তিগত সম্পর্ক আছে। এরপর আটক পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সবকিছু যাচাই বাছাই করে সরকারি কর্ম কমিশন আইন-২০২৩ এর (১০) ধারা অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার দ্বিতীয় দিনে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ২০০ নম্বরের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নগরীর ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চট্টগ্রাম বিভাগের ৭৩৪ জন পরীক্ষার্থী ছিল। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬২৫ জন।
আরও পড়ুন: মজুতের অভিযোগ পেলে গ্রেপ্তার করা হবে: কৃষিমন্ত্রী
নেত্রকোণায় ধর্ষণ মামলার বাদীকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২
১০ মাস আগে
সিরাজগঞ্জে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৭
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে কর্মচারী নিয়োগে একজনের পরীক্ষা আরেকজন দেওয়ার অভিযোগে সোমবার (২৫ সেপ্টেম্বর) সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- ফিরোজ উদ্দিন, লোকমান হোসেন, রাশিদুল ইসলাম সুজন, আশরাফুল ইসলাম, মজিবর রহমান, হাবিবুল্লা বেলালী ও এনামুল হক।
সিরাজগঞ্জ রেভিনিউ ডেপুটি কালেক্টর ও কর্মচারী নিয়োগ বাছাই কমিটির সদস্য সচিব শিমুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ২০তম গ্রেডের অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ২০ তম গ্রেডের কর্মচারী নিয়োগ বাছাই কমিটির আহবায়ক মো. মোবারক হোসেনের উপস্থিতিতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে এসএসসি পরীক্ষায় প্রক্সি পরিক্ষার্থী গ্রেপ্তার
তিনি আরও জানান, মৌখিক পরীক্ষার সময় ওই প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাইকালে তাদের হাতের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখায় গরমিল পাওয়া যায়। এ সময় কৌশলে তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অন্যদের দিয়ে (প্রক্সি) লিখিত পরীক্ষা দেওয়ার কথা নিয়োগ বোর্ডে উপস্থিত সদস্যদের সামনে তারা লিখিত স্বীকারোক্তি দেন। রাতেই তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের পর পুলিশে সোপর্দ করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, নিয়োগ পরীক্ষায় প্রতারণার মাধ্যমে অপরের পরীক্ষা দেওয়ার অভিযোগে সাত ভুয়া পরিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলায় রবিবার রাতে সাতজনকে গ্রেপ্তার করা হয়েচে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ১
শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সির প্রস্তুতি: বরিশালে গ্রেপ্তার ৩
১ বছর আগে
চট্টগ্রামে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ১
চট্টগ্রামে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় অধীনে চার ক্যাটাগরির পদে নিয়োগের মৌখিক পরীক্ষা গ্রহণকালে প্রতারণার দায়ে মো. নিজাম উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্য প্রার্থীর হয়ে মৌখিক পরীক্ষায়ও প্রক্সি দিতে গিয়ে ধরা পড়ে নিজাম উদ্দিন।
আরও পড়ুন: দিনাজপুরে মিছিলের সময় শিবিবের দুই কর্মী আটক
শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পরীক্ষা চলাকালে তাকে আটক করার পর সিএমপি কোতোয়ালি থানায় হস্তান্তর করে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা।
আটক নিজাম উদ্দিন মিরসরাই পৌরসভার তারাকাটিয়া ওবাইদুল হকের ছেলে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস জানান, পরিবার পরিকল্পনা সহকারি পদে মৌখিক পরীক্ষা দিতে আসা ব্যক্তির সঙ্গে উত্তরপত্রের ওএমআর এর লিখা এবং হাতের লেখা মিলিয়ে দেখার সময় সন্দেহ হলে মৌখিক পরীক্ষা বোর্ডের সদস্যগণ জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি লিখিত কোন পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারেননি। লিখিত পরীক্ষার হাজিরা শিটের স্বাক্ষর ও মৌখিক পরীক্ষার সময় হাজিরা শিটে দেয়া স্বাক্ষরও মেলেনি।
এক পর্যায়ে কর্মকর্তাদের জেরার মুখে তিনি স্বীকার করেন তিনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেননি, তার পরিবর্তে মিরসরাই বাজারের লিটন চন্দ্র দাস এর মধ্যস্থতায় এক লাখ টাকার বিনিময়ে অন্য ব্যক্তি তার পরীক্ষা দিয়ে দেন। জালিয়াতির মাধ্যমে লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হয়ে শনিবার মৌখিক পরীক্ষা দিতে আসেন।
তিনি আরও জানান, এমতাবস্থায় পরীক্ষায় প্রতারণার দায়ে তাকে কেতোয়ালি থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৩১ সদস্য আটক: র্যাব
২ বছর আগে
‘অফিস সহায়ক’ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২
চট্টগ্রাম জেলা প্রশাসনের রাজস্ব শাখার অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দু’জনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চবির নৃবিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুল কাদের রিমন (২৫) এবং জালাল উদ্দিন (২৪)।
আরও পড়ুন: অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ঢাকায় আটক ৪
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম জানান, শুক্রবার সকালে চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে জেলা প্রশাসনের রাজস্ব শাখার অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা ছিল। পরীক্ষার হলে থাকা হাজিরাশিটের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারা মেলানোর সময় গড়মিল পান। এরপর হাজিরাশীটের তথ্য ও প্রবেশপত্রের ছবি ও অন্যান্য তথ্য অনুসন্ধান করে মো. হায়দার রশিদ নামে এক পরীক্ষার্থীর বদলে পরীক্ষার প্রবেশপত্রে ফটোশপ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র জালাল উদ্দিন প্রক্সি দিতে আসার বিষয়টি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে তিনি পাঁচ হাজার টাকার বিনিময়ে মো. হায়দার রশিদ নামে ওই নিয়োগ পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে আসার কথা স্বীকার করেন।
পরে জালাল উদ্দিনের তথ্যের সূত্র ধরে ছদ্মবেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশসহ নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১টার দিকে চসিক মিউনসিপ্যাল স্কুল সংলগ্ন এলাকা থেকে আব্দুল কাদের রিমনকে গ্রেপ্তার করা হয়। রিমনের তথ্যমতে জাহাঙ্গীরসহ আরও কয়েকজন নিয়োগ পরীক্ষার প্রক্সি সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এই প্রতারক চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ইউপিডিএফ’র চিফ কালেক্টর আটক, বিদেশি পিস্তল, বুলেট, ম্যাগাজিন জব্দ
যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি, আটক ২
২ বছর আগে