চট্টগ্রাম জেলা প্রশাসনের রাজস্ব শাখার অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দু’জনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চবির নৃবিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুল কাদের রিমন (২৫) এবং জালাল উদ্দিন (২৪)।
আরও পড়ুন: অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ঢাকায় আটক ৪
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম জানান, শুক্রবার সকালে চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে জেলা প্রশাসনের রাজস্ব শাখার অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা ছিল। পরীক্ষার হলে থাকা হাজিরাশিটের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারা মেলানোর সময় গড়মিল পান। এরপর হাজিরাশীটের তথ্য ও প্রবেশপত্রের ছবি ও অন্যান্য তথ্য অনুসন্ধান করে মো. হায়দার রশিদ নামে এক পরীক্ষার্থীর বদলে পরীক্ষার প্রবেশপত্রে ফটোশপ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র জালাল উদ্দিন প্রক্সি দিতে আসার বিষয়টি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে তিনি পাঁচ হাজার টাকার বিনিময়ে মো. হায়দার রশিদ নামে ওই নিয়োগ পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে আসার কথা স্বীকার করেন।
পরে জালাল উদ্দিনের তথ্যের সূত্র ধরে ছদ্মবেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশসহ নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১টার দিকে চসিক মিউনসিপ্যাল স্কুল সংলগ্ন এলাকা থেকে আব্দুল কাদের রিমনকে গ্রেপ্তার করা হয়। রিমনের তথ্যমতে জাহাঙ্গীরসহ আরও কয়েকজন নিয়োগ পরীক্ষার প্রক্সি সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এই প্রতারক চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ইউপিডিএফ’র চিফ কালেক্টর আটক, বিদেশি পিস্তল, বুলেট, ম্যাগাজিন জব্দ