রাজশা
দেয়াল চাপায় শ্রমিক নিহত: রাজশাহীতে বাড়ির মালিক গ্রেপ্তার
রাজশাহী নগরীর ছোটবনগ্রাম বিমানচত্বর এলাকায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার এন্তাজ আলী একজন ফার্নিচার ব্যবসায়ী। তিনি তার পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ভেঙে নতুন ৭ তলা বিশিষ্ট বিল্ডিংয়ের কাজ করাচ্ছিলেন।
নিহত রিয়াজুল ইসলাম (৩৫) গোদাগাড়ী উপজেলার বলিয়া গ্রামের মাহাতাব আলীর ছেলে।
আরও পড়ুন: জুয়া খেলা অবস্থায় গোয়ালন্দে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১১
এ ব্যাপারে নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, নিহত নির্মাণ শ্রমিক রিয়াজুল ইসলামের মৃত্যুতে তার বাবা মাহাতাব আলী বাদী হয়ে মামলা দায়ের করলে বাড়ির মালিক এন্তাজ আলীকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: গাজীপুরে হেরোইন-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
গত শনিবার এন্তাজ আলীর বাড়িতে কাজ করা অবস্থায় কয়েকজন শ্রমিক পাকা দেয়াল চাপা পড়ে এবং একজন নিহত হন। এই ঘটনার পর পরই এন্তাজ আলী নিজেও গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি হয়। এই ঘটনার আহত চার শ্রমিকও রামেক হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
২ বছর আগে