মার্কিন সাংবাদিক
ইউক্রেনে রুশ হামলায় মার্কিন সাংবাদিক নিহত
ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর হামলায় এক মার্কিন ভিডিও সাংবাদিক নিহত এবং আরেক সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ অঞ্চলের পুলিশ।
নিহত ওই মার্কিন সাংবাদিকের নাম ব্রেন্ট রেনাড (৫০)।
রবিবার ইউক্রেনীয় পুলিশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, রুশ সেনারা রাজধানীর কাছে ইরপিনে ব্রেন্ট রেনাড ও আরেক সাংবাদিকের গাড়িতে গুলি চালায়। আহত সাংবাদিককে কিয়েভের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন: ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ বিমান হামলায় নিহত ৩৫
নিউইয়র্ক টাইমসের এক মুখপাত্র বলেছেন, ৫০ বছর বয়সী রেনাড একজন ‘প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা যিনি কয়েক বছর নিউইয়র্ক টাইমসে এ অবদান রেখেছেন। তবে মৃত্যুকালে তিনি সংবাদপত্রটির জন্য কাজ করছিলেন না।’
ইউক্রেনীয় পুলিশ বলছে, ‘অবশ্যই সাংবাদিকতা পেশা ঝুঁকিপূর্ণ। তা সত্ত্বেও মার্কিন নাগরিক ব্রেন্ট রেনাড তার জীবন দিয়ে হামলাকারীর প্রতারণা, নিষ্ঠুরতা ও নির্মমতা তুলে ধরার চেষ্টা করেছেন।’
এ বিষয়ে জিজ্ঞেস করা হলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সিবিএস নিউজকে বলেছেন, মার্কিন সরকার ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপ করবে যে এটি কীভাবে ঘটেছে এবং তারপরে ‘যথাযথ পরিণতি কার্যকর করবে’।
আরও পড়ুন: রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে ৮৫ শিশু নিহত: ইউক্রেন
২ বছর আগে