প্রাকৃতিক গ্যাস
রাশিয়ার তেল আমদানি ৯০ শতাংশ কমাতে একমত ইইউ
ইউক্রেন ইস্যুতে বিশ্ব প্রতিক্রিয়ার অংশ হিসাবে রাশিয়া থেকে প্রায় সমস্ত তেল আমদানি নিষিদ্ধ করার ইউরোপীয় ইউনিয়নের যুগান্তকারী সিদ্ধান্তটি অবশেষে কার্যকর হতে যাচ্ছে।
সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা রাশিয়ার তেল আমদানি আগামী ছয় মাসে প্রায় ৯০ শতাংশ কমাতে সম্মত হয়েছেন।
২৭টি দেশ ঐক্যমত্যে পৌঁছায় যে তারা তাদের ২৫ শতাংশ তেল এবং ৪০ শতাংশ প্রাকৃতিক গ্যাসের জন্য রাশিয়ার ওপর নির্ভর করবে না।
ইউরোপীয় রাষ্ট্রপ্রধানরা এই সিদ্ধান্তকে সন্ধিক্ষণ হিসাবে স্বাগত জানিয়েছেন।
আরও পড়ুন: পূর্ব ইউক্রেনের সর্বশেষ মুক্ত শহরে রুশ হামলা জোরদার
ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সমুদ্রপথে সরবরাহ করা সমস্ত রাশিয়ান তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে রাশিয়ান দ্রুজবা পাইপলাইন দ্বারা মধ্য ইউরোপের কিছু ল্যান্ডলকড দেশে তেল সরবরাহের জন্য একটি অস্থায়ী ছাড় রয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, তেল নিষেধাজ্ঞা রাশিয়ান অর্থনীতি ও যুদ্ধ পতনকে ত্বরান্বিত করবে।
পশ্চিমাদের বিরুদ্ধে জনসমর্থন জোগাড়ের চেষ্টারত মস্কো নিষেধাজ্ঞাগুলো রাশিয়াকে ধ্বংস করার জন্য বলে মন্তব্য করে আসছে।
আরও পড়ুন: ৩৪ ফরাসি কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া
২ বছর আগে
২৯৫০ মিলিয়ন ঘনফুট এলএনজিবাহী জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে
দুই হাজার ৯৫০ মিলিয়ন ঘনফুট তরল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাহী একটি কার্গো জাহাজ বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭টায় জাহাজটি বন্দরে আসে।
এদিকে চারদিন বিঘ্নের পর শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাসক্ষেত্র বৃহস্পতিবার সকাল থেকে পূর্ণ উৎপাদন শুরু করেছে। যার ফলে দেশের কিছু অংশের গ্যাস সংকটের অবসান ঘটতে পারে।
আরও পড়ুন: বিবিয়ানা গ্যাসক্ষেত্রে পুনরায় পূর্ণ উৎপাদন শুরু
২ বছর আগে
ঢাকা-তাসখন্দ এফওসি: দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা চুক্তি দ্রুত স্বাক্ষরের আহ্বান বাংলাদেশের
প্রস্তাবিত খসড়া চুক্তি ও সমঝোতা স্মারকগুলো দ্রুত স্বাক্ষরের জন্য উজবেকিস্তানকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
সোমবার উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে এ অনুরোধ জানানো হয়।
উভয় পক্ষ ঢাকা ও তাসখন্দের মধ্যে সরাসরি ফ্লাইট চালু, দ্বৈত কর পরিহার, অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা মওকুফ চুক্তি, কারিগরি ও শিক্ষা ক্ষেত্রে সফর বিনিময় নিয়েও আলোচনা করেন।
বাংলাদেশের পক্ষের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং উজবেক পক্ষের নেতৃত্বে ছিলেন উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ফুরকাত আহমেদোভিচ সিদিকভ।
আরও পড়ুন: বাংলাদেশকে এলএনজি সরবরাহ অব্যাহত রাখবে কাতার: পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ উজবেকিস্তানে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ভালো বিনিয়োগের সুযোগ সৃষ্টির জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে।
উজবেকিস্তানে ব্যবসা ও শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশের বিনিয়োগকারীরা উজবেকিস্তানে তাদের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে পারে বলে এফওসিতে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়।
উজবেকিস্তানের প্রাকৃতিক গ্যাস শিল্পের ক্ষেত্রে বিনিয়োগের জন্য দারুণ সহায়ক হতে পারে।
এসময় পররাষ্ট্র সচিব তাঁর প্রতিপক্ষকে বাংলাদেশের রাজধানী ঢাকায় উজবেকিস্তানের দূতাবাস স্থাপনের বিষয়েও অনুরোধ করেন।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে আরও জোরালো অংশীদারিত্ব চায় সুইজারল্যান্ড
বৈঠক শেষে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে ২০২২-২০২৩ বছরের ‘প্রোগ্রাম অব কোঅপারেশন’ স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব ও উজবেকিস্তানের পক্ষে উপ-পররাষ্ট্রমন্ত্রী এতে স্বাক্ষর করেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক শিকদার বদিরুজ্জামান, দূতাবাসের মিনিস্টার নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ যোবায়েদ হোসেন প্রমূখ।
উভয় পক্ষের সম্মতিতে পরবর্তী ফরেন অফিস কনসালটেশন এর বৈঠক ২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২ বছর আগে