ডিজিটাল পদ্ধতি
বিজিবিতে চাকরির সুযোগ: আবেদন করা যাবে ডিজিটাল পদ্ধতিতে
বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সীমান্তরক্ষী এই বাহিনীতে ডিজিটাল পদ্ধতিতে ১০০তম সিপাহী পদে আবেদন করতে পারবেন পুরুষ ও নারী প্রার্থীরা।
শুক্রবার(২০ জানুয়ারি) বিজিবি তাদের নিজস্ব ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীরা বিজিবিতে যোগদানের শর্ত পূরণ সাপেক্ষে আগামী ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, জেলা কোটা এবং প্রার্থীর অযোগ্যতার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: সোনালী ও জনতা ব্যাংকে ৪৬৮ চাকরির সুযোগ
তবে আবেদন প্রক্রিয়ার জন্য প্রার্থীকে ফি বাবদ পরিশোধ করতে হবে মাত্র ১০০ টাকা।
এছাড়া যারা খেলোয়াড় তারা আবেদন করলে পাবেন অগ্রাধিকার। সরকারি, আধা সরকারি বা বিশেষ বাহিনীর সদস্যদের সন্তানদের আবেদন করার শর্তাবলিও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি এবং আবেদন প্রক্রিয়ার খুঁটিনাটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন-
http://bgb.gov.bd/sites/default/files/files/bgb.portal.gov.bd/notification_circular/5bec9320_bd70_40f9_9679_01dcc5cf594e/2023-01-20-03-39-29ae1f2b3f9628bd0a9f7919da25855f.pdf
আরও পড়ুন: বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: ১৩৮৫ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে
১ বছর আগে
পিছিয়ে পড়া মানুষকে সহায়তা করবে নগদ ও ডানা ফিনটেক
দেশে পিছিয়ে পড়া মানুষদের ডিজিটাল পদ্ধতিতে এসএমই লোন ও সেবা দিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ও ডানা ফিনটেকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি ‘নগদ’এর প্রধান কার্যালয়ে ডানা ফিনটেকের কো-ফাউন্ডারে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গাজী ইয়ার মোহাম্মদ ও ‘নগদ’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
মঙ্গলবার নগদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির ফলে অংশীদারিত্বের ভিত্তিতে ‘নগদ’ ও ডানা ঋণদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এসএমই ডিজিটাল ঋণ প্রদানসহ গ্রাহকদের অন্যান্য আর্থিক সেবা দেয়া হবে।
আরও পড়ুন: ঢাকা, চট্টগ্রামের ‘নগদ’ পেমেন্টে ৭ শতাংশ ক্যাশব্যাক
এছাড়া এই চুক্তির মাধ্যমে সহজেই দেশের মাইক্রো ও এসএমই উদ্যোক্তা খাতে থাকা উদ্যোক্তারা ঋণদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সুবিধা নিতে পারবেন। বিশেষ করে এসএমই ডিজিটাল লোন, বাই নাউ পে লেটার (বিএনপিএল) ও আর্ন ওয়েজ প্রপোজিশনসহ এমন আরও অনেক সুবিধা, যা ‘নগদ’ ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই সেবাটি যেমন ‘নগদ’র পেমেন্ট ইকোসিসটেমকে প্রসারিত করবে, তেমনি ডানা ফাইন্যান্সের এমবেডেড ঋণ ব্যবস্থাকেও প্রসারিত করবে।
আরও পড়ুন: করোনাকালে ব্যবসা-বাণিজ্য সচল রাখতে নগদ টাকার প্রবাহ আবশ্যক
চুক্তিপত্রে স্বাক্ষর অনুষ্ঠানে নগদ এর চিফ সেলস অফিসার শিহাব উদ্দিন চৌধুরী ও ডানা ফিনটেকের কো-ফাউন্ডার এবং সিওও জিয়া হাসান সিদ্দিক উপস্থিত ছিলেন।
২ বছর আগে