কাতার চ্যারিটি
ভাসানচরে রোহিঙ্গাদের মাঝে কাতার চ্যারিটির গ্যাস সিলিন্ডার বিতরণ
ভাসানচরে ১৭ হাজার ৭৯৩ জন রোহিঙ্গা শরণার্থীর মাঝে সিলিন্ডার গ্যাস বিতরণ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি।
রবিবার (২৭আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম থেকে ভাসানচরের পথে ৩৭৯ রোহিঙ্গা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় (আরআরআরসি) এবং জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর তত্ত্বাবধায়নে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে সম্প্রতি এই সহায়তা দেয় সংস্থাটি।
এতে বলা হয়েছে, গত দুই বছর ধরে কাতার চ্যারিটি রোহিঙ্গা শরণার্থীদের বিভিন্ন সাহায্য করছে। জুলাই মাসে কক্সবাজারে ১ হাজার ৬৩ জন রোহিঙ্গা শরণার্থীকে চিকিৎসা সেবা দিয়েছে সংস্থাটি।
রোহিঙ্গা শরণার্থী নূর ফাতেমা বলেন, ‘আমরা নিয়মিত কাতার চ্যারিটি থেকে সহায়তা পাচ্ছি। যা আমাদের শরণার্থী জীবনে স্বস্তি এনে দিয়েছে।’
এখন পর্যন্ত মোট ২ লাখ ৩১ হাজার ৯৬৬ রোহিঙ্গা শরণার্থীকে বিভিন্ন ধরনের সেবা দিয়েছে বলে দাবি সংস্থাটির।
আরও পড়ুন: ভাসানচরের পথে আরও ৩৭৯ রোহিঙ্গা
চট্টগ্রাম থেকে ভাসানচরের পথে ৬১৩ রোহিঙ্গা
৬০১ দিন আগে
বাংলাদেশে আরও ৪টি এতিম ভবন নির্মাণ কাতার চ্যারিটি’র
দেশের তিন জেলায় সস্প্রতি আরও ৪টি এতিম ভবন উদ্বোধন করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি।
শনিবার সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর, মেহেরপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই চারটি ভবন নির্মাণ করা হয়েছে। প্রতিটি ভবনে রয়েছে শ্রেণীকক্ষ, আবাসন কক্ষ, শিক্ষকদের কক্ষ ও ডাইনিং রুমসহ নানা সুযোগ-সুবিধা।
স্থানীয় জনপ্রতিনিধিরা কাতার চ্যারিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান তার এলাকায় একটি এতিম ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, এতিম শিক্ষার্থীদের জন্য কাতার চ্যারিটির এটি একটি মানবিক উদ্যোগ। নানা সুযোগ-সুবিধা সম্বলিত মনোরম ভবনটি অসহায় এতিমদের পড়াশোনায় আরও বেশি উৎসাহ যোগাবে।
কাতার চ্যারিটি পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষাখাতের উন্নয়নে কাজ করছে। বাংলাদেশেও দীর্ঘদিন ধরে স্কুল ও মাদরাসার একাডেমিক ভবন নির্মাণ ছাড়াও এতিমদের আর্থিক সহায়তা দিচ্ছে সংস্থাটি। বর্তমানে বাংলাদেশের প্রায় সাড়ে ৩ হাজার এতিম শিশুকে স্পন্সর করছে কাতার চ্যারিটি। উচ্চ শিক্ষার জন্য এতিম ছাত্রদের জন্য রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও।
আরও পড়ুন: কাতার চ্যারিটির খাদ্য সহায়তা পেল ৫৭,৯৭০ জন
বাংলাদেশে কাতার চ্যারিটির নানাবিধ প্রকল্পে উপকার পেয়েছে ৩ লাখ মানুষ
কাতার চ্যারিটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উপকার পাচ্ছে ২২ হাজার উপকূলীয় জনগোষ্ঠী
৬৯৩ দিন আগে
বাংলাদেশে কাতার চ্যারিটির নানাবিধ প্রকল্পে উপকার পেয়েছে ৩ লাখ মানুষ
আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি ২০২২ সালে বাংলাদেশে ১৮০০ উন্নয়ন ও মানবিক সহায়তামূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। এতে উপকৃত হয়েছেন তিন লাখ ১০ হাজারেরও বেশি মানুষ।
সোমবার কাতার চ্যারিটির বাংলাদেশ অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কাতার চ্যারিটি গতবছর ওয়াটার এন্ড স্যানিটেশন খাতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে লবণাক্ততাপ্রবণ উপকূলীয় এলাকায় ৫৪২টি গভীর নলকূপ, সোলার চালিত ওয়াটার পাম্প এবং আরও প্রযুক্তির ওয়াটার পিউরিফায়ার প্রকল্প বাস্তবায়ন করেছে।
আরও পড়ুন: ইউসেপ বাংলাদেশের কোয়েস্ট-২ প্রকল্পের উদ্বোধন
শিক্ষা, স্বাস্থ্য, আবাসান ও আর্থিক স্বনির্ভরতামূলক খাতে বাস্তবায়ন করা হয়েছে ৫০ টি প্রকল্প। বছরব্যাপী জরুরি ত্রাণ, ইফতার, যাকাত ও কোরবানি প্রজেক্টে উপকৃত হয়েছে ৭০ হাজার দরিদ্র মানুষ।
এর বাইরে কাতার চ্যারিটি বাংলাদেশের তিন হাজার ২০০ এতিম শিশুকে দিচ্ছে নিয়মিত আর্থিক সহায়তা। কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীর জন্য অব্যাহত রয়েছে খাদ্য সহায়তাসহ নানা রিলিফ কার্যক্রম।
এছাড়া গতবছর কাতার চ্যারিটির সহায়তা পেয়েছে প্রায় দুই লাখ শরণার্থী।
ধর্মীয় ও সাংস্কৃতিক প্রোগ্রামের অংশ হিসেবে বিভিন্ন জেলায় গত বছর এই সংস্থাটি ১৮৫ টি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছে।
গত ২৮ বছর ধরে বাংলাদেশে কাতার চ্যারিটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণ: বীরত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য পুরস্কার পেল র্যাবের কুকুর
গুচ্ছ ভর্তিতে থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়: ইউজিসি
৭৬১ দিন আগে
কাতার চ্যারিটির সহায়তায় ৩১ শিশুর হার্ট অপারেশন
জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত ৩১ শিশুর অপারেশনে আর্থিক সহায়তা দিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি।
সম্প্রতি রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে অধ্যাপক ডা. নুরুন নাহার ফাতেমার নেতৃত্বে একটি টীম শিশুদের এই অপারেশন সফলভাবে সম্পন্ন করে।
এসব শিশুর অভিভাবকরা প্রয়োজনীয় অর্থের অভাবে সন্তানের চিকিৎসা করাতে পারছিলেন না। ল্যাবএইডের সংশ্লিষ্ট চিকিৎসকদের মাধ্যমে আর্থিক সহায়তার আবেদন পেয়ে কাতার চ্যারিটি সাড়া দেয় এবং চিকিৎসার সামগ্রিক ব্যয় বহন করে।
চিকিৎসক ও অভিভাবকরা কাতার চ্যারিটি থেকে আর্থিক সহায়তা পেয়ে দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
৩১ শিশুর অপরাশনে প্রায় ৪৫ লাখ টাকা ব্যয় হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কাতার চ্যারিটি বাংলাদেশ অফিস।
আরও পড়ুন: ‘মেকানিক্যাল হার্ট ইমপ্লান্টের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা’
১০৫৪ দিন আগে
গরীব ও বেকার ছাত্রদের জন্য ‘ড্রাইভিং ট্রেনিং প্রোগ্রাম’ চালু কাতার চ্যারিটির
কর্মসংস্থান তৈরি ও আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে গরীব ও বেকার ছাত্রদের জন্য ‘ড্রাইভিং ট্রেনিং প্রোগ্রাম’ চালু করেছে কাতার চ্যারিটি।
রাজধানী ধামরাইয়ে প্রাথমিকভাবে বিভিন্ন জেলার বেশ কিছু আগ্রহী ছাত্রকে নিয়ে দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ প্রোগ্রাম শুরু হয়েছে। টেনিং চলাকালীন ছাত্ররা থাকা ও খাওয়ার সুবিধাও পাবে।
কাতার চ্যারিটির প্রকল্প পরিচালক সোহেল আলম জানিয়েছেন, ইনকাম জেনারেটিং প্রজেক্টের অংশ হিসেবে কাতার চ্যারিটি এই ড্রাইভিং ট্রেনিং প্রোগ্রাম চালু করেছে। যাতে করে ছাত্ররা বেকার না থেকে সহসা উপার্জন করতে সক্ষম হয়।
তিনি জানান, ট্রেনিং প্রোগ্রাম শেষে কাতার চ্যারিটির অর্থায়নে প্রত্যেককে ড্রাইভিং লাইসেন্সও করে দেয়া হবে।
ইনকাম জেনারেটিং প্রজেক্টের আওতায় কাতার চ্যারিটি গত ৫ বছরে ১১৫টি প্রজেক্ট বাস্তবায়ন করেছে। এতে উপকৃত হয়েছে ৬০০ জন।
আরও পড়ুন: পাহাড়ের দুর্গম এলাকায় হেলিকপ্টারের সাহায্যে করোনার টিকা পৌঁছে দিল সেনাবাহিনী
৩৩৩-তে সাহায্য চেয়ে রিকশাভ্যান পেলেন হাটহাজারীর প্রদীপ
১১৩০ দিন আগে