জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত ৩১ শিশুর অপারেশনে আর্থিক সহায়তা দিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি।
সম্প্রতি রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে অধ্যাপক ডা. নুরুন নাহার ফাতেমার নেতৃত্বে একটি টীম শিশুদের এই অপারেশন সফলভাবে সম্পন্ন করে।
এসব শিশুর অভিভাবকরা প্রয়োজনীয় অর্থের অভাবে সন্তানের চিকিৎসা করাতে পারছিলেন না। ল্যাবএইডের সংশ্লিষ্ট চিকিৎসকদের মাধ্যমে আর্থিক সহায়তার আবেদন পেয়ে কাতার চ্যারিটি সাড়া দেয় এবং চিকিৎসার সামগ্রিক ব্যয় বহন করে।
চিকিৎসক ও অভিভাবকরা কাতার চ্যারিটি থেকে আর্থিক সহায়তা পেয়ে দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
৩১ শিশুর অপরাশনে প্রায় ৪৫ লাখ টাকা ব্যয় হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কাতার চ্যারিটি বাংলাদেশ অফিস।
আরও পড়ুন: ‘মেকানিক্যাল হার্ট ইমপ্লান্টের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা’