পাম তেল
সয়াবিন ও পাম তেলের দাম কমছে, কার্যকর বুধবার
দেশের ভোজ্যতেল পরিশোধনকারীরা তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়ায় বুধবার থেকে সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেলের দাম কিছুটা কমবে।
মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: ওএমএস-এর জন্য ২ কোটি ৯ লাখ লিটার তেল ও ৮ হাজার টন ডাল কেনা হবে
সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমে ১৭৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা কমে ১৫৯ টাকা হয়েছে।
বিভিওআরভিএমএ-এর মতে, সয়াবিন তেলের ৫ লিটার বোতলের দাম ৮৭৩ টাকা। যা আগের দাম থেকে ৪৩ টাকা কম।
পাম তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমে ১২৮ টাকা এবং বোতলজাত পাম তেলের দাম লিটার প্রতি ১২ টাকা কমে ১৪৮ টাকা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনার পর নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমলো
আমদানিকৃত ভোজ্যতেলের ওপর ৫% ভ্যাট কমানোর মেয়াদ বাড়ল ৩০ এপ্রিল পর্যন্ত
১ বছর আগে
পাম তেলের দাম লিটারে ৮ টাকা কমেছে, চিনির দাম কেজিতে বেড়েছে ৬ টাকা
বাণিজ্য মন্ত্রণালয় প্যাকেটজাত চিনির দাম কেজি প্রতি ৯৫ টাকা, খোলা চিনি ৯০ টাকা এবং পাম তেলের দাম প্রতি লিটার ১২৫ টাকা নির্ধারণ করেছে।
বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের (বিটিটিসি) সুপারিশ অনুযায়ী বৃহস্পতিবার মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
আজ পর্যন্ত খুচরা বাজারে পাম সুপার তেলের (বোতলবিহীন) দাম লিটার প্রতি ১৩৩ টাকা এবং প্যাকেটজাত চিনি ৮৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: সয়াবিন তেল: বাজারে দাম কমার কোন প্রভাব নেই
সে হিসেবে পাম তেলের দাম লিটারে ৮ টাকা কমেছে এবং চিনির দাম কেজিতে ৬ টাকা বেড়েছে।
মন্ত্রণালয়ের উদ্বেগের বিষয় বিটিটিসির সুপারিশ অনুযায়ী, মিলগেটে প্রতি লিটার পাম সুপার (বোতলবিহীন) তেল বিক্রি হবে ১২০ টাকায়, পরিবেশকরা বিক্রি করবে ১২২ টাকায় এবং খুচরা বা ভোক্তা পর্যায়ে বিক্রি হবে সর্বোচ্চ ১২৫ টাকায়।
প্রতি কেজি খোলা চিনি মিলগেটে ৮৫ টাকায়, পরিবেশক পর্যায়ে ৮৭ টাকায় এবং খুচরা পর্যায়ে ৯০ টাকায় কেনা যাবে। এবং পরিবেশকরা মিলগেটে ৯০ টাকায় প্যাকেটজাত চিনি কিনে ভোক্তা পর্যায়ে ৯৫ টাকায় বিক্রি করবেন।
আরও পড়ুন: সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমল
প্রতিকেজি পাম তেলের দাম ১২ টাকা ও চিনির দাম ৬ টাকা কমল
২ বছর আগে
প্রতিকেজি পাম তেলের দাম ১২ টাকা ও চিনির দাম ৬ টাকা কমল
বাণিজ্য মন্ত্রণালয় প্রতি প্যাকেট চিনির দাম কেজি প্রতি ৮৯ টাকা, খোলা চিনি ৮৪ টাকা এবং পাম তেলের দাম লিটারপ্রতি ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের (বিটিটিসি) সুপারিশ অনুযায়ী মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রণালয়ের উদ্বেগের বিষয় বিটিটিসির সুপারিশ অনুযায়ী, মিলগেটে প্রতি লিটার পাম সুপার (খোলা) তেল বিক্রি হবে ১২৮ টাকায়, পরিবেশকরা বিক্রি করবে ১৩০ টাকায় এবং খুচরা বা ভোক্তা পর্যায়ে তা বিক্রি করবে ১৩৩ টাকায়।
প্রতি কেজি খোলা চিনি মিলগেটে ৭৯ টাকায়, পরিবেশক পর্যায়ে ৮১ টাকায় এবং খুচরা পর্যায়ে ৮৪ টাকায় বিক্রি হবে।
আর পরিবেশকরা মিলগেটে ৮২ টাকায় প্যাকেটজাত চিনি কিনে ভোক্তাদের কাছে ৮৪ টাকায় বিক্রি করবেন।
আজ পর্যন্ত খুচরা বাজারে পাম সুপার অয়েলের (খোলা) দাম লিটারপ্রতি ১৪৫ টাকা এবং প্যাকেটজাত চিনি ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সে অনুযায়ী পাম তেলের দাম লিটারে ১২ টাকা এবং চিনির দাম কেজিতে ৬ টাকা কমেছে।
আরও পড়ুন: ভোজ্যতেলের দাম বাড়ানোর আগে বিটিটিসির প্রতিবেদন চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়
২ বছর আগে
খুলনায় সয়াবিন ও পাম তেল জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
খুলনার তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পাম তেল জব্দ করছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবরা সকাল সোয়া ১০টা থেকে অভিযান শুরু হয়ে চলে দুপুর সোয়া ১২টা পর্যন্ত।
আরও পড়ুন: নাটোরে ২ হাজার ৩৫৯ লিটার সয়াবিন তেল জব্দ
র্যাব ৬ এর পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মজুদ ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও এক লাখ ৭৩ হাজার ৬০৮ লিটার পাম ওয়েল জব্দ করা হয়েছে। পরে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২ বছর আগে
পাম তেলের দাম লিটারে ৩ টাকা কমেছে
লিটারে ৩ টাকা কমেছে পাম তেলের দাম। মঙ্গলবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিভিওআরভিএমএ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খোলা পাম তেলের দাম এখন প্রতি লিটার ১৩০ টাকা দামে বিক্রি হবে।
এর আগে রবিবার বাণিজ্য মন্ত্রণালয় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা কমায়।
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৬০ টাকা, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৭৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সয়াবিন তেল মজুত রাখায় ব্যবসায়ীর জরিমানা
ভোজ্যতেলের আমদানির ওপর ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি
শৈলকুপায় সয়াবিন তেল মজুদ রাখায় ২ জনের জরিমানা
২ বছর আগে
ভোজ্যতেলের আমদানির ওপর ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি
সয়াবিন ও পাম তেলের আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) ১০ শতাংশ কমিয়ে পাঁচ শতাংশ ধার্য করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
প্রজ্ঞাপনটি তাৎক্ষণিক কার্যকর হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।
আরও পড়ুন: ভোজ্যতেলের ওপর ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
এর আগে ১৪ মার্চ ভোজ্যতেলের উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
২ বছর আগে