গোল্ড
বেনাপোলে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ
যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্ত থেকে শুক্রবার পাঁচ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।
বিজিবি-২১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ জানান, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
আরও পড়ুন: শার্শায় ৮২ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ১
তানভীর আহমেদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং বিজিবি দল ব্যাগ থেকে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণে বার উদ্ধার করে।
২ বছর আগে
ওসমানী বিমানবন্দরে আবর্জনার ট্রলি থেকে ১০টি স্বর্ণবার উদ্ধার
সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ট্রলি থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।
বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ জানান, সকাল ৮টার দিকে কাতারের দোহা থেকে বিমানবন্দরে অবতরণকারী বিমানের একটি ফ্লাইট থেকে এক কেজি ১৬ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বন্যা: ৬ দিন পর সিলেট ওসমানী বিমানবন্দরে ফ্লাইট উঠা-নামা শুরু
তিনি বলেন, আমাদের কাছে খবর থাকায় আগে থেকে সতর্ক ছিল কাস্টমস। বিমানটি বিমানবন্দরে পৌঁছলে যাত্রীরা বের হওয়ার পরও স্বর্ণের খোঁজ মিলেনি। এক পর্যায়ে বিমানের আবর্জনার স্ক্যান করে একটি বক্সের ভেতরে ১০ পিস স্বর্ণের বার পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। তবে বিদেশ থেকে কারা চালানটি এনেছে, তা শনাক্ত করা যায়নি।
এ ব্যাপারে ফৌজদারি মামলা করা হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের এই কর্মকর্তা।
২ বছর আগে
কুষ্টিয়ায় ৫২ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ১
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৫২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পোড়াদহ রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ক্ষুদিরাম বিশ্বাস কুষ্টিয়ার খোকসা উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে পৌনে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে বাঁধা অবস্থায় ৫১ ভরি ১৩ আনার বেশি স্বর্ণ পাওয়া যায়। গ্রেপ্তার ক্ষুদিরাম বিশ্বাস পাংশা থেকে ট্রেনে করে পোড়াদহ রেল স্টেশনে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে আসছিলেন।
আরও পড়ুন: কর্ণফুলী গার্ডেন সিটিতে ৭০০ ভরি স্বর্ণ চুরি
ওসি জানান, স্বর্ণালংকারগুলোর মধ্যে চেইন, চুড়ি, কানের দুল রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
২ বছর আগে