ধর্মীয়
ধর্মীয় শিক্ষা ‘তুলে দেয়া হচ্ছে’সেটি সঠিক নয়: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের পাঠ্যক্রম থেকে ধর্মীয় শিক্ষা ‘তুলে দেয়া হচ্ছে’বলে যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে সেটি সঠিক নয়।
শনিবার জাতীয প্রেসক্লাবে এক অনুস্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন:ঘাতকরা আরেকটি ১৫ আগস্ট ঘটানোর চেষ্টা করছে: শিক্ষামন্ত্রী
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি বিশেষ মহল সরকার বিরোধী প্রচারণার অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে। আর তারা কোন কিছু খুঁজে পাচ্ছে না বলেই এখন নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ধর্মশিক্ষা বাদ দিয়ে দেয়া হয়েছে এটি একেবারে সত্য নয়। আমরা এরই মধ্যে নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার পরিধি আরও প্রসারিত করব এবং নতুন শিক্ষাক্রমের মাধ্যমে জ্ঞান-দক্ষতা ও মূল্যবোধ প্রসারিত করব।
এছাড়া সেখানে ধর্ম-নৈতিকতা ও মূল্যবোধ এগুলো অবিচ্ছেদ্য অংশ সেখানে ধর্মশিক্ষা বাদ দেয়ার প্রশ্নই আসে না।
আরও পড়ুন:শিক্ষার্থীরা আনন্দের মধ্যদিয়ে সক্রিয় শিখন পদ্ধতিতে লেখাপড়া শিখবে: শিক্ষামন্ত্রী
বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান সৃষ্টির জায়গা: শিক্ষামন্ত্রী
২ বছর আগে
আজ পবিত্র শবে বরাতের রাত
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার দিবাগত রাতে দেশে পালিত হবে সৌভাগ্য ও ক্ষমার রজনী পবিত্র শবে বরাত।
আরবি শব-ই-বরাত অর্থ ভাগ্য রজনী। আরবি শাবান মাসের ১৫ তম রজনীতে এটি পালিত হয়। মুসলিম ধর্মীয় বিশ্বাস অনুসারে, এ রাতে আল্লাহ তায়ালা তার সকল সৃষ্টির অতীত আমলের হিসাব নিয়ে আগামী বছরের জন্য তাদের ভাগ্য লিপিবদ্ধ করেন।
মুসলিম ধর্ম বিশ্বাসীরা আজকে সারা রাত নামাজ পড়েন, পবিত্র কোরআন তেলাওয়াত করেন, নিজের ও সমগ্র মানবজাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
তারা রাতের খাওয়ার জন্য বিভিন্ন ধরনের বিশেষ এবং ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার তৈরি করেন। যেমন- হাতে তৈরি রুটি, গরুর মাংস, হালুয়া ইত্যাদি।
পবিত্র শবেবরাতকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে বিস্ফোরক দ্রব্য বহন ও পটকা ফাটানোতে নিষেধাজ্ঞা জারি করেছে।
বুধবার ডিএমপির এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। শব-ই-বরাতের পবিত্রতা বজায় রাখতে এবং শান্তিপূর্ণভাবে পালন নিশ্চিত করতে শনিবার সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
আরও পড়ুন: পবিত্র শবে বরাত ১৮ মার্চ
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো এই পবিত্র দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে এবং সংবাদপত্রগুলো রাতের তাৎপর্য তুলে ধরে নিবন্ধ প্রকাশ করবে।
এদিকে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
তারা করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র শব- ই-বরাত পালন করার জন্য মুসলিম ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ তার বাণীতে বলেছেন, সর্বশক্তিমান আল্লাহর রহমত ও বরকতের পাশাপাশি আমরা শব-ই-বরাতের পবিত্র রাতে দেশের অগ্রগতি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের জন্য প্রার্থনা করব।
তিনি এ উপলক্ষে বিত্তবানদের এগিয়ে আসার এবং দুস্থ ও দরিদ্রদের সহায়তা করার আহ্বান জানান।
এসময় প্রধানমন্ত্রী শব-ই-বরাতের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সকলকে মানবকল্যাণ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী সকল প্রকার অন্যায়, সহিংসতা ও কুসংস্কার দূর করে ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় পর্যায়ে ইসলামের চেতনা প্রতিষ্ঠা করতে সকলের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: আজ পবিত্র শবে মিরাজ
পবিত্র শবে মেরাজ ২৮ ফেব্রুয়ারি
২ বছর আগে