প্রোটিয়া
প্রোটিয়া বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না আফগানিস্তান
বাংলাদেশকে হারিয়ে স্বপ্নের সেমিফাইনালে ওঠা আফগানিস্তানের সেমির যাত্রা শুরু হয়েছে দুঃস্বপ্নের মতো। দক্ষিণ আফ্রিকার বোলিং আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে আফগান ব্যাটিং লাইন-আপ।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। তবে প্রোটিয়া বোলিং তোপে মাত্র ৫৬ রানেই গুটিয়ে গেছে তাদের ইনিংস।
দলের হয়ে সর্বোচ্চ ১০ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। ব্যটারদের আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার পেসারদের ঝুলিতেই গেছে আফগানদের ৭টি উইকেট। এর মধ্যে ৩ ওভারে ১৬ রান দিয়ে মার্কো ইয়ানসেন নিয়েছেন সর্বোচ্চ তিনটি উইকেট। এছাড়া কাগিসো রাবাদা ও আনরিখ নর্টকিয়ার ঝুলিতে গেছে দুটি করে উইকেট। স্পিনার তাবরাইজ শামসি নিয়েছে বাকি তিনটি উইকেট।
ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ফাইনালে উঠতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ৫৭ রান।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে নাটকীয় জয়ে সেমিফাইনালে আফগানিস্তান
ম্যাচ শুরুর আগে এই মাঠের রেকর্ড বলছিল, টস জিতলে ব্যাটিং নেওয়ার মতো উইকেট এটি। ১৪০-১৫০ রান করতে পারলেই তা এই পিচের ভালো স্কোর হবে। বিশ্বকাপে এখানে ৫১ উইকেটের মধ্যে ৩৮টিই গেছে পেসারদের ঝুলিতে।
উইকেটের কথা অক্ষরে অক্ষরে মিলে গেলেও সম্ভব্য রানের বিষয়টি নতুন করে লিখল দক্ষিণ আফ্রিকা।
ইনিংস শুরু করতে নেমে প্রথম ওভারেই উইকেটের দেখা পান মার্কো ইয়ানসেন। ওভারের শেষ বলে চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা (৭৬, ৮০, ৬০ ও ৪৩) রহমানউল্লাহ গুরবাজ ফিরে যান রানের খাতা না খুলেই। আর চার রানের মাথায় প্রথম উইকেট হারায় আফগানিস্তান।
পরের ওভারে কেশব মহারাজ কায়দা করতে না পারলেও তৃতীয় ওভারে ফের উইকেটের দেখা পান ইয়ানসেন। এবার তার শিকার হন তৃতীয় ব্যটার গুলবাদিন নাইব।
চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই মেইডেন ওভারে জোড়া উইকেট তুলে নেন কাগিসো রাবাদা। প্রথম বলেই আফগানদের অপর ওপেনার ইব্রাহিম জাদরানকে বোল্ড করে সাজঘরে পাঠান তিনি। চতুর্থ বলে নতুন নামা মোহাম্মদ নবীকেও বোল্ড করেন রাবাদা। বেচারা নবী তার তিন বল মোকাবিলা করে রানের খাতাই খুলতে পারেননি।
এর ফলে চার ওভার শেষে ২০ রানে ৪ উইকেট হারায় আফগানিস্তান। তবে তাদের এই ধারা বহাল থাকে পরের ওভারেও। ইয়ানসেন নিজের তৃতীয় ওভার বোলিং করতে এসে ফের উইকেটের দেখা পান। পঞ্চম ওভারের শেষ বলে উইকেটের পেছনে নানগেলিয়া খারোতের ক্যাচ নেন ডি কক।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে কামিন্সের বিরল কীর্তি
মাঝে ষষ্ঠ ওভারটি বিরাম দিয়ে পরের ওভারে ফের উইকেট হারায় আফগানিস্তান। এবার নর্টকিয়ার প্রথম ওভারেই ক্যাচ হয়ে ফেরেন আজমতউল্লাহ ওমরজাই। দুটি চারের সাহায্যে ১২ বলে ১০ রান করেন তিনি। এর ফলে ৭ ওভার শেষে ২৯ রানে ৬ উইকেট হারায় আফগানিস্তান।
এরপর উইকেটে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করেন করিম জানাত ও রশিদ খান। দুটি ওভার ধরে খেলে সে ইঙ্গিতও দেন তারা।
তবে দশম ওভারে শামসির হাতে বল তুলে দেন আইডেন মার্করাম, আর অধিনায়কের আস্থার প্রতিদানও দেন তিনি। ওভারের তৃতীয় বলে জানাতকে এবং পঞ্চম বলে নতুন নামা নুর আহমাদকে লেগ বিফোরের ফাঁদে ফেলে জোড়া উইকেট নেন তিনি।
পরের ওভারে নর্টকিয়া রশিদ খানকে বোল্ড করেন। আর দ্বাদশ ওভারে শামসি ফেরান নাভিন-উল-হককে। ফলে ১১.৫ ওভারে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলা আফগানিস্তান।
৪ মাস আগে
প্রোটিয়া বোলিং তোপে কাঁপছে আফগানিস্তান
বাংলাদেশকে হারিয়ে স্বপ্নের সেমিফাইনালে ওঠা আফগানিস্তানের সেমির যাত্রা শুরু হয়েছে দুঃস্বপ্নের মতো। দক্ষিণ আফ্রিকার পেসারদের বোলিং আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে আফগান ব্যাটারদের টপ অর্ডার।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। তবে ইনিংসের শুরুতেই প্রোটিয়া বোলিং তোপের মুখে পড়ে আফগান ব্যাটাররা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৯.৩তম ওভারে ৫০ রানে ৭ উইকেট হারিয়েছে আফগানিস্তান।
অধিনায়ক রশিদ খান ৬ বলে ৮ এবং নুর আহমাদ শূন্য রানে অপরাজিত রয়েছেন।
৪ মাস আগে
প্রোটিয়া বোলিং তাণ্ডবে লন্ডভন্ড শ্রীলঙ্কা
পিচ বিশ্লেষকদের দাবি ছিল স্লো উইকেট। তবে গতির বাজিতে শ্রীলঙ্কার ব্যাটারদের মাত করেছেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। তাদের বোলিং আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন হাসারাঙ্গা অ্যান্ড কোং।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ও নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে প্রোটিয়া বোলিং তাণ্ডবে মাত্র ৭৭ রানেই অলআউট হয়ে গেছে তারা। ফলে ৭৮ রানের লক্ষ্য পেয়েছে দক্ষিণ আফ্রিকার।
এদিন দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের সামনে শ্রীলঙ্কার কোনো ব্যাটারই প্রতিরোধ গড়তে পারেননি।
ইনিংসের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। দক্ষিণ আফ্রিকার বোলারদের দানবীয় গতি সামলে রান বের করতে বেশ বেগ পেতে হচ্ছিল তাদের। এরই মধ্যে চতুর্থ ওভারে বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া অটনিয়েল বার্টম্যানের হাতে বল তুলে দেন মার্করাম। ক্যারিয়ারের প্রথম বলেই সাফ্যলের দেখা পান তিনি।
বার্টম্যানের প্রথম ডেলিভারিতে সজোরে ব্যাট চালিয়ে বল সীমানা ছাড়া করতে চেয়েছিলেন নিশাঙ্কা। তবে উপরের কানায় লেগে তা ডিপ থার্ড ম্যান অঞ্চলে চলে যায়। সেখান থেকে বলটি তালুবন্দি করেন ক্লাসেন। নিশাঙ্কা ৮ বল মোকাবিলা করে ৩ রান করে ফিরলে ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।
এরপর শ্রীলঙ্কার ব্যাটাররা উইকেটে কিছুক্ষণ থিতু হলেও অষ্টম ওভারের শেষ বলে নিজের প্রথম ওভারে সাফল্যের দেখা পান নর্টকিয়াও। প্যাডের দিকে আসা ডেলিভারিটি ঘুরিয়ে স্কয়ার অঞ্চল দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় রিজা হেনড্রিকসের হাতে ধরা পড়েন কামিন্দু মেন্ডিস।
আরও পড়ুন: যেসব ভেন্যুতে আয়োজিত হচ্ছে ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ
পরের ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে হাসারাঙ্গা ও সামারাবিক্রমাকে যথাক্রমে স্ট্যাম্পড ও বোল্ড করে শ্রীলঙ্কার টপ অর্ডার প্যাভিলিয়নে পাঠান কেশব মহারাজ। মাঝখানে এক ওভার গেলে দশম ওভারের শেষ বলে কুশল মেন্ডিসের উইকেট নেন ট্রিস্টান স্টাবস। দুই বল পরে আসালঙ্কাকে ফেরান নর্টকিয়া।
মাত্র ৪৫ রানে ছয় উইকেট হারিয়ে চোখে সর্ষের ফুল দেখা শুরু করেন লঙ্কান ব্যাটাররা। তবে আক্রমণের ধার কমাননি মার্করাম।
এরপর দলীয় ৬৮ রানে দাসুন শানাকা ও ৭০ রানে অ্যাঞ্জেলো ম্যাথিউস সাজঘরে ফিরলে ইনিংসের সমাপ্তি টানা ছিল সময়ের ব্যাপার মাত্র। পরে দুই ওভারে এক রান নেওয়ার পর আউট হন থিকশানাও। শেষ ওভারের প্রথম বলে নুয়ান তুশারা রান আউট হলে ৭৭ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।
দলের হয়ে কুশল মেন্ডিসের ১৯ রানের ইনিংসটিই ব্যক্তিগত সর্বোচ্চ। তিনি ছাড়া আর দুজন কেবল নিজেদের রান দুই অঙ্কে নিতে পেরেছেন।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন নর্টকিয়া। কেশব মহারাজ ও কাগিসো রাবাদা নিয়েছেন দুই করে উইকেট।
একইসঙ্গে অভিষিক্ত বার্টম্যানের কথা না বললেই নয়। প্রোটিয়াদের হয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের প্রথম বলেই উইকেট নেয়া এই বোলার চার ওভারে একটি মেইডেনসহ মাত্র ৯ রান খরচ করেছেন।
আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার
৫ মাস আগে
প্রোটিয়া ব্যাটার জুবায়ের হামজা ৯ মাসের জন্য নিষিদ্ধ
ডোপ টেস্টে পজেটিভ হওয়ায় দক্ষিণ আফ্রিকান ব্যাটার জুবায়ের হামজাকে আর্ন্তজাতিক ক্রিকেটের সব সংস্করণে ৯ মাসের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
মঙ্গলবার আইসিসি জানিয়েছে, ১৭ জানুয়ারি নমুনা জমা দেয়ার পর থেকে ২২ মার্চ পর্যন্ত হামজা যে কটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তার তথ্য পরিসংখ্যানে রাখা হবে না।
সেই সময় নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট তিনি ২৫ ও ৬ রান করেন।
আরও পড়ুন: প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রান মুশফিকের
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সংস্থা জানিয়েছে, হামজা তার অপরাধ স্বীকার করেছে।
২৬ বছর বয়সী হামজা দক্ষিণ আফ্রিকার হয়ে ছয়টি টেস্ট এবং একটি ওয়ানডে খেলেছেন। ২২ ডিসেম্বর শেষ হবে তার শাস্তির মেয়াদ।
আইসিসি ইন্টিগ্রিটি ইউনিটের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, সব আন্তর্জাতিক ক্রিকেটার প্রতিশ্রুতিবদ্ধ যে তারা তাদের শরীরে যা নিবে তার জন্য তারা দায়বদ্ধ থাকবে। কোন ওষুধ নেয়ার আগে নিশ্চিত হতে হবে যে সেখানে কোনো নিষিদ্ধ পদার্থ নেই।
আরও পড়ুন: তামিমের সেঞ্চুরির পর মুশফিক-লিটনের ফিফটিতে চাপে শ্রীলঙ্কা
২ বছর আগে
প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি রাব্বি এবং মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত পারফরম্যান্সে চড়ে প্রথম ম্যাচে ৩৮ রানে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ।
প্রথমে ওয়ানডেতে সাকিব, লিটন ও ইয়াসিরের ফিফটি এবং মেহেদি মিরাজের চার উইকেটে দুর্দান্ত জয়ের দেখা পায় বাংলাদেশ।
টস জিতে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, আমরা প্রথমে ব্যাট করব। আমরা আত্মবিশ্বাসী,আমাদের ভাল শুরু করতে হবে এবং ভালো স্কোর করতে হবে। এটি আমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ।
শেষ খবর পাওয় পর্যন্ত ৩৫ ওভার ১ বলে ৬ উ্ইকেট হারিয়ে ১৩০ রান করেছে বাংলাদেশ।
আরও পড়ুন: এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের ৩ স্বর্ণপদক
দ. আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
২ বছর আগে
প্রোটিয়াদের হারিয়ে দ. আফ্রিকায় ইতিহাস গড়ল বাংলাদেশ
প্রথম ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাটিতে ৩৮ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে দীর্ঘ ২০ বছর অপেক্ষার পর প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে ম্যাচে প্রথম জয়ের দেখা পেল টাইগাররা।
শুক্রবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথমে ব্যাট করতে নেমে সাকিব, লিটন ও ইয়াসিরের অর্ধশতকে ভর করে সাত উইকেটে ৩১৪ রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ।
আরও পড়ুন: বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর: টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা
বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৬৪ বলে ৭৭, ইয়াসির আলী ৪৪ বলে ৫০ এবং লিটন দাস ৬৭ বলে ৫০ রান তুলেন। এছাড়া তামিম ইকবাল ৪১ রান এবং মাহমুদউল্লাহ করেন ২৫ রান।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন কেশব মহারাজ ও মার্কো জ্যানসেন। এছাড়া কাগিসো রাবাদা নিয়েছেন একটি উইকেট।
টাইগারদের ৩১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুলের বোলিং তোপে ৪৮ ওভার ৫ বলে ২৭৬ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। আর এতেই ২০ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হলো বাংলাদেশের।
আরও পড়ুন: দ. আফ্রিকায় ইতিহাস পরিবর্তনে মুখিয়ে বাংলাদেশ: তামিম
স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেছেন রাসি ভ্যান ডের ডুসেন। এছাড়া ডেভিড মিলার ৭৯ রান এবং টেম্বা বাভুমা করেছেন ৩১ রান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন স্পিনার মেহেদী মিরাজ। এছাড়া তাসকিন তিনটি ও শরিফুল দুটি উইকেট নিয়েছেন।
২ বছর আগে
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর: টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং করছে টাইগাররা। শুক্রবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশ সময় বিকাল ৫টায় খেলাটি শুরু হয়। এর আগে স্বাগতিক দলের অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৮ রান করেছে। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক তামিম ইকবাল এবং লিটন কুমার দাস।
সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, প্রোটিয়াদের ঘরের মাটিতে তাদের বিপক্ষে ভালো খেলে ইতিহাস পরিবর্তনে মুখিয়ে রয়েছেন তারা।
আরও পড়ুন: দ. আফ্রিকায় ইতিহাস পরিবর্তনে মুখিয়ে বাংলাদেশ: তামিম
বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে তামিম বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমাদের সব সফরই কঠিন ছিল। আমরা সেই ভাগ্য পরিবর্তন করতে চাইছি এবং তা করার জন্য আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে এবং সাহসী হতে হবে।’
এই সিরিজের আগে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে ১৯ ম্যাচ খেললেও একটিতেও জয়ের দেখা পায়নি। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে চারটিতে জিতেছে টাইগাররা।
সিরিজের বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। দ্বিতীয়টি জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়াম এবং তৃতীয়টি সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২২ সরাসরি দেখুন অনলাইনে
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কাইল ভেরেইনা, ইয়ানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, আন্দিল ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি।
২ বছর আগে