ফরম্যাট
জিততে বাধ্য করছে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগ: সিমিওনে
নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে যে পরিবর্তন এসেছে, তাতে ক্লাবগুলোর জয়ের বিকল্প দেখছেন না আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো ‘চোলো’ সিমিওনে। এই আর্জেন্টাইন কোচের মতে, চ্যাম্পিয়ন্স লিগের এই ফরম্যাট ক্লাবগুলো জিততে বাধ্য করছে।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ সিভিতাস মেত্রোপলিতানোয় চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে জার্মান ক্লাব লাইপসিগকে আতিথ্য দেয় মাদ্রিদের দলটি। ম্যাচটিতে শুরুতে পিছিয়ে পড়েও হোসে মারিয়া হিমিনেসের শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ।
শিষ্যদের পারফরম্যান্সের ব্যাপারে ম্যাচশেষে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে চোলো বলেন, ‘ম্যাচটি ভালো ছিল, আমি সন্তুষ্ট। ম্যাচটিতে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা হলো, তাতে ফলাফল ড্র হলেও আমি অখুশি হতাম না। নতুন খেলোয়াড়দের নিয়ে সম্পূর্ণ ভিন্ন তরিকায় ম্যাচটি খেলেছি আমরা।’
‘ম্যাচে খেলোয়াড়রা দায়িত্ব অনুযায়ী কাজ সামলেছে, সঠিক সময়ে বলও নিয়ন্ত্রণে নিয়েছে, আর আমি এভাবেই পরিকল্পনা করেছিলাম। ম্যাচের ৮০ শতাংশই আমরা নিয়ন্ত্রণ করেছি।’
আরও পড়ুন: ভালো খেলার চেয়ে ম্যাচ জেতা বেশি গুরুত্বপূর্ণ: আনচেলত্তি
চলতি মৌসুম থেকে ইউরোপের সেরা টুর্নামেন্টের প্রাথমিক পর্যায়ের খেলায় পরিবর্তন এনেছে উয়েফা। গ্রুপপর্বের পরিবর্তে এখন থেকে ৩৬টি দল একে অপরের সঙ্গে লিগ খেলবে, যেখানে পয়েন্ট টেবিলের প্রথম আট দল সরাসরি নকআউট পর্বে জায়গা করে নেবে। পরের ১৬টি দল থেকে আট দল দুই লেগের প্লে-অফ খেলে নকআউটে যাবে এবং শেষের দলগুলো সরাসরি বাদ পড়বে।
ফলে সরাসরি নকআউটের টিকিট পেতে প্রতিটি ম্যাচ থেকেই যে পূর্ণ তিন পয়েন্ট পেতে চাইবে দলগুলো, তা-ই ঝরল সিমিওনের কণ্ঠে।
‘এই (নতুন) ফরম্যাট আমাদের জিততে বাধ্য করছে। আপনি যদি ড্রও করেন, সে ক্ষেত্রেও (প্রতিপক্ষ দলগুলোর চেয়ে) পিছিয়ে পড়তে পারেন। ফলে প্রত্যেক ম্যাচেই জয় পেতে প্রতিটি দলকে মরিয়া হয়ে খেলতে হবে।’
আরও পড়ুন: শুরুতেই লাল কার্ড, হেরে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার
ঘরোয়া ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে চলতি মৌসুমে এখনও অপরাজিত আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় পঞ্চম রাউন্ডের খেলা শেষে তিনটি জয় ও দুটি ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। গতরাতে লাইপসিগকে হারিয়ে চলতি মৌসুমে অপরাজেয় যাত্রা অব্যহত রেখেছে সিমিওনের শিষ্যরা।
চ্যাম্পিয়ন্স লিগে তাদের পরবর্তী ম্যাচ আগামী ২ অক্টোবর। বাংলাদেশ সময় রাত ১টায় পর্তুগিজ ক্লাব বেনফিকার মাঠে খেলতে যাবে আতলেতিকো মাদ্রিদ। ২২, ২৬ ও ২৯ সেপ্টেম্বর লা লিগায় যথাক্রমে রায়ো ভায়েকানো, সেল্তা ভিগো ও নগর প্রদিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা।
২ মাস আগে
টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ আগস্টে
প্রায় চার বছর পর আগামী আগস্ট মাসে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর ‘এশিয়া কাপ-২০২২’ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের শেষ আসরে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।
সাধারণত ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের কোনো একটিতে প্রতি দুই বছর পরপর আয়োজিত হয় এই টুর্নামেন্ট। সবশেষ এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর বসেছিল গত ২০১৮ সালে। এরপর ২০২০ সালে এ টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও করোনা মহামারির কারণে তা স্থগিত হয়। ২০২০ আসরের আয়োজক হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার। তবে করোনার কারণে দুইবার খেলার সূচি পরিবর্তিত হয়।
আরও পড়ুন: প্রোটিয়াদের হারিয়ে দ. আফ্রিকায় ইতিহাস গড়ল বাংলাদেশ
চলতি বছর সূচি অনুসারেই আরও একটি এশিয়া কাপ আয়োজনের কথা। তবে চলতি বছরের আসরের কারণে তা পিছিয়ে ২০২৩ সালে নিয়ে যাওয়া হয়েছে। চলতি বছরের আসরের আয়োজক ছিল পাকিস্তান, টুর্নামেন্ট পিছিয়ে গেলেও আগামী বছর অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তানই থাকছে বলে নিশ্চিত করেছে এসিসি।
এবারের আসরে এশিয়ার পাঁচ দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান খেলবে এই টুর্নামেন্টে। এর বাইরে আরও একটি দল আসবে এবারের আসরে। সেজন্যে সেই দলটিকে পেরোতে হবে একটি বাছাইপর্ব, যা শুরু হবে আগামী ২০ আগস্ট।
এসিসি নিশ্চিত করেছে যে এবারের এশিয়া কাপ ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এসিসির কার্যনির্বাহী কমিটি বর্তমান সভাপতি জয় শাহের মেয়াদ এক বছর বাড়িয়ে ২০২৪ সাল পর্যন্ত করেছে।
২০২১ সালের প্রথম দিকে বাংলাদেশের নাজমুল হাসানের কাছ থেকে এসিসি প্রধানের দায়িত্ব নেন জয় শাহ।
কমিটি কাতারকে সহযোগী মর্যাদা থেকে দুদকের পূর্ণ সদস্য পদে উন্নীত করেছে।
আরও পড়ুন: নারী বিশ্বকাপ: আশা জাগিয়ে হেরে গেল বাংলাদেশ
অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না: নিগার সুলতানা
২ বছর আগে