ভারতীয় রুপি উদ্ধার
নাটোরে রুপা ও ভারতীয় রুপি উদ্ধার, আটক ২
নাটোরের গুরুদাসপুরে একটি প্রাইভেট কার থেকে ১ লাখ ৭০ হাজার ভারতীয় রুপি ও ২৫ কেজি রুপা উদ্ধার করা হয়েছে। এই সময় দুজনকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার রাতে উপজেলার কাছিকাটা টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের মকলেছুর রহমান ও গাইবান্ধার নাজমুল হক।
আরও পড়ুন: জঙ্গি সন্দেহে খুলনায় আটক ১১
নাটোর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মতিয়ার রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শনিবার রাতে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ভারতীয় রুপি ও রুপা উদ্ধার করা হয়। পরে মকলেছুর রহমান ও নাজমুল হক নামের দুজনকে সেখান থেকে আটক করা হয়।
আরও পড়ুন: সাবেক স্বামীকে পিটিয়ে হত্যা, স্ত্রী ও তার বর্তমান স্বামী আটক
তাদেরকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
আটক ব্যক্তিরা মুদ্রাসহ মূল্যবান সামগ্রী পাচারকারী চক্রের সদস্য বলে দাবি করেন তিনি।
২ বছর আগে