নারী বিশ্বকাপ
নারী বিশ্বকাপ বাছাইপর্বের জন্য প্রস্তুত বাঘিনীরা
পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। তাতে অংশ নিচ্ছেন বাংলাদেশের বাঘিনীরাও। ৯ থেকে ১৯ এপ্রিল ছয় দল নিয়ে হবে বাছাইপর্বের এই লড়াই।
লাহোরের দুই ভেন্যু গাদ্দাফি স্টেডিয়াম ও লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে হবে মোট ১৫টি ম্যাচ। খেলবে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড।
এখান থেকে শীর্ষ দুই দল পেয়ে যাবে ভারতের টিকিট, খেলবে বিশ্বকাপের মূল পর্বে।
আরও পড়ুন: ফিক্সিংকাণ্ডে ৫ বছর নিষিদ্ধ বাংলাদেশের সোহেলী
১০ এপ্রিল প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবেন নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলার বাঘিনীরা। চলতি বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়ার পর বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা হারিয়ে ফেলে। তাই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে বাছাইপর্ব জিততেই হবে।
বাংলাদেশের মূল দুই প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তান। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেই সরাসরি বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গেছে নিগারদের। বাছাইয়ের ফেভারিট ক্যারিবীয়ানরাই।
পাকিস্তানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশে জয়-হার সমান সাতটি করে (একটি টাই)। এছাড়া আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডও চ্যালেঞ্জ জানাতে পারে। এমনকি বাছাইয়ের অন্য দল থাইল্যান্ডও অঘটন ঘটিয়ে দিতে পারে।
১ দিন আগে
নারী বিশ্বকাপ: ভারতের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের
চলমান আইসিসি নারী বিশ্বকাপে মঙ্গলবার হ্যামিল্টনের সেডন পার্কে ভারতের কাছে ১১০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সাত উইকেটে ২২৯ রান সংগ্রহ করে ভারত।
তাদের পক্ষে ইয়াস্তিকা ভাটিয়া ৮০ বলে দুটি চারের সাহায্যে ফিফটি করে সর্বোচ্চ রান করেন।এছাড়া শেফালি ভার্মা ৪২ এবং স্মৃতি মান্ধানা ও পূজা ভাস্ত্রকার ৩০ রান করেন।
বাংলাদেশের পক্ষে রিতু মনি ৭৪ রানে তিন উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: দেশের স্বার্থে আইপিএলের ডাক উপেক্ষা তাসকিনের
জবাবে ৫০ রান সংগ্রহের আগেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সালমা খাতুন ৩২ রান করেন যা এই ম্যাচে বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এছাড়া লতা মন্ডল ২৪ ও মুর্শিদা খাতুন ১৯ রান করেন।
ভারতের হয়ে স্নেহ রানা ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ভারতের পক্ষে চারটি উইকেট তুলে নেন এবং ঝুলন গোস্বামী এবং পূজা ভাস্ত্রকার দুটি করে উইকেট নেন।
বাংলাদেশ এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে এবং পাকিস্তানের বিপক্ষে মাত্র একটিতে জিতেছে। যেটা বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়।
বিশ্বকাপে পরের দুই ম্যাচে যথাক্রমে ২৫ ও ২৭ মার্চ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন: পারিবারিক সমস্যা সত্ত্বেও দ. আফ্রিকায় খেলা চালিয়ে যাবেন সাকিব
১১১২ দিন আগে