বৈদ্যুতিক ফাঁদ
নিজেদের পাতানো বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দম্পতির
শরীয়তপুরের জাজিরায় বন্যপ্রাণী সজারুর থেকে নিজেদের ভুট্টাখেত বাঁচাতে নিজেদের পাতানো বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারিয়েছে এক দম্পতি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই গ্রামের ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)।
স্থানীয়রা জানান, আজ (শনিবার) সকালে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করেই ইদ্রিস ও তার স্ত্রী জমিতে প্রবেশ করেন।
আরও পড়ুন: সিলেট-তামাবিল সড়কে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
এ সময় অসাবধানতাবশত ইদ্রিস বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে গেলে স্বামীকে বাঁচাতে গিয়ে শেফালীও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, ‘লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
২৭ দিন আগে
শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে সিরাজগঞ্জে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মুরগি বাঁচাতে খামারে শিয়াল মারতে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার ভোরে উপজেলার তালম শিবপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতি (৭) ওই গ্রামের জিল্লুর রহমানের মেয়ে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, তালম শিবপাড়া গ্রামের আবু তালেব তার ব্রয়লার মুরগির খামারে শিয়ালের উপদ্রব থেকে মুরগি বাঁচাতে খামারের চারপাশে জিআই তার পেঁচিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিল। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে শিশু জান্নাতি ওই খামারের পাশে আম কুড়োতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, কোন অভিযোগ না থাকায় ওই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তাড়াশ থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
আরও পড়ুন: আলমডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় ২৮ মাসে ১৬৭৪ শিশুর মৃত্যু
১০২৭ দিন আগে
নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নাটোর সদর উপজেলায় বুধবার সকালে ভাইয়ের দেয়া বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে ৫০ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত নজরুল ইসলাম উপজেলার কালিকাপুর আমহাটি গ্রামের বাসিন্দা।
নাটোর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, বড় ভাই আনোয়ার হোসেন তার বাড়ির পাশের ধানের জমিতে ইঁদুর নিধনের জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখে। সকালে ছোট ভাই নজরুল ওই জমিতে গেলে বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা।
পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বাড্ডায় ঘুমন্ত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
১০৯৫ দিন আগে