শরীয়তপুরের জাজিরায় বন্যপ্রাণী সজারুর থেকে নিজেদের ভুট্টাখেত বাঁচাতে নিজেদের পাতানো বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারিয়েছে এক দম্পতি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই গ্রামের ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)।
স্থানীয়রা জানান, আজ (শনিবার) সকালে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করেই ইদ্রিস ও তার স্ত্রী জমিতে প্রবেশ করেন।
আরও পড়ুন: সিলেট-তামাবিল সড়কে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
এ সময় অসাবধানতাবশত ইদ্রিস বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে গেলে স্বামীকে বাঁচাতে গিয়ে শেফালীও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, ‘লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’