লক্ষ্মীপুরের রামগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও মেয়েকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ নোয়াখালীর সিপিসি ক্যাম্পের ১১ লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তার জামাল উদ্দিন ও তার স্ত্রী রওশন আরা বেগমের মধ্যে বিয়ের শুরু থেকেই পারিবারিক কলহ চলছিল।
জামাল ঢাকার রায়েরবাগ এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। গত ১৫ এপ্রিল বিরোধের জের ধরে রওশনকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: ফেনীতে ভাইকে হত্যা: ৩০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
একপর্যায়ে তিনি তার এক বছরের মেয়েকেও ঘুমন্ত অবস্থায় বালিশ দিয়ে মেরে ফেলেন বলে জানিয়েছে র্যাব।
হত্যাকাণ্ডের পর জামাল একটি পিকআপে লাশগুলো আলমারিতে ভরে নোয়াখালীর উদ্দেশে ঢাকা ত্যাগ করে। একপর্যায়ে নোয়াখালীর রামগঞ্জের একটি খালে লাশগুলো ফেলে দেন।
১৯ এপ্রিল, পুলিশ রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের পাশে খালের হনুবাইশ সেতুর নীচে এক বছরের এক কিশোরীর এবং পাশের আলিপুর এসপি বাড়ির সামনে সেতুর নীচে এক মহিলার গলিত লাশ দেখতে পায়। ওইদিন রাতেই রামগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে পুলিশ।
পারিবারিক কলহের জের ধরে হত্যার কথা স্বীকার করেছেন জামাল। সে একাই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছে র্যাব।
আরও পড়ুন: চট্টগ্রামে মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, গ্রেপ্তার ২