সিটি
কুমিল্লা সিটি মেয়রের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: নেপালে ভূমিকম্পে হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
বুধবার (১৩ ডিসেম্বর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় শেখ হাসিনা বলেন, আরফানুল হক তার কর্মের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
আরও পড়ুন: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. আব্দুল মালিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
১ বছর আগে
সিলেট সিটির মেয়র হলেন আ.লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী
সিলেটের নতুন নগর পিতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। ৬৭ হাজারের বেশী ভোটের ব্যবধানে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে পরাজিত করেছেন তিনি।
সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদির।
বুধবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় ১৯০টি কেন্দ্রের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
নৌকা প্রতীকের আনোয়ারুজ্জামান চৌধুরী ভোট পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬১৪ ভোট। আর তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৩২১ ভোট। ৬৮ হাজার ২৯৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আনোয়ারুজ্জামান।
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী এবারই প্রথম নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করেন। আর পেশায় ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুল মহানগর জাতীয় পার্টির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। তিনি এর আগে কাউন্সিলর পদে নির্বাচন করলেও মেয়র পদে এবারই প্রথম নির্বাচন তার।
এবার মেয়র পদে ৮ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭২ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) ১ হাজার ৩৬৪টি।
আরও পড়ুন: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সিলেটের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান
এই নির্বাচন বর্জন করেছে বিএনপিসহ তাদের সমমনা ও বামদলগুলো। ফলে নির্বাচনে অংশ নেননি বিএনপি নেতা ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। আর করোনায় প্রয়াত হয়েছেন সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।
এর আগে বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের ৪২টি ওয়ার্ডে এই সিটিতে এবার পঞ্চমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়।
এবার মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০, নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন এবং ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
এবার সিলেট সিটিতে মেয়র পদে ৮ জন, ৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭৩ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
আরও পড়ুন: সিলেট সিটি নির্বাচন: শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে
নির্বাচনের মেয়র প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র মো. আব্দুল হানিফ, মো. ছালাহ উদ্দিন রিমন, মো. শাহ জাহান মিয়া এবং মোশতাক আহমেদ রউফ মোস্তফা।
শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে মোট ২ হাজার ৬শ’ পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: সিলেট সিটি নির্বাচন: কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ মেয়র প্রার্থী বাবুলের
১ বছর আগে
‘স্থূলতা বৈষম্য’ নিষিদ্ধ করে নিউইয়র্ক সিটিতে বিল পাস
কর্মক্ষেত্র, বাসস্থান বা জন পরিষেবার ক্ষেত্রে স্থূলতার কারণে বৈষম্যকে নিষিদ্ধ করে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কাউন্সিল।
বৃহস্পতিবার (১১ মে) একটি বিলের অধীনে এটি পাস করা হয়।
এই বিলটি জাতি,লিঙ্গ বিভাজন, লিঙ্গ পরিচয় ও জাতীয়তার মতো সুরক্ষিত বলে বিবেচিত হবে এবং অধিবাসীদের শনাক্তকরণ তালিকায় ওজন ও উচ্চতার তথ্য সংযোজনের জন্য থাকা পূববর্তী আইনটি সংশোধন করবে।
আরও পড়ুন: নিউইয়র্কে পদ্মা সেতুর আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন প্রধানমন্ত্রীর
আইনটির পৃষ্ঠপোষক কাউন্সিলের সদস্য শন আব্রেউ বলেছেন, ‘ভিন্ন ধরনের শারীরিক গঠনের লোকদের কেবল তাদের প্রাপ্য চাকরি ও পদোন্নতি থেকেই বঞ্চিত করা হয় না, বরং তাদের পুরো অস্তিত্বকেও সমাজ অস্বীকার করে। আর তাই এ ধরনের ভ্রান্ত ধারণার জন্য কোনও আইনি প্রতিকার ছিলোনা।’
তিনি বলেন, এ ধরনের সুরক্ষা দেয় এরকম শহরের তালিকায় নতুন করে নিউইয়র্ক যুক্ত হচ্ছে। মিশিগান হলো একমাত্র রাজ্য যেখানে স্পষ্টভাবে স্থূলতা বৈষম্যকে নিষিদ্ধে একটি আইন আছে এবং ওয়াশিংটনের একটি আদালত রায় দিয়েছে যে স্থূলতা বৈষম্যকে প্রতিবন্ধী কর্মচারীদের জন্য থাকা আইনের অধীনে বিবেচনা করা হবে। দেশের আরও কয়েকটি রাজ্য এই বিষয়ে আইন প্রবর্তনের কথা ভাবছে।
নিউইয়র্ক সিটি বিলটিতে উদাহরণ হিসেবে এমন চাকরির কথা বলা হয়েছে, যেগুলোতে তাদের নির্ধারিত উচ্চতা বা ওজন থাকা চাকরির অন্যতম শর্ত হিসেবে বিবেচনা করা হয়।
এর আগে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেছিলেন, স্থূলতার ওপর ভিত্তি করে মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা উচিত নয়।
তবে মন্তব্য চেয়ে তার অফিসে পাঠানো একটি ইমেইলের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: নির্বাচন সুষ্ঠু হবে, বিএনপির উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: নিউইয়র্কে প্রধানমন্ত্রী
নিউইয়র্কে জয়শঙ্কর আয়োজিত নৈশভোজে পররাষ্ট্রমন্ত্রী
১ বছর আগে
রাজধানীতে নতুন ২ রুটে নগর পরিবহনের বাস চালু
যানজট নিরসনে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় ২২ ও ২৬ নম্বর যাত্রাপথে ‘ঢাকা নগর পরিবহন’- বাস সেবা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মোহাম্মদপুরে এই বাস সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এই কার্যক্রমের আওতায় ২২ নম্বর রুট (ঘাটার চর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার) ও ২৬ নম্বর রুট (ঘাটার চর থেকে কদমতলী) পর্যন্ত ৫০টি বাস চলাচল করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন,‘পরিবহনের ও রাস্তার শৃঙ্খলা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। সিটি করপোরেশনের বাস রুট রেশনালাইজেশনের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমাদের স্বার্থে এই উদ্যোগকে সফল করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমরা পরীক্ষামূলকভাবে (২১ নম্বর যাত্রাপথে) শুরু করেছিলাম। আমাদের কাছে সবচেয়ে প্রতিকূলতা ছিল যে, কি ধরনের বাস আমরা দিবো।’
তিনি বলেন, ‘আমরা সে সময় ১৯’সালের যে বাসগুলো ছিল, সেই বাসগুলো দিয়ে শুরু করেছিলাম। কিন্তু এবার ঢাকাবাসির প্রত্যাশা পূরণকল্পে আমরা একদম নতুন নির্মিত ৫০টি বাস দিয়ে ২২ নম্বর যাত্রাপথ শুরু করছি। এখান থেকে পিছনে যাওয়ার আর সুযোগ নেই। এখন থেকে নতুন বাসই ঢাকা শহরে নামবে। কোনও পুরাতন বাস নামার আর সুযোগ থাকবে না। এখন থেকে ২০২২, ভবিষ্যতে ২০২৩; যখনই আমরা একেকটি যাত্রাপথ শুরু করব, আমরা নতুন বাস দিয়েই সেই যাত্রাপথ শুরু করব।’
নগর পরিবহনে সেবার মান ধীরে ধীরে আরও বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে চলেছেন উল্লেখ করে ডিএসসিসি ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমাদেরকে এই তিনটি যাত্রাপথ শুরু করতে অনেক প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে। আমরা আশাবাদী, আমাদের পরীক্ষামূলক ২১ নম্বর যাত্রাপথ থেকে যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে, সেটার মাধ্যমে আমরা এবার দুটো যাত্রাপথ শুরু করলাম। আগামী নভেম্বরে ২৩ নম্বর যাত্রাপথ আমরা শুরু করতে পারবো। পরবর্তীতে ধাপে ধাপে আমরা ঢাকা শহরের সকল যাত্রাপথে এই নতুন বাস দিয়ে ঢাকা নগর পরিবহনকে একটি সুশৃঙ্খল গণপরিবহন পরিণত করব।’
নগর পরিবহনের মাধ্যমে যাত্রীসেবার উৎকর্ষতা বৃদ্ধি করা হবে জানিয়ে মেয়র তাপস বলেন, ‘আজকে আমরা আরও দুটি যাত্রাপথ শুরু করছি। একটি যাত্রাপথ ২৬ নম্বর যাত্রাপথ। এই যাত্রাপথের সকল বাস সেবা বিআরটিসি দিচ্ছে। আরেকটি যাত্রাপথ ২২ নম্বর যাত্রাপথ। এই যাত্রাপথে সম্পূর্ণভাবে বেসরকারিভাবে একটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। আপনারা দেখবেন, যে বাসগুলো এখন নামানো হচ্ছে সেই বাসগুলোর আসন অনেক মানসম্পন্ন। সুতরাং যাত্রীসেবার যে উৎকর্ষতা, সেই উৎকর্ষতা নগর পরিবহনের মাধ্যমে ঢাকাবাসী পাবে।’
পরীক্ষামূলক যাত্রাপথে সেবা গ্রহণ করায় ঢাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে মেয়র তাপস বলেন, ‘যে কোন শহরেরই গণপরিবহন ব্যবস্থা যতটা সুশৃঙ্খল হবে, যতটা কার্যকর হবে, যতটা বাস্তবসম্মত হবে; ততটাই সেই শহরটা বাসযোগ্য হবে। আমি অত্যন্ত আনন্দিত যে, গত বছর ২৬ শে ডিসেম্বর আমরা ঢাকা নগর পরিবহনের প্রথম পরীক্ষামূলক যাত্রাপথ শুরু করতে পেরেছি। ঢাকাবাসী এ ঢাকা নগর পরিবহনকে অত্যন্ত প্রশংসা করেছেন ও সমাদৃত করেছেন এবং তারা সেই নগর পরিবহনের সেবা গ্রহণ করেছেন। আমি ঢাকাবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘রুটপারমিট বিহীন কোনো গাড়ি চলতে দেয়া হবে না। এক রাস্তার গাড়ি আরেক রাস্তায় চলতে পারবে না।’
নিয়মিত সমন্বিত অভিযানের মাধ্যমে তদারকি করতে হবে উল্লেখ করে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সাধারণ যাত্রীদের কথা চিন্তা করে আমাদের কঠোর হতে হবে। এই নগরীকে বাসযোগ্য নগরী করে সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে হবে।’
মেয়র মো. আতিকুল ইসলাম আরও বলেন, ‘এই বাস রুট ফ্রাঞ্চাইজে যারা আসবেন তারা লাভবান হবেন। এই রুটগুলোতে অন্য বাস চলতে দেয়া যাবে না, এজন্য বিআরটিএ এবং ডিএমপির সহযোগিতা প্রয়োজন।’
অনুষ্ঠান শেষে অতিথিরা বেলুন উড়িয়ে নতুন বাস সেবা চালুর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
পরে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির মেয়র নগর পরিবহনের নতুন বাসে চড়ে শুক্রাবাদ যাত্রী ছাউনি যান এবং সেখানে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রী ছাউনির উদ্বোধন করেন।
উল্লেখ্য, ঢাকার দুই সিটির রুট র্যাশনালাইজেশন প্রকল্পের আওতায় গত ডিসেম্বরে ঢাকা নগর পরিবহন পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল।
২ বছর আগে
রাজশাহী শহরে চালু হলো সিটি সার্ভিস
হঠাৎ অটোরিকশা বন্ধ করে জনগণকে জিম্মি করে ভাড়া আদায় করা হচ্ছে। এই নৈরাজ্য থেকে মুক্তি পেতে অবশেষে সোমবার সকাল থেকে রাজশাহী নগরীতে নামানো হয়েছে ইন্টার সিটিবাস। অল্পপরিসরে সাধারণ যাত্রী এসব বাসে করে বিভিন্ন গন্তব্যে পৌঁছাচ্ছে।
ভাড়া বৃদ্ধির দাবিতে রবিবার সকাল থেকে রাজশাহী মহানগরীতে হঠাৎ করে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছে চালক-মালিকদের একাংশ। ফলে চরম ভোগান্তিতে পড়েছে শহরের বাসিন্দা ও শিক্ষার্থীসহ লাখো মানুষ।
আরও পড়ুন: রাজশাহীতে শিয়ালের কামড়ে ১৮ কৃষক আহত
এই সুযোগে কিছু অটোচালক ও চার্জার চালিত রিকশা চালকদের বিরুদ্ধে বেশি ভাড়া আদায় করে নেয়ার অভিযোগ উঠে। এ নিয়ে দিনভর নগরীতে বিভিন্ন জায়গায় হট্টগোলও দেখা দেয়।
রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বলেন, গত দুদিন থেকে অটোরিকশা চালক-মালিকরা চলাচল বন্ধ করে দিলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা বিপদে পড়ে। এছাড়াও অটোচালকদের জিম্মিদশা থেকে জনগণকে উদ্ধার করতে নগরীর বিভিন্ন পয়েন্টে প্রাথমিক অবস্থায় ৩০টি বাস চলাচল করছে। সোমবার বিকাল থেকে নিয়মিত যাতায়াত শুরু করেছে।
রাসিক মেয়রের সঙ্গে আলোচনা করে সিটিং সার্ভিস বাস নামানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত নিজেদের উদ্যোগে এই সার্ভিস চালু করা হচ্ছে পরবর্তিতে এসব চিন্তা ভাবনা করা হবে বলে জানান।
ভাড়া আদায় ও শিক্ষার্থীদের জন্য কোন ছাড় রাখা হয়েছে কিনা এসব বিষয়ে তিনি বলেন, এখনও ভাড়া নির্ধারণ করা হয়নি। শহরের মধ্যে ৫ টাকা ১০ টাকা ভাড়া এভাবেই চলবে।
তবে কেবল মাত্র শুরুর পরে এসব বিষয়ে চিন্তা ভাবনা করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: রাজশাহী সিটির ৯৫২ পুকুর সংরক্ষণের নির্দেশ
প্রেমের টানে রাজশাহীতে মালয়েশিয়ান তরুণী
২ বছর আগে
মশা নিয়ে বিড়ম্বনায় চট্টগ্রাম সিটি মেয়র
চট্টগ্রাম মহানগরীতে মশার উৎপাতে বিড়ম্বনায় আছেন বলে মন্তব্য করেছেন সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেন, ‘জলাবদ্ধতা নিরসন প্রকল্পের জন্য খালে বাঁধ দেয়া হয়েছে। পানি যাচ্ছে না। কয়েকদিন আগে পরিদর্শনে গিয়ে খালে একটি ঢিল ছুঁড়ে মারলাম। কয়েক হাজার মশা বেরিয়ে এলো। তিনদিন আগে স্প্রে করেছিল। দিনেও মশা, রাতেও মশা, অস্বীকার করছি না। মশা নিয়ে বিড়ম্বনায় আছি।’
বুধবার নগর ভবনে মেয়র পদে এক বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সাংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেয়র।
আরও পড়ুন: চট্টগ্রাম সিটি মেয়র হিসেবে শপথ নিলেন রেজাউল করিম
সংবাদ সম্মেলনে খাল-নালার অবৈধ দখলকারীরা যত প্রভাবশালী হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে সিটি মেয়র বলেন, সাফল্য-ব্যর্থতা নিজে পরিমাপ করতে পারবো না। সেটা জনগণ করবে। তবে আমি নিরন্তর চেষ্টা করে গেছি। আমি এক হাজার কোটি টাকার দেনা ও নানাবিধ সমস্যা মাথায় নিয়ে কাজ শুরু করেছি। সেখান থেকে বের হয়ে চট্টগ্রাম নগরীকে নান্দনিক নগরী হিসাবে গড়ে তোলার চেষ্টা করছি।
আরও পড়ুন: চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি সহিংস আচরণ করেছে: তথ্যমন্ত্রী
২৭ জানুয়ারী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন
২ বছর আগে