স্লোভেনিয়া
সংসদে ভোটাভুটির পর ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল স্লোভেনিয়া
ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া ইউরোপের তিনটি দেশের তালিকায় এবার যুক্ত হলো স্লোভেনিয়া। দেশটির সংসদে এ বিষয়ে ভোটাভুটির পর মঙ্গলবার ফিলিস্তনকে স্বীকৃতি দেওয়ার কথা জানানো হয়।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে গত সপ্তাহে একটি প্রস্তাবে অনুমোদন দেয় স্লোভেনিয়া সরকার। এরপর তা চূড়ান্ত অনুমোদনের জন্য সংসদে পাঠানো হয়। সংসদ সদস্যদের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণের পরই চূড়ান্ত অনুমোদন পায় প্রস্তাবটি।
মঙ্গলবার (৪ জুন) ৯০ আসনবিশিষ্ট সংসদের ৫২ সদস্যের ভোটে সর্বসম্মতভাবে প্রস্তাবটি পাশ হয়। বাকি সদস্যরা অধিবেশনে উপস্থিত ছিলেন না।
আরও পড়ুন: ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী তানিয়া ফাইওন এক এক্স পোস্টে লেখেন, ‘প্রিয় ফিলিস্তিনি জনগণ, স্লোভেনিয়ার আজকের এই সিদ্ধান্ত আশা ও শান্তির বার্তা। আমরা বিশ্বাস করি, একমাত্র দ্বি-রাষ্ট্র সমাধানই মধ্যপ্রাচ্যকে স্থায়ী শান্তির দিকে ধাবিত করতে পারে। ইসরায়েল ও ফিলিস্তিন উভয় রাষ্ট্রের নিরাপত্তার জন্য স্লোভেনিয়া কাজ করে যাবে।’
এর আগে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড একযোগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ইসরায়েল সেসময় এসব দেশের সিদ্ধান্তের প্রতি নিন্দা জানায়। তবে সপ্তাহখানেক পর ওই তিন দেশের পথে হাঁটল স্লোভেনিয়াও।
তার আগে, ইউরোপীয় ইউনয়নের ৭ দেশসহ বিশ্বের ২৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়।
আরও পড়ুন: ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার তিন দেশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়
৫৮৩ দিন আগে
কসমস ফাউন্ডেশনের উপদেষ্টা পর্ষদে যোগ দিলেন ড. ড্যানিলো টার্ক
কসমস ফাউন্ডেশন তাদের উপদেষ্টা পর্ষদের সদস্য হিসেবে রিপাবলিক অব স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ড. ড্যানিলো টার্কের নিযুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে।
২১৮০ দিন আগে
বাংলাদেশের জন্য যুক্তরাজ্য খুবই গুরুত্বপূর্ণ: স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট তুর্ক
স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ড. দানিলো তুর্ক শনিবার বলেন, বাংলাদেশের জন্য যুক্তরাজ্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও দেশটির সাথে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন রয়েছে।
২১৯০ দিন আগে
শনিবার কসমস সংলাপে ইইউ নিয়ে কথা বলবেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট
বৈদেশিক সম্পর্ক বিশেষজ্ঞরা শনিবার রাজধানীতে কসমস সংলাপের ‘ডিস্টিংগুইশ স্পিকারস লেকচার সিরিজ’ এর পরবর্তী আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এবং সমসাময়িক বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছেন।
২১৯১ দিন আগে