সাঁওতাল
সেচের পানি না পেয়েই সাঁওতাল চাষিরা আত্মহত্যা করেছে: পুলিশ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘাটু গ্রামের দুই সাঁওতাল কৃষক সেচের পানি না পেয়েই আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুই কৃষকের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা দুটি মামলার পৃথক অভিযোগপত্রে পুলিশ এ তথ্য জানায়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, জমিতে সেচের পানি না পেয়েই অভিনাথ মারাণ্ডি (৩০) ও রবি মারাণ্ডি (৩২) আত্মহত্যা করেন।
গোদাগাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, অভিনাথ মারাণ্ডির মৃত্যুর মামলার অভিযোগপত্র গত ২৭ এপ্রিল গোদাগাড়ী আমলি আদালতে দাখিল করা হয়। তদন্তের পর ২৯ এপ্রিল রবি মারাণ্ডির আত্মহত্যার প্রতিবেদন জমা পড়ে।
তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বরখাস্ত অপারেটর শাখাওয়াত হোসেনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: ‘২ সাঁওতাল কৃষকের মৃত্যু কীটনাশক পানেই’
সেচের পানি না দিয়ে আদিবাসী কৃষকদের হয়রানি করতেন শাখাওয়াত। তিনি তার কাছের লোকজনকে পানি সরবরাহ করতেন বলেও জানান এসআই।
এদিকে রাজশাহী জেলা পুলিশের কোর্ট পরিদর্শক আব্দুর রফিক জানান, আদালত দুটি অভিযোগপত্র গ্রহণ করেছেন।
উল্লেখ্য, অভিযুক্ত শাখাওয়াত দীর্ঘদিন ধরে নিমঘাটু গ্রামের সাঁওতাল সম্প্রদায়ের দুই কৃষক রবি ও তার চাচাতো ভাই অভিনাথকে সিরিয়াল নম্বর না দেয়ায়, তাদের ধানের জমি ফেটে চৌচির হয়ে যায়। গত ২৪ মার্চ অভিযুক্ত শাখাওয়াতের সামনেই ভুক্তভোগী দুই কৃষক বিষপান করে।
নিহতদের পরিবারের ভাষ্যমতে, ‘তারা ক্ষোভ থেকে এই (আত্মহত্যার) সিদ্ধান্ত নিয়েছে।’
জানা যায়, ওইদিন বাড়ি পৌঁছানোর পর রাত ৯টার দিকে অভিনাথ মারা যান এবং দুদিন পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান রবি।
রামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বিষপানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
পরে দুই কৃষকের মৃত্যুর তদন্তে চার সদস্যের একটি প্যানেল গঠন করে কৃষি মন্ত্রণালয়।
৩ এপ্রিল দুই কৃষকের মৃত্যুর ঘটনায় পুলিশ শাখাওয়াতকে গ্রেপ্তার করে, যিনি ৫ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতিও।
আরও পড়ুন: জমিতে পানি না পেয়ে বিষপানে সাঁওতাল কৃষকের আত্মহত্যা!
রাজশাহীতে সাঁওতাল নারীকে ধর্ষণের অভিযোগে মামলা
২ বছর আগে
জমিতে পানি না পেয়ে বিষপানে সাঁওতাল কৃষকের আত্মহত্যা!
রাজশাহীর গোদাগাড়ীতে ধানের জমিতে পানি না পেয়ে অভিমানে দুই সাঁওতাল কৃষকের বিষপান করার খবর পাওয়া গেছে। এতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার দেওপাড়া ইউনিয়নের নবাইবটতলা নিমঘুটু গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত অভিনাথ মার্ডি (৩০) ওই গ্রামের বাবু চাঁদ মার্ডির ছেলে।
অসুস্থ রবি মার্ডি (৩২) মৃত অভিনাথ মার্ডির চাচাতো ভাই।
নিহতের পরিবারের অভিযোগ, নিহত অভিনাথ মার্ডি উপজেলার ঈশ্বরীপুর মাঠে ধানের জমিতে পানি দেয়ার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পরিচালিত গভীর নলকূপের ড্রাইভার শাখাওয়াতের কাছে অনেক দিন থেকে ঘুরছিলেন। কিন্তু পানির জন্য সিরিয়াল দেয়া হয় না। এরই মধ্যে জমির পানি শুকিয়ে ধানের চারা সাদা হতে থাকে। বুধবার বিকালে পুনরায় ড্রাইভারকে পানির জন্য বললে পানি না পেয়ে রাগ-অভিমানে অভিনাথ মার্ডি ও রবি মার্ডি বিষপান করে।
অভিযোগে আরও বলা হয়, ড্রাইভার সেখানে বিষপানের কথা জানতে পেরে তাদের উদ্ধার করে অভিনাথ মার্ডির চাচাতো ভাই বাপ্পির ভ্যান গাড়িতে উঠিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরে রাত ৯টার দিকে অভিনাথ মার্ডি মারা যান। পরে রবি মার্ডিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত নলকূপের ড্রাইভার শাখাওয়াত জানান, পানি দেয়নি একথা সত্য নয়। দুদিন আগেই পানি দিয়েছি। এটা তদন্ত করলেই পাওয়া যাবে। তবে তারা অতিরিক্ত চুয়ানি খেয়েছে বলে দাবি করেন ড্রাইভার শাখাওয়াত হোসেন।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরে বিস্তারিত জানা যাবে।
২ বছর আগে