বাঘা
রাজশাহীতে ট্রলির ধাক্কায় নিহত ১
রাজশাহীর বাঘায় ট্রলির ধাক্কায় আশরাফুল ইসলাম বিপুল নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সুলতানপুর-বিলমাড়িয়া সড়কের মহারাজপুরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রূপসায় ইটবাহী ট্রলির ধাক্কায় কলেজের অধ্যক্ষ নিহত
নিহত আশরাফুল ইসলাম বিপুল অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তিনি রাজশাহীর বাঘা উপজেলা গড়গড়ি ইউনিয়নের সুলতান গ্রামের আক্কাছ মিয়া ছেলে। পাঁচ মাস আগে অবসরে যান আশরাফুল।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আশরাফুল রবিবার মোটরসাইকেল নিয়ে মহারাজপুরে পৌঁছালে পাওয়ার ট্রলির সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: লালমনিরহাটে ট্রলির ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারী নিহত
কুড়িগ্রামে ট্রলির ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, চালক আটক
৮ মাস আগে
বাঘায় স্ত্রীর ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজশাহীর বাঘায় গাছ কাটার বিরোধে মখলেসুর রহমান (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
মখলেসুর রহমান বাঘা পৌরসভার গাওপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত হায়দার আলীর ছেলে। ভগ্নিপ্রতি কামাল হোসেন তাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
স্থানীয়রা জানান, বাঘা পৌরসভার গাওপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত হায়দার আলীর মেয়েকে বিয়ে করে একই গ্রামের কাশেম আলীর ছেলে কামাল হোসেন। স্ত্রীর জমির অংশ নিয়ে কামালের সঙ্গে মখলেসুর রহমানের দ্বন্দ্ব চলছিল। কামালের স্ত্রীর অংশের জমিতে দুইটি কদম গাছ ছিল। এই গাছ কাটতে যায় কামাল হোসেন।
এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবির্তক শুরু হয়। এক পর্যায়ে কামাল হোসেন উত্তেজিত হয়ে ইট ও গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রাকিব আহম্মেদ তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: বাগেরহাটে বাড়িতে প্রবেশের পথ নিয়ে বিরোধের জেরে নারীকে পিটিয়ে হত্যা, আহত ৫
এ বিষয়ে নিহত মখলেসুর রহমানের ছেলে সাগর হোসেন বলেন, বাড়ির পাশে দুটি কদম গাছ ছিল। এরমধ্যে একটি গাছ কেটে নিতে বলা হয়। সে দুইটি গাছই কাটবে এ নিয়ে তর্কবির্তকের এক পর্যায়ে আমার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসায় ঢুকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩
১১ মাস আগে
রাজশাহীতে নিখোঁজের ৩দিন পরে কিশোরের লাশ উদ্ধার
রাজশাহী বাঘা উপজেলায় নিখোঁজের তিনদিন পরে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মনিগ্রাম গ্রামীণ ব্যাংকের পেছনে তুলসিপুর এক আম বাগানের নালা থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত সাব্বির হোসেন (১৬) উপজেলার বাউসা ইউনিয়নের হায়দার আলীর ছেলে এবং স্থানীয় আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পারিবার জানিয়েছে,সাব্বির হোসেন রবিবার (৩০ অক্টোবর) স্কুল ছুটির পর বিকাল ৪টার দিকে বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কিন্তু তার পর আর বাড়ি ফিরেনি সে। এর পর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ওইদিনই সাব্বিরের চাচা শরিফুল ইসলাম বাদী হয়ে বাঘা থানা একটি সাধারণ ডায়েরি করেন। এই অবস্থায় সোমবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকার চারঘাট ঈশ্বরর্দী সড়কের পাশে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারিবিহীন ভ্যানটি পাওয়া যায়। এদিকে নিখোঁজের তিনদিন পর বুধবার মনিগ্রাম গ্রামীণ ব্যাংকের পেছনে তুলসিপুর বজলু মাষ্টারের আম বাগানের নালার মধ্যে সাব্বিরের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
আরও পড়ুন: মাগুরায় মর্গে ৩দিন ধরে ময়নাতদন্তের অপেক্ষায় লাশ
সাব্বির হোসেনের চাচা শরিফুল ইসলাম বলেন,আমার ভাই ভ্যান চালিয়ে সংসার চালায়। কোনো কোনো সময় স্কুল ছুটির পর ভাতিজা আশপাশে ওই ভ্যানে ভাড়া মারে। সেই টাকা তার বাবাকে দিত। সেই ভ্যান চালানোই কাল হলো তার।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে ব্যাটারি ছিন্তাইয়ের উদ্দেশ্যেই ছিন্তাইকারীরা সাব্বিরকে হত্যা করে লাশ আমবাগানের নালার মধ্যে ফেলে রেখেছিল।
আরও পড়ুন: বরগুনায় ইলিশ শিকারে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক
চট্টগ্রামে নিখোঁজের ৩দিন পর যুবকের গলিত লাশ উদ্ধার, আটক ১
২ বছর আগে
রাজশাহীতে আ’লীগের সম্মেলনে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
রাজশাহীর বাঘা উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তি হলেন- পাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর শিরোইল এলাকা থেকে মেরাজুলকে গ্রেপ্তার করে ডিবি।
আরও পড়ুন: রাজশাহীতে শতাধিক পানের বরজ আগুনে পুড়ে ছাই
এর আগে সোমবার বাঘা উপজেলায় দলটির ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন। এদিন সকাল ১১টার দিকে উপজেলার শাহদৌলা সরকারি কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঞ্চে অতিথিরা বসার পর সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাস আলীর সমর্থকরা তাদের সামনে তার নাম ধরে স্লোগান দিতে থাকেন।
আরও পড়ুন: রাজশাহীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহরিয়ার আলম এবং আক্কাস আলীর সমর্থকদের মধ্যে সশস্ত্র সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন।
পরবর্তীতে সোমবার রাতে এ ঘটনায় ৮২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭০০ জনকে আসামি করে দুটি মামলা করা হয়।
২ বছর আগে