রাজশাহীর বাঘা উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তি হলেন- পাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর শিরোইল এলাকা থেকে মেরাজুলকে গ্রেপ্তার করে ডিবি।
আরও পড়ুন: রাজশাহীতে শতাধিক পানের বরজ আগুনে পুড়ে ছাই
এর আগে সোমবার বাঘা উপজেলায় দলটির ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন। এদিন সকাল ১১টার দিকে উপজেলার শাহদৌলা সরকারি কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঞ্চে অতিথিরা বসার পর সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাস আলীর সমর্থকরা তাদের সামনে তার নাম ধরে স্লোগান দিতে থাকেন।
আরও পড়ুন: রাজশাহীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহরিয়ার আলম এবং আক্কাস আলীর সমর্থকদের মধ্যে সশস্ত্র সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন।
পরবর্তীতে সোমবার রাতে এ ঘটনায় ৮২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭০০ জনকে আসামি করে দুটি মামলা করা হয়।