সালমা খাতুন
সালমার দুর্দান্ত বোলিং সত্ত্বেও হারল বাংলাদেশ
সালমা খাতুনের তিন উইকেটে ভর করেও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। শুক্রবার ওয়েলিংটনে পাঁচ উইকেটে জয় পায় অজি মেয়েরা।
আইসিসির চলমান বিশ্বকাপে ওয়েলিংটনে শুক্রবারের ম্যাচটি বৃষ্টির কারণে কমিয়ে ৪৩ ওভার করা হয়। বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৩ ওভার শেষে ছয় উইকেটে ১৩৫ রান করে।
টাইগ্রেসদের হয়ে লতা মন্ডল ৩৩ রান এবং শারমিন আক্তার ২৪ রান করেন। এছাড়া ১৫ রান করে করেন রুমানা আহমেদ ও সালমা খাতুন।
আরও পড়ুন: নারী বিশ্বকাপ: ভারতের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের
অজিদের হয়ে অ্যাশলে গার্ডনার ও জেস জোনাসেন দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ২৬ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে। আর এ তিনটি উইকেটই নেন সালমা। তবে বেথ মুনির অপরাজিত ৬৬ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। অবশ্য আরও দুটি উইকেট হারায় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া ৩২ ওভার ১ বল খেলে পাঁচ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
আরও পড়ুন: এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের ৩ স্বর্ণপদক
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সালমা। তিনি ৯ ওভার বল করে ২৩ রান দিয়ে এ উইকেট নেন। এছাড়া নাহিদা আক্তার ও রোমানা আহমেদ নেন একটি করে উইকেট।
চলতি বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি একই ভেন্যুতে ২৭ মার্চ হবে।
এর আগের ছয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা শুধু পাকিস্তানের বিপক্ষে জয় পায় এবং সেটিই ছিল তাদের বিশ্বকাপে প্রথম জয়।
২ বছর আগে