দোহা ফোরাম
দোহা ফোরামে জেলেনস্কির ভিডিও বার্তা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কাতারের দোহা ফোরামে এক ভিডিও বার্তা দিয়েছেন।
শনিবার জেলেনস্কি তার ভিডিও ভাষণে দেশটির প্রতি রাশিয়ার চলমান যুদ্ধের সমালোচনা করেন।
তিনি জাতিসংঘ ও বিশ্বশক্তিকে দেশটির সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
জেলেনস্কি বলেছেন, তারা আমাদের বন্দর ধ্বংস করছে। ইউক্রেন থেকে রপ্তানি পণ্যের অনুপস্থিতি বিশ্বব্যাপী দেশগুলোকে একটি ধাক্কা দিবে।
আরও পড়ুন: রাশিয়াকে থামাতে বিলম্ব করেছে ইউরোপ: জেলেনস্কি
তিনি বলেন, ইউরোপের ভবিষ্যৎ আপনাদের প্রচেষ্টার ওপর নির্ভর করে। তিনি দেশগুলোকে তাদের জ্বলানি সরবরাহ বাড়ানোর আহ্বান জানান। কেননা কাতার প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে বিশ্ব নেতৃত্ব দিচ্ছে।
পারমাণবিক অস্ত্র দিয়ে বিশ্বকে হুমকি দেখানোয় তিনি রাশিয়ার সমালোচনা করেন।
জেলেনস্কি বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে আস্ফালন করেছে যে তারা পারমাণবিক অস্ত্র দিয়ে শুধু একটি নির্দিষ্ট দেশ নয়, পুরো গ্রহকে ধ্বংস করতে পারে।
তিনি আরও বলেন,ইউক্রেনের মুসলমানদের আসন্ন পবিত্র রোজার মাসেও লড়াই করতে হবে।
তিনি বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে এই পবিত্র রমজান মাসে যেন ইউক্রেনের মানুষের ওপর দুর্দশার ছায়া না পড়ে।’
আরও পড়ুন: কিয়েভে গোলার আঘাতে রুশ সাংবাদিক নিহত
২ বছর আগে