পুলিশ ফাঁড়ি
চট্টগ্রামে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রামে বন্দর থানাধীন মধ্যম হালিশহরে আগুনে পুড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে বন্দর থানাধীন ৩৮নং মধ্যম হালিশহর ওয়ার্ডে ধুমপাড়া পুলিশ ফাঁড়ির পাশে ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় বৃদ্ধের মৃত্যু হয়।
নিহত বৃদ্ধ হলেন- আব্দুল করিম ভূ্ইযয়া (১০২)।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, ‘ইপিজেডের ধুমপাড়া এলাকায় কয়েকটি দোকান ও বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের তিনটি ইউনিটের ১১টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে। আগুন লাগার কারণ সর্ম্পকে এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারিনি।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এলে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’
আরও পড়ুন: সেনবাগে চুলার আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু
মধ্যপ্রদেশে প্রেমে বিচ্ছেদ থেকে ভবনে আগুন, নিহত ৭
২ বছর আগে
বরিশালে পুলিশ ফাঁড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৭
বরিশালের হিজলা উপজেলায় পুলিশ ফাঁড়িতে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার রাতে হরিনাথপুর ইউনিয়নের শাওড়া সৈয়দ খালী পুলিশ ফাঁড়িতে এই হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে হিজলা থানায় প্রায় দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছেন। হামলাকারীদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে হিজলা থানা পুলিশ।
শাওড়া সৈয়দ খালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘শনিবার রাতে স্থানীয় বাদল সিকদারের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের প্রায় তিন শতাধিক নেতা-কর্মী পুলিশ ফাঁড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় কনস্টেবল মেহেদী হাসানকে এলোপাতাড়ি মারধর শুরু করলে আমি তাদের বাধা দিতে চাইলে তারা আমাকেও মারধর করে। পরে তারা ফাঁড়ির বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।’
আরও পড়ুন: শাহজাহানপুরে জোড়া খুন: প্রধান আসামি গ্রেপ্তার
কনস্টেবল মেহেদী হাসান বলেন, ‘শনিবার সন্ধ্যার দিকে বাজার থেকে ফাঁড়ির দিকে আসার সময় হঠাৎ একটি ভ্যানগাড়ি সজোড়ে আমাকে ধাক্কা দেয়। তাই নিয়ে ভ্যানগাড়ি চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনাটি ভ্যানচালক নেতা-কর্মীদের জানালে তারা আমাকে ফাঁড়ির মধ্যে এসে মারধর করে গুরুতর আহত করে।’
তবে এই ঘটনায় অভিযুক্ত বাদল সিকদারের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, হরিনাথপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিদের মধ্যে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখন বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, বাকি আসামিদের সিসি টিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন: প্রেমিকার করা পর্নোগ্রাফি মামলায় চমেক ইন্টার্ন চিকিৎসক গ্রেপ্তার
২ বছর আগে