ঢাকা-টরেন্টো ফ্লাইট চালু
শিগগিরই নিউইয়র্কে বিমানের ফ্লাইট চালু করা হবে: বিমান প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, খুব অল্পদিনের মধ্যেই নিউয়র্কে বিমানের ফ্লাইট চালু করা হবে।
তিনি বলেন, ফ্লাইট চালুর বিষয়ে আমাদের কাজ অনেকদূর এগিয়েছে। জাপানের নারিতা,মালে,অস্ট্রেলিয়ার সিডনি, গুয়াংজুয়ে ফ্লাইট চালু করা হবে। এছাড়াও নারিদাসহ এসব রুটে ফ্লাইট চালু বিষয়ে অনেকদূর এগিয়েছে এবং খুব শিগগিরই চালু হবে।
সোমবার রাতে কানাডার টরেন্টোর ডাউন টাউনে মেরিয়ট হোটেলে ঢাকা- টরেন্টো ফ্লাইট চালু উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কানাডায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত রিসিপশন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রেস্টিজ ইস্যু ছিল কানাডায় বিমান নামানোর। কানাডায় বিমান নামিয়েছি। বিশ্বের অনেক বড় বড় দেশ টরেন্টোতে চলৎ (চলনশীল) পায়নি। বাংলাদেশ চলৎ পেয়েছে এটি খুবই গর্বের বিষয়।
আরও পড়ুন: অসুস্থ সেই পাইলটের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিমান প্রতিমন্ত্রীর
তিনি বলেন, বঙ্গবন্ধু বিমানকে ভালোবাসতেন। উনার ইচ্ছা ছিল বিভিন্ন দেশে বিমান যাবে। প্রধানমন্ত্রীর নির্দেশে কানাডায় ফ্লাইট চালু করেছি। জুন মাসে সপ্তাহে তিনদিন চলবে। তবে সপ্তাহে যেন প্রতিদিনই ফ্লাইট চালু করতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।
প্রতিমন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ট টার্মিনাল ২০২৩ সালের সেপ্টেম্বর মধ্যে উদ্বোধন করতে পারবো। এটি আন্তর্জাতিক মানের হবে, হিথ্রোসহ বড় বড় দেশের মতো এই বিমানবন্দরে সেবা পাওয়া যাবে। সিলেট রানওয়ে এক্সটেনশন হয়েছে। নতুন আন্তর্জাতিক বিমান বন্দর কাজ চলমান এবং পর্যটনকে আন্তর্জাতিক বাজারে প্রসার করতে কক্সবাজার বিমান বন্দরকে আন্তর্জাতিক মানের করা জন্য কাজ হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমান জাতীয় পতাকা ধারণ করে বিভিন্ন দেশে যাবে এটি গৌরবের। কোভিডে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই সেক্টর। তবে প্রধানমন্ত্রী কারণে আমাদের তেমন ক্ষতি হয়নি।
মাহবুব আলী বলেন, বিমানে কিছু রিফর্ম এনেছি। ২০১৯ সালে দায় দেনা পরিশোধ করে কোভিড সময়ের পরই ২৭৩ কোটি লাভ করেছি। অথচ পৃথিবীর অনেক বিমান দেউলিযা হয়েছ। প্রধানমন্ত্রীর নির্দেশে এই সংকটে কোনো বিমান স্টাফের চাকরি যায়নি।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় স্থায়ী কমিটি সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী বলেন, বিমান উন্নতির দিকে যাচ্ছে। আর উন্নত হবে। টরেন্টো ফ্লাইট চালু হলে দু দেশের বন্ধুত্বের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
২ বছর আগে