হাফ ম্যারাথন
সিলেটে ১২০০ দৌড়বিদ নিয়ে হাফ ম্যারাথন অনুষ্ঠিত
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় শুক্রবার (৮ ডিসেম্বর) নিয়ে ভোরের আলো ফোটার আগেই সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ এলাকায় হাজারেরও বেশি দৌড়বিদ উপস্থিত হয়েছেন। বৃষ্টির কোনো বাধাই যেন মানবেন না তারা। ভোর ঠিক ৬টায় বাঁশির এক আওয়াজে শুরু হাফ ম্যারাথন।
জেলা শহর হয়ে চলে যায় সবুজ শ্যামল চা বাগান ঘেরা সিলেট বিমানবন্দর সড়কে। চা বাগানের মাঝ দিয়ে শত শত মানুষের ছুটে চলা। ১২ বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধ অংশ নেন এই ম্যারাথনে।
সিলেট রানার্স কমিউনিটি আয়োজিত ইউনিমার্ট সিলেট হাফ ম্যারাথনের ২১ ও ১০ কিলোমিটারের ম্যারাথন শেষ হয় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এসে।
প্রকৃতি কন্যা সিলেটে হাফ ম্যারাথনে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন অনেকে।
স্বামী-সন্তান নিয়ে ম্যারাথনে অংশ নিতে ঢাকা থেকে সিলেটে এসেছেন মিতা মাহফুজা।
তিনি বলেন, সিলেট আমার অনেক পছন্দের জায়গা। সবুজ চা বাগানের মাঝ দিয়ে যে রাস্তাটা, সেখানে দৌঁড়াতে আমার বেশ ভালো লেগেছে। তবে এবার শুক্রবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি যেন এক অন্যরকম মাত্রা যোগ করেছে, সকালটা অনেক সুন্দর ছিল। হাঁটা ও দৌড়ানো আমার খুব পছন্দের। এটা আমাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে।
মোট ১২০০ দৌড়বিদের সমন্বয়ে ২১ দশমিক ১ কিলোমিটার এবং ১০ কিলোমিটার এই দুই ক্যাটাগরিতে ম্যারাথন আয়োজিত হয়।
ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদরা মনে করেন, খেলাধুলার মাধ্যমে সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো হাফ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
১ বছর আগে
জাবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ম্যারাথনে শিক্ষক-শিক্ষার্থীরা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হাফ ম্যারাথন (২১.১ কি.মি) অনুষ্ঠিত হয়েছে।
৪ বছর আগে